সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বললেন ড. কামাল
এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘আমাদের নতুন রাজনীতি না। সংবিধানে যেটা লেখা আছে, রাজনীতি আমরা তখন সংবিধানে যে নীতিগুলো লিখেছি। মৌলিক অধিকার সেখানে সংরক্ষিত হবে লেখা আছে, রাষ্ট্র হবে গণতন্ত্র, শাসন ব্যবস্থা হবে গণতান্ত্রিক। এগুলো আমাদের সংবিধানের মূল কাঠামো, যার মধ্যে আমরা রাজনীতি করতে চাই।’
জাতীয় ঐক্যফ্রন্টের অন্ততম এই নেতা বলেন, ‘জনগণ ক্ষমতার মালিক হিসেবে ভোটের অধিকার থাকবে তাদের। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা নির্বাচিত করবেন তাদের প্রতিনিধি সেটা সংসদ ও স্থানীয় সরকার পর্যায়ে। অর্থাৎ নতুন রাজনীতি আমাদের কিছু করা লাগবে না। সংবিধানে যেটা লেখা আছে সেটা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি সংবিধানের নীতিটা পালন করে আমরা রাজনীতি করব।’
ক্ষমতায় গেলে নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করবেন কি না-জানতে চাইলে ড. কামাল বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণ ক্ষমতার মালিক। যা কিছু হবে তাদের মতামত নিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে। নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। সেটা হলে প্রতিনিধিত্ব গণতন্ত্র নিশ্চিত করে।
ঐক্য ফ্রন্টের ইশতেহার শিগগিরই
ক্ষমতায় গেলে আপনারা কি করবে-এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘নির্বাচনী ইশতেহার লেখা হচ্ছে, সেটা কয়েকদিন মধ্যে আপনারা পাবেন। সেখানেও সংবিধানের আলোকে করা হয়েছে।’
ভোট কেন্দ্রের বুথে প্রবেশাধিকারে বিধিনিষেধ প্রসঙ্গে ভোট কেন্দ্রে বুথে প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না, ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না। তাহলে আলোকচিত্রীরা কীভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারবে-এসব বিষয় জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, ‘এটা নৈতিক একটা ব্যাপার। যদি আইনের শাসন থাকে যে ধরনের নিষেধাগুলোর কথা বলা হচ্ছে এটা অপ্রাসঙ্গিক। এটার ব্যাপারে আমরা দেখছি। কোর্টে যেতেও পারি। আপনাদের সহকর্মীরা কড়া তালি দিয়েছেন। আমিও মনে করি এটা উচিৎ কথা।’
- কমলো সয়াবিন তেলের দাম, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হলো জানেন
- মালয়েশিয়ায় ৫ শতাধিক বিদেশি গ্রেপ্তার, বেশির ভাগই বাংলাদেশি
- নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ
- নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা
- বিদেশি ফল নয়, ঘরেই লুকিয়ে আছে সমাধান এই ৫ দেশি খাবারেই পাবেন পর্যাপ্ত ভিটামিন সি
- শীর্ষে দিল্লি,২ নাম্বারে ঢাকা