ষড়যন্ত্র করেই কি সরিয়ে দেয়া হয়েছিল সাবেক সৌদি যুবরাজকে?
তেলসমৃদ্ধ প্রভাবশালী এই মুসলিম দেশটিতে ক্ষমতার আকস্মিক এ পরিবর্তন কীভাবে হলো, এতে কার কী ভূমিকা ছিল- এ নিয়ে বিস্তারিত এক অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরেছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, হঠাৎ করেই প্রাসাদ থেকে বাদশার ডাক আসে মোহাম্মদ বিন নায়েফের কাছে। সেদিন তিনি চতুর্থ তলায় যান বাদশার সঙ্গে দেখা করতে। তখন পর্যন্ত মোহাম্মদ বিন নায়েফই ছিলেন রাজসিংহাসনের পরবর্তী উত্তরসূরী। কিন্তু এক রাতেই বদলে যায় সব।
মোহাম্মদ বিন নায়েফের ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘একটি কক্ষে কেবল বাদশা ও মোহাম্মদ বিন নায়েফই ছিলেন। আর কেউ ছিলেন না। বাদশা নায়েফকে বলেন, আমি চাই তুমি পদ থেকে সরে দাঁড়াও। বারবার বলার পরও আসক্তি কাটানোর জন্য তুমি কোনও চিকিৎসা করাচ্ছ না। এটা তোমার সিদ্ধান্ত গ্রহণে মারাত্মক প্রভাব ফেলছে।’
মোহাম্মদ বিন নায়েফ ব্যথানাশক ওষুধ (মরফিন) নিতেন। তবে স্বাধীন কোনও সূত্র থেকে বিন নায়েফের আসক্তির বিষয়ে নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। প্রাসাদের কোনও কর্মকর্তাও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।
নায়েফের আসক্তির বিষয়টি নাকচ করে সৌদি আরবের একজন কর্মকর্তা বলেন, ‘এ গল্পটির কাছে হলিউডের অলীক কল্পনার ছবিও হার মানবে।’ তবে অপর কর্মকর্তারা বলেন, বিন নায়েফকে জাতীয় স্বার্থে সরিয়ে দেয়া হয়েছে এবং ‘চাপ ও অসম্মানের’ জন্য নয়। তাকে সরিয়ে দেয়ার কারণ ‘গোপনীয়’।মোহাম্মদ বিন নায়েফ
বিভিন্ন সূত্রের খবরে বলা হয়, বাদশা তার সন্তানকে সিংহাসনে বসাতে বদ্ধপরিকর ছিলেন। নায়েফের আসক্তির ব্যাপারটি সামনে এনে তাকে দূরে সরিয়ে দেয়া হয়। সৌদির রাজনৈতিক বিভিন্ন সূত্র এবং বিন নায়েফের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ‘এটা বিন নায়েফের জন্য একটি বড় আঘাত ছিল। এটি একটি অভ্যুত্থান। তিনি এ ব্যাপারে আদৌ প্রস্তুত ছিলেন না।’
সূত্রমতে, মোহাম্মদ বিন সালমান মনে করেন, নায়েফ বেশ কয়েকটি ব্যাপারে নীতিগতভাবে ভুল করেছেন। ইয়েমেন সমস্যা এবং বেসামরিক কর্মচারীদের আর্থিক সুবিধা কর্তনের জন্য তাকে দোষারোপ করা হয়।
২১ জুন রাত ১১টার দিকে দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা কাউন্সিলের বৈঠক হয়। এর চার ঘণ্টা আগে বাদশাহর ছেলের সালমানের কাছ থেকে ফোন পান মোহাম্মদ বিন নায়েফ। তিনি ভেবেছিলেন, এটা নিয়মিত (রুটিন কল) ফোন। বাদশা সালমান নায়েফের সঙ্গে দেখা করতে চান। এর কয়েক ঘণ্টা পরই নায়েফকে সরিয়ে দেয়া হয়। বাদশা ও নায়েফের সংক্ষিপ্ত বৈঠকের খবরটি পরে সবাইকে চিঠি দিয়েও জানিয়ে দেয়া হয়।
বাদশাহর নামে ফোন করে একটি চিঠি পড়ে শোনানো হয় সব সদস্যকে। ওই চিঠিতে রাজনৈতিক ও নিরাপত্তা কাউন্সিলের ৩৪ সদস্যের মধ্যে তিনজন বাদে সবাই সই করেন। এর অর্থ হলো ষড়যন্ত্র কাজে দিয়েছে। চিঠিতে লেখা ছিল নায়েফের আসক্তির কথা। এতে বলা হয়েছে, ‘আমরা দুই বছর ধরে চেষ্টা করেছি কিন্তু কোনও কাজে আসেনি। এই বিপজ্জনক পরিস্থিতি থেকে তর (নায়েফ) মুক্ত হওয়া উচিত এবং মোহাম্মদ বিন সালমানকে তার জায়গায় মনোনীত করা হোক।’
রাজপ্রাসাদের একটি সূত্র জানায়, ওই সময়ে প্রাসাদের একটি কক্ষে বিন নায়েফকে বলতে গেলে আটকেই রাখা হয়। সেখানে আর কেউ ছিলেন না। তার মোবাইল ফোনটিও কেড়ে নেয়া হয়। তার দেহরক্ষীদেরও বদলে ফেলা হয়।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ বিন আবদুল আজিজ, রাজপরিবারের সদস্য আবদুল আজিজ বিন আবদুল্লাহ এবং রিয়াদের সাবেক উপ-গভর্নর যুবরাজ মোহাম্মদ বিন সাদ চিঠিতে সই করেননি। রাজপ্রাসাদের একটি সূত্র জানায়, যারা বাদশার সিদ্ধান্তের পক্ষে ছিলেন, তাদের সবার ফোনকল রেকর্ড করা হয়। এরপর তা বিন নায়েফকে শোনানো হয়। তাকে বোঝানো হয়, ‘তোমার পক্ষে আর কেউ নেই।’মোহাম্মদ বিন সালমান
রাতভর চিন্তার পর ভোরের দিকে হাল ছেড়ে দেন বিন নায়েফ। তিনি প্রাসাদের উপদেষ্টাকে বলেন, বাদশাহর সঙ্গে দেখা করতে চান তিনি। খুব সংক্ষিপ্ত বৈঠকেই সব শেষ হয়ে যায়। পদত্যাগে রাজি হওয়ার কথা জানিয়ে কাগজে সই করেন তিনি। বাদশার কক্ষ থেকে বেরিয়েই অবাক হয়ে যান বিন নায়েফ। কারণ বাইরে দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ বিন সালমান। তিনি (সালমান) তখন নতুন যুবরাজ। তাকে আলিঙ্গন করেন বিন নায়েফ, হাত ধরে চুমু খান আনুগত্যের প্রতীক হিসেবে। আর চুমু খাওয়ার এই ছবি পরে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়।
এরপর বেরিয়ে যান বিন নায়েফ। ততক্ষণে সালমানের সঙ্গে তার ছবি ও শাহি ফরমান রাজপ্রাসাদ থেকে ছড়িয়ে দেয়া হয় গণমাধ্যমে। ওই রাতের সবকিছু শেষ হয়ে যায় নায়েফের। সূর্য ওঠা ভোরে নিজের সূর্য ডুবিয়ে বাড়ি ফেরা বিন নায়েফ তখন কার্যত গৃহবন্দী। ঘনিষ্ঠজনেরা জানান, পরিবার নিয়ে সুইজারল্যান্ড বা যুক্তরাজ্যে চলে যেতে চেয়েছিলেন তিনি। তবে বাদশা সালমান ও তার ছেলে মোহাম্মদ বিন সালমান নায়েফকে জানিয়ে দেন, ‘না, এখন তার ইচ্ছায় আর কোনো কিছুই হবে না।’
১৫ বছর ধরে সৌদি আরবের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন বিন নায়েফ। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠ গোয়েন্দা যোগাযোগ রক্ষা করে চলেছেন। এর মধ্য দিয়ে তিনি সৌদি জোটের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তিতে পরিণত হয়েছিলেন তিনি।
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- সাকিব-মাশরাফিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করে নতুন করে আলোচনার ঝড় তুললেন ক্রীড়া উপদেষ্টা
- ব্রেকিং নিউজ : ব্যাপক হারে কমলো জ্বালানি তেলের দাম