| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আলোচনা-সমালোচনায় প্রস্তুত হচ্ছে আগামী ঈদের ছবি

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ২১ ০০:২৮:৫৮
আলোচনা-সমালোচনায় প্রস্তুত হচ্ছে আগামী ঈদের ছবি

এর মধ্যেও আসন্ন কোরবানির ঈদে মুক্তির জন্য আওয়াজ উঠছে বেশ কিছু ছবির। ঈদে মুক্তি দেয়ার জন্য থমকে থাকা ছবিরও শুটিং ফের শুরু হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নতুন ছবির পরিকল্পনা নিয়ে মাঠে নামছে এবং যে ছবিগুলো ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনায় ছিল সে ছবি নিয়েও নতুন করে নামছে প্রচারে।

তবে ঈদুল আজহায় ছবি মুক্তির ব্যাপারে বেশ হিসাব করেই পথ চলতে হচ্ছে। কারণ বেশ কয়েক বছর ধরেই ঈদে রাজত্ব করে আসছে যৌথ প্রযোজনায় নির্মিত ছবিগুলো। চলচ্চিত্র পরিবারের আন্দোলনের কারণে যৌথ প্রযোজনায় নির্মিত ছবির বিষয়ে নতুন নীতিমালা ও নতুন প্রিভিউ কমিটি করার ঘোষণা দেয়া হয়েছে তথ্য মন্ত্রণালয় থেকে।

পাশাপাশি আপাতত বন্ধ রাখা হয়েছে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ প্রক্রিয়া। এহেন পরিস্থিতিতে এ প্রক্রিয়ায় নির্মাণাধীন ছবিগুলো নিয়ে বেশ দ্বিধাগ্রস্ত ছিল প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। কিন্তু না। নিরাশা কাটালেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন-অর-রশীদ। তিনি বলেন, ‘যৌথ প্রযোজনায় যে ছবিগুলোর আগে অনুমতি দেয়া আছে সেগুলোর শুটিং চলবে। আর যেগুলোর শুটিং শেষ হয়েছে সেগুলো যথানিয়মেই মুক্তি পাবে। এসব নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

তাই ধরেই নেয়া হচ্ছে আসন্ন ঈদুল আজহাতেও যথানিয়মে নির্মিত যৌথ প্রযোজনায় নির্মিত ছবি মুক্তি পাচ্ছে। তবে আসন্ন ঈদে সংখ্যা বিচারে ঠিক কয়টি ছবি মুক্তি পাবে এর নিশ্চিত হিসাব এখনও পাওয়া যায়নি। সম্ভাব্য কয়েকটি ছবি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। এর মধ্য থেকেই প্রতিযোগিতা করে হয়তো টিকে যাবে বেশ কয়েকটি ছবি। আর কিছু ফাঁকা আওয়াজ দিয়েই মাঠ থেকে বিদায় নিবে।

এর মধ্যে রয়েছে অহংকার, মনে রেখ, দুলাভাই জিন্দাবাদ এবং যৌথ প্রযোজনায় নির্মিত নাম ঠিক না হওয়া একটি ছবিসহ রংবাজ ও নুরজাহান। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করেছেন কলকাতার রাজিব বিশ্বাস। এর মধ্যে শাকিব খান অভিনীত ছবির সংখ্যাই বেশি। রংবাজ, অহংকার এবং নাম ঠিক না হওয়া ছবির নায়ক শাকিব খান।

মুক্তির তালিকায় থাকা ছবিগুলোর মধ্যে নানা কারণে আলোচিত ছবি হচ্ছে ‘রংবাজ’। নিষেধাজ্ঞার কারণে নির্মাতা পরিবর্তন এবং শাকিব খানের পরিচালক সমিতির নিষেধাজ্ঞার ফলে শুটিং থমকে যাওয়া ইত্যাদি। প্রথমে ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি থাকলেও তার নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করার পর নির্মাতা হিসেবে হাল ধরেন আবদুল মান্নান। ছবিতে শাকিবের নায়িকা শবনম বুবলী।

গত রোজার ঈদে ছবিটি মুক্তির প্রতিযোগিতায় লড়লেও শেষ পর্যন্ত মুক্তি দেয়া সম্ভব হয়নি। সেটি অনেকটা ব্যবসায়িক কারণেই। একেবারে শেষ মুহূর্তে এসে সরে দাঁড়ায় ছবিটি। এ ছবির শুটিং, এডিটিং ও ডাবিং সবকিছুই শেষ হয়েছে বলে জানিয়েছেন নায়ক শাকিব খান। এখন কেবল প্রচারণায় নামার পালা। ছবিটি যৌথভাবে বাংলাদেশের রূপরঙ চলচ্চিত্র ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজনা করেছে।

চিত্রনায়িকা বুবলিকে নিয়ে শাকিব খানের আরেকটি ছবি হচ্ছে ‘অহংকার’। এটি একেবারে দেশীয় ছবি। পরিচালনা করেছেন শাহাদত হোসেন লিটন। শাকিব-বুবলী অভিনীত এটি তৃতীয় ছবি। কথা ছিল গেল বৈশাখে মুক্তি দেয়া হবে ছবিটি। কিন্তু শুটিং শেষ না হওয়ায় সেটি সম্ভব হয়নি। এরপর ঈদুল ফিতরে মুক্তির আওয়াজ তুলে। কিন্তু পরে ব্যবসায়িক বিচারে মুক্তি দেয়া থেকে পিছিয়ে পড়ে প্রযোজক।

জানানো হয়, দুই ঈদের মাঝামাঝি সময়ে মুক্তি দেয়া হবে। এখন শোনা যাচ্ছে ভিন্ন সুর। ঈদুল আজহায় মুক্তি দেয়া হবে ছবিটি। যদিও এখনও চূড়ান্তভাবে কোনো ঘোষণাই দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটি ইতিমধ্যে সেন্সর সনদ পেয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। ঈদের মুক্তির আওয়াজ তোলা আরও একটি ছবি হচ্ছে মাহি ও কলকাতার বনি অভিনীত ছবি ‘মনে রেখো’। এটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

ছবিটি নিয়েও নাটকীয়তা কম হচ্ছে না। বাংলাদেশের হার্টবিট প্রোডাকশনের ব্যানারে নির্মিত হওয়া এ ছবিটির শুটিংয়ের ওপর চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে নিষেধাজ্ঞা জারি করে চলচ্চিত্র ঐক্যজোট। অভিযোগ ছিল অনিয়ম করে, ওয়ার্ক পারমিট না নিয়ে অবৈধভাবে কলকাতার শিল্পী-টেকনিশিয়ানরা ছবির শুটিং করছেন বাংলাদেশে।

এরপর সবকিছু সমাধান হলে আবারও শুটিং শুরু হয়। এখন প্রায় শুটিং শেষের পথে। মাত্র চারটি গান বাকি। এ চারটি গানের শুটিং নিয়েই বেধেছে বিপত্তি। ছবির নায়ক কলকাতার বনির ভিসা জটিলতার কারণে ফেঁসে গেছে গানের শুটিং। শুটিংয়ের জন্য সেট নির্মাণ করেই লোকসানের মুখে পড়ছেন প্রযোজক। আসতে পারছেন না বনি। তাই শেষও হচ্ছে না মনে রেখো’র শুটিং।

যৌথ প্রযোজনার ছবি ‘নুরজাহান’। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার পরিচালক রাজ চক্রবর্তীর প্রতিষ্ঠান রাজ চক্রবর্তী প্রোডাকশনসের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। এ ছাড়া ছবিটির সহপ্রযোজক হিসেবে রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের নামও। ছবিটির বর্তমানে শুটিং চলছে। ঈদে মুক্তির জন্য প্রচারণায়ও নামতে দেখা গেছে। এ ছবিটিও ঈদের মুক্তির তালিকায় রয়েছে।

এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন কলকাতার নবাগত অভিনেতা আদৃত ও বাংলাদেশের পূজা চেরি। সম্প্রতি ছবিটির পোস্টার প্রকাশ পেয়েছে। যেখানে কলকাতা থেকে প্রকাশ হওয়া পোস্টারে কোথাও বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকের নাম নেই! কিন্তু বাংলাদেশে প্রকাশিত পোস্টারে সবার নামই উল্লেখ করা আছে। এ ছাড়া বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের যৌথ প্রযোজনায় নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিও রয়েছে ঈদে মুক্তির তালিকায়।

এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার দুই নায়িকা সায়ন্তিকা ও নুসরাত জাহান। রাজিব বিশ্বাস পরিচালিত শুটিং এখন শেষের দিকে বলেই জানিয়েছেন শাকিব খান। এছাড়া ‘পাষাণ’ নামের আরও একটি ছবিও রয়েছে মুক্তির তালিকায়। এতে কলকাতার ওমের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। জানা গেছে একটি গানের শুটিং বাকি থাকা সত্ত্বেও ছবিটির সেন্সরে জমা দেয়া হয়েছে।

এ ছবির নির্বাহী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। অন্যদিকে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ডিপজলের নতুন ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’ও ঈদে মুক্তির মিছিলে শামিল হয়েছে। এ ছবিতে ডিপজলের সঙ্গে জুটি বেঁধেছেন মৌসুমী। ছবির আরেক জুটি হচ্ছে বিদ্যা সিনহা মিম ও বাপ্পি। তবে বিজ্ঞরা বলছেন, সব ঠিক থাকলে ঘুরে এবারের ঈদেও রাজত্ব করবেন শাকিব খান। সব দিক থেকে তার অভিনীত ছবির সংখ্যাই বেশি।

ক্রিকেট

আইপিএল মেগা নিলাম: মাশরাফিকে নিয়ে পাঞ্জাব ও কলকাতার বিডিং যু*দ্ধ

আইপিএল মেগা নিলাম: মাশরাফিকে নিয়ে পাঞ্জাব ও কলকাতার বিডিং যু*দ্ধ

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি ...

২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব

২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব

আইপিএলের ২০২৪ সালের নিলামকে ঘিরে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে তুমুল আলোচনা চলছে। বাংলাদেশের চার তারকা সাকিব ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে