জেনেনিন ঢালিউডের নায়করা কে কোথায় ভোট দেবেন
শাকিব খান
শুটিং বা যে কোনো ব্যস্ততাই থাকুক ভোট কখনও মিস করি না। কারণ ভোট প্রদান হচ্ছে নাগরিক অধিকার ও কর্তব্য। আমি ‘ঢাকা ১৭ আসন’-এর ভোটার। গুলশানের একটি ভোট কেন্দ্রে সকালে ভোট দিতে যাবো। ওইদিন কোনো শুটিং রাখছি না। ভোট দিয়ে বাসায় ফিরে দেশের ভোটের খবরাখবর রাখার চেষ্টা করবো। জাতীয় নির্বাচন বলে কথা। কী হয় দেখা যাক! তবে আমি চাইবো, যা হওয়ার একদিনেই হয়ে যাক। এটা নিয়ে আবার পরে ঝামেলা হোক চাইনা। নির্বাচন একদিনে হয়ে গেলে সব সেক্টরে কাজে গতি ফিরে আসবে। একদিকে যেমন আতঙ্ক কাজ করছে, আবার উৎসবের আমেজ বিরাজ করছে। কারণ সব দল অংশ নিচ্ছে।
চঞ্চল চৌধুরী
আমি রাজধানীর শাজাহানপুর এলাকার ভোটার। যেটা ঢাকা-৯ আসনে পড়েছে। আগে সেখানে বাসা ছিল। তাই ওই এলাকার ভোটার। এখন থাকি সিদ্ধেশ্বরী। ভোটের দিন অবশ্যই ভোট দেব। সচেতন নাগরিক হিসেবে এটা আমার অবশ্যই দায়িত্ব। ভোট হলো উৎসবের মতো। অবশ্যই সবার কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া উচিত। আমিসহ পরিবারের যারা ভোটার সবাইকে নিয়ে ভোট দিতে যাবো। ভোটের পরে রাত জেগে নির্বাচনী ফলাফলের জন্য অপেক্ষা করা হয়। আমিও সেটা করবো।
জায়েদ খান
পিরোজপুর সদরের ১ আসনের ভোটার আমি। নির্বাচনের আগের দিন রাতে পিরোজপুর যাবো। সকালেই ভোট দেব। এরপর ভোট কেন্দ্রে পরিচিত মানুষরা আসবেন তাদের সঙ্গে কথাবার্তা বলবো। অনেকদিন পর তাদের সঙ্গে দেখা হবে। আশাপাশের কেন্দ্র ঘুরে ঘুরে দেখবো। একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।
বাপ্পী চৌধুরী
ভোটের দিন কোনো শুটিং নেই। সব বন্ধ। নারায়ণগঞ্জ ৪ আসনের চাষাড়া এলাকার ভোটার আমি। ভোট দিয়ে সারাদিন বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখবো। ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ এবং উৎসবের আমেজ বিরাজ করুক সারাদেশে এটাই আমার চাওয়া। যে সরকারই ক্ষমতায় আসুক যেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েই আসে।
ইমন
আমার বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। ঢাকা-১১ আসনের ভোটার আমি। ভোটের দিন একেবারে সকাল সকাল আমি ও আমার পরিবার বাসার পাশে কেন্দ্রে গিয়ে ভোট দেব। ওইদিন শুধু নির্বাচনের খোঁজ-খবর নেব। বাসায় থাকবো। হানাহানি হতে পারে এমন আশংকা কাজ করছে সবার মধ্যে। এটা যেন না হয়। শান্তিতে সবাই ভোট প্রদান করুক।
নিরব
ঢাকা ১৫ আসনের ভোটার আমি। আমি দক্ষিণ কাফরুলের বাসিন্দা। ভোট কেন্দ্র উত্তর কাফরুল। ভোটের দিন শুধুই ভোট থাকবে মাথায়। আর কিছুই ভাবতে চাইনা। ভোট দেওয়া একটি নাগরিক অধিকার। এ অধিকার থেকে আমি নিজেকে বঞ্চিত করতে চাই না।
সাইমন সাদিক
ভোটের জন্য দুদিন আগেই নিজ এলাকায় এসেছি। আমি কিশোরগঞ্জ ১ আসন (সদর) এলাকার ভোটার। আমার ভোট কেন্দ্র হলো শোলাকিয়া সর. প্রাথমিক বিদ্যালয়। সকালেই ভোট দেব। এরপর সারাদিন ভোট কেন্দ্রে বন্ধুদের নিয়ে আড্ডা দেব। আশাপাশে ভোট কেন্দ্র ঘুরে ঘুরে দেখবো। ভোটের পর এলাকায় বন্ধুদের নিয়ে পিকনিকের আয়োজন রয়েছে, শেষ করে ২ তারিখ ঢাকা ফিরবো।
সিয়াম আহমেদ
আমি ঢাকা-১৯ আসনের ভোটার। রাজারবাগ এলাকার ভোট কেন্দ্রে ভোট দেব। ওইদিন ভোট দেওয়ার পর কোনো কাজ রাখছি না। ভোট প্রদান শেষে নিজেকে এবং পরিবারকে সময় দেব। যেহেতু ভোটের দিন তাই, ভোট দিয়ে সারাদিন বাসায় থাকবো। আমি আশা করবো, নির্বাচনের দিন সারাদেশে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। উৎসবের আমেজে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
রিয়াজ ও ফেরদৌস
এদিকে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে চিত্রতারকাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম রিয়াজ ও ফেরদৌস কোথায় ভোট দিবেন, সেটা নিয়েও দর্শকের আগ্রহ কম নয়। খোঁজ নিয়ে জানা যায়, চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস দুজনেই ভোট দেবেন ঢাকা-১৭ আসনে।
এছাড়া ওমর সানি ভোট দেবেন ঢাকা-১৮ আসন (উত্তরা হাই স্কুল), চিত্রনায়ক জয় চৌধুরী মাগুরা ১ আসনের ভোটার। কায়েস আরজু ঢাকা-৮ আসনের ভোটার (কেন্দ্র সিদ্ধেশ্বরী গার্লস স্কুল)। আসিফ ইমরোজ খুলনা-১৬ আসনের ভোটার। চিত্রনায়ক রোশান বি. বাড়িয়া জেলার কসবা-৩ আসনের ভোটার এবং ডিএ তায়েব মহাখালী ডিওএইচএস এলাকার ভোটার।
- কমলো সয়াবিন তেলের দাম, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- এক খবরেই পাল্টে গেলো পেঁয়াজের দাম
- ১০ মিনিটের শক্তিশালী বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড যে উপজেলা
- স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হলো জানেন
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ
- নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা
- ইন্টারনেট সেবায় বিশাল মূল্যছাড়, কমলো ইন্টারনেটের দাম
- বিদেশি ফল নয়, ঘরেই লুকিয়ে আছে সমাধান এই ৫ দেশি খাবারেই পাবেন পর্যাপ্ত ভিটামিন সি
- চরম দু:সংবাদ : ফেরত পাঠানো হল ৩১ প্রবাসী বাংলাদেশিকে
- সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে: উত্তেজনা চলছেই
- সৌদিতে গিয়ে ৫ জনের করুণ পরিণতি
- আজ বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট, দেশে টাকা পাঠানোর উত্তম সময়
- শীর্ষে দিল্লি,২ নাম্বারে ঢাকা