| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

৮ জনের প্রাণ বাঁচিয়ে হারিয়ে গেল কুকুরটি

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ১৯ ০১:২৩:০৪
৮ জনের প্রাণ বাঁচিয়ে হারিয়ে গেল কুকুরটি

অবাকা হচ্ছেন! অবাক হওয়ার আরও অনেক বাকি। কুকুরটি ওই আটজনের প্রাণ বাঁচিয়ে নিজে হারিয়ে যায়! পাওয়া যায়নি আর তাকে!

জানা গেছে, কয়েকদিন আগে পঞ্জাবের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের সাত জন ছাত্র এবং তাদের প্রশিক্ষক হিমাচল প্রদেশের কুলুর পাহাড়ি এলাকায় অভিযানে গিয়ে প্রায় আট হাজার ফুট উচ্চতায় প্রবল তুষার ঝড়ে আটকে পড়েন। তিন দিন ধরে তল্লাশি চালিয়ে অবশেষে গত ১৪ মার্চ তাদের উদ্ধার করা হয়। যদিও প্রবল তুষারঝড়ের মধ্যেও নিজেদের বেঁচে থাকার জন্য পথচলতি একটি

কুকুরকেই ধন্যবাদ জানাচ্ছেন এই অভিযাত্রী দলের সদস্যরা।

অভিযানের মাঝপথে কুলুর বিজলেশ্বর মহাদেব মন্দির থেকে চন্দারখানি পর্বত চূড়ায় যাওয়ার সময়েই এই কুকুরটি তাঁদের সঙ্গ নেয়। বেশ কয়েকবার তাঁরা কুকুরটিকে তাড়িয়ে দিলেও সেটি তাঁদের পিছু ছাড়েনি।

অভিযাত্রী দলেরই এক সদস্য সৌরভ শর্মা নামে এক ছাত্র জানিয়েছেন, তুষারপাত শুরু হওয়ার পরে তারা পথ হারিয়ে ফেলেন। সেই সময়ে কুকুরটি তাদের পথ দেখিয়ে নিরাপদ জায়গায় নিয়ে আসে।

তার আরও দাবি, কুকুরটিকে খেতে দিলেও কোনও এক অজানা কারণে সেটি কিচ্ছুটি মুখে তুলত না। শুধু তাই নয়, অভিযাত্রী দলের সদস্যরা রাতে তাঁবুর ভিতরে ঘুমোলেও তুষারপাতের মধ্যেই কুকুরটি বাইরে ঘুমোত।

১২ হাজার ফুট উচ্চতায় পর্যাপ্ত খাবার এবং জীবনদায়ী সরঞ্জাম ছাড়াই প্রায় ৭৮ ঘণ্টা আটকে ছিলেন ওই অভিযাত্রীরা। দলের আর এক সদস্য অনিল কুমার দাবি করেছেন, ক্রমাগত তুষারপাত সত্ত্বেও জঙ্গলের মধ্যে গিরিপথ ধরে কুকুরটি তাদের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যায়।

এর পরে উদ্ধারকারী দলের একটি হেলিকপ্টার দেখে তারা হাত নাড়তে শুরু করেন। কুকুরটিও ক্রমাগত ডাকতে থাকে। শেষ পর্যন্ত হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে এক উদ্ধারকারী নেমে ওই অভিযাত্রীদের একে একে উদ্ধার করেন। যদিও কুকুরটিকে উদ্ধার করা যায়নি। উদ্ধারকারী দলের এক সদস্যের দাবি, কুকুরটিক কম্বল জড়িয়ে উপরে তোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনওভাবে বাঁধন ছাড়িয়ে সেটি পালিয়ে যায়।

যাদের প্রাণ বাঁচিয়েছে কুকুরটি, অভিযাত্রী দলের সেই সদস্যরা অবশ্য এখনও অচেনা ওই জীবনদাতার জন্য আফসোস করছেন। সৌরভ শর্মা নামে ওই ছাত্রের কথায়, ‘কুকুরটাকে না নিয়ে আসতে পেরে নিজেকে অপরাধী মনে হচ্ছে। কে জানে, ওইরকম তুষারপাতের মধ্য ও আদৌ প্রাণে বাঁচতে পারবে কি না!’

ক্রিকেট

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেটে আবারও বড় মঞ্চে নামছে বাংলাদেশের যুব দল। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ...

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

মিডল-লেগ স্টাম্পে করা তাসকিনের বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন কেচি কার্টি। রানের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে