| ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

২০১৮ সালের খেলার যত উল্লেখযোগ্য ঘটনা জেনেনিন একনজরে

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ ডিসেম্বর ২৬ ১১:২৮:৫৬
২০১৮ সালের খেলার যত উল্লেখযোগ্য ঘটনা জেনেনিন একনজরে

চ্যাম্পিয়ন হল ফ্রান্স। পেলের পর প্রথম কোনও টিনএজার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করলেন এমবাপে। তবে হেরেও ফুটবলপ্রেমীদের মন জয় করে নিল ক্রোয়েশিয়া। এই ছোট্ট দেশটির প্রেসিডেন্টও সবার নজর কেড়ে নেন। প্রতিটি ম্যাচেই দলের গোলের পর তাঁর উচ্ছ্বাস ছিল দেখার মতো। ফাইনালেও তিনিছিলেন আকর্ষণের কেন্দ্রে।

ব্যালন ডি’ অর— গত এক দশক ধরে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দুই ফুটবলারের বাইরে আর কেউ ব্যালন ডি’ অর পাচ্ছিলেন না। কিন্তু এবার ফুটবল রাজ্যের সিংহাসনে নয়া সম্রাট লুকা মদরিচ। রোনাল্ডো দ্বিতীয়স্থানে থাকলেও, মেসি ও নেমার প্রথম তিনের বাইরে থাকলেন।

এশিয়ান গেমস— এবারের এশিয়ান গেমসে ভারতীয়দের মধ্যে নজর কাড়লেন বাংলার ব্রিজ খেলোয়াড় প্রণব বর্ধন ও শিবনাথ সরকার। স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল, অ্যাথলিট স্বপ্না বর্মন। এছাড়া নীরজ চোপড়া, বজরঙ্গ পুনিয়া, ভীনেশ ফোগটরাও চমকপ্রদ পারফরম্যান্স দেখালেন। ভারত ১৫টি সোনা, ২৪টিরুপো ও ৩০টি ব্রোঞ্জ পায়।

হিমা দাস—অসমের তরুণী হিমা দাস প্রথম ভারতীয় হিসেবে অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতে ইতিহাস গড়লেন। এশিয়ান গেমসের ফাইনালে নিজেরই গড়া জাতীয় রেকর্ড উন্নত করলেও, তাঁকে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়। মহিলাদের রিলেতে অবশ্য তিনি দেশকে সোনা এনে দেন। এছাড়ামিক্সড ইভেন্টে তিনি রুপো পান।

দীপা কর্মকার— ২০১৮-য় যখন অসমের হিমা দাসের উত্থান হল, তখন পাশের রাজ্য ত্রিপুরার মেয়ে দীপা কর্মকারেরও প্রত্যাবর্তন হল। দীর্ঘ দিন চোটের কবলে থাকা এই বাঙালি জিমন্যাস্ট আর্টিস্টিক জিমন্যাস্টিকস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ভল্ট ইভেন্টে সোনা জিতে বুঝিয়ে দিলেন, ২০২০ অলিম্পিকে পদক জয়ের লক্ষ্যে তৈরি হচ্ছেন।

মেরি কম—উত্তর-পূর্ব ভারতের ক্রীড়াজগতের অপর এক গর্ব মেরি কম ষষ্ঠ বার মহিলাদের বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন। তাঁর আগে কোনও মহিলা এতবার বিশ্বখেতাব জয় করতে পারেননি। ৩৫ বছর বয়সেও মেরি কম ফিটনেস ধরে রেখেছেন। সাংসদ হওয়ার পরেও তাঁর কাছে বক্সিংই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সৌরভ কোঠারি— এ বছর বিলিয়ার্ডসে নতুন বিশ্বচ্যাম্পিয়ন উপহার দিল বাংলা। কলকাতার ছেলে সৌরভ কোঠারি প্রথমবার বিশ্বখেতাব জয় করলেন। তাঁর বাবা মনোজ কোঠারিও ১৯৯০ সালে বিশ্ব অ্যামেচার খেতাব জিতেছিলেন। এবার সৌরভও বিশ্বচ্যাম্পিয়ন হলেন।

আই লিগ— আইজল এফসি-র পর আরও একটি নতুন দল ভারতীয় ফুটবলের সবচেয়ে গর্বের ট্রফি আই লিগ পেল। ফুটবলপ্রেমীরা দেখলেন মিনার্ভা পঞ্জাবের উত্থান। নজর কাড়েন ভুটানের চেঞ্চো। চলতি আই লিগে আবার এখনও অবধি শীর্ষে চেন্নাই সিটি এফসি। বছরের শেষে ৩৩ মাস পর ডার্বি জিতল ইস্টবেঙ্গল। বড় ম্যাচে অসাধারণ গোল করে নায়ক জবি জাস্টিন।

ক্রিকেট

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ! ওয়েস্ট ইন্ডিজের জন্য সমীকরণ যত কঠিন ছিল, ব্যাট হাতে সেটার নমুনা ...

তৃতীয় দিন শেষে ৬০ রানে অপরাজিত শান্ত,দেখেনিন স্কোরবোর্ড

তৃতীয় দিন শেষে ৬০ রানে অপরাজিত শান্ত,দেখেনিন স্কোরবোর্ড

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে ...

ফুটবল

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া দল ফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী একা ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে