জোটের প্রার্থী নয় যে দিকে বেশী গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার যুগান্তরকে বলেন, আমরা অনেক আসনেই মহাজোটের সঙ্গে সমঝোতায় এসেছি। আবার অনেক আসনে একাধিক প্রার্থী রয়েছে। তবে আমরা জোটের প্রার্থী দেখে না, এলাকায় ভোট ও জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন চূড়ান্ত করব। আশা করি আগামী ৭ ডিসেম্বরের মধ্যে মহাজোটের আসন বণ্টনের কাজ শেষ হবে। এরপর ৯ ডিসেম্বরের মধ্যে মহাজোটের প্রার্থী বাদে জোট শরিকরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেবে।
একই কথা বলেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার যুগান্তরকে তিনি বলেন, দল কিংবা জোটে দেখে নয়, আমরা প্রার্থী দিচ্ছি যোগ্যতা, জনপ্রিয়তা দেখে। যে দলে এমন প্রার্থী আছে সে দল থেকেই মনোনয়ন চূড়ান্ত করা হবে। জয় নিশ্চিতে এর বিকল্প নেই বলেও জানান তিনি।
এদিকে মহাজোটের আসন বণ্টনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ বলে আসছিল- এবারের নির্বাচনে মহাজোটের শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন দেয়া হবে। সে হিসেবে ২৫ নভেম্বর ২৩০টি আসনে দলীয় মনোনীত প্রার্থীদের নৌকার চিঠি দেয় আওয়ামী লীগ। এতে মহাজোটের শরিকদের মধ্যে একটি প্রশান্তির ছায়া নেমে আসে। শুরু হয় নতুন উদ্যমে আসন ভাগাভাগি প্রক্রিয়া।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমণ্ডির নির্বাচন পরিচালনা কার্যালয় এবং গণভবন পর্যন্ত চলতে থাকে এই আলোচনা। অল্প সময়ের মধ্যে মহাজোটের সবক’টি দলের সঙ্গে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, যুক্তফ্রন্টের চেয়ারম্যান বি. চৌধুরী, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারীসহ মহাজোটের অন্য নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসন বণ্টনের কথা জানিয়ে দেন।
কিন্তু আসন নিয়ে চূড়ান্ত সুরাহা হওয়ার আগেই অর্থাৎ ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন পর্যন্ত ২৬৪টি আসনে ২৮১ জন দলীয় প্রার্থী দেয় আওয়ামী লীগ। আর এতেই নতুন করে জটিলতা সৃষ্টি হয় মহাজোটের শরিকদের মধ্যে। অবশ্য জোটের আসন বণ্টন চূড়ান্ত না হওয়ায় শরিকরাও নিজেদের মতো করে বিভিন্ন আসনে প্রার্থী দেয়।
এ বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একটি সূত্র যুগান্তরকে জানায়, ভোটের মাঠের অধিকাংশ জোটের প্রার্থী ভোটে জেতার মতো নয়। জোট শরিকদের অনেকেই এবারের নির্বাচনকে দশম সংসদ নির্বাচনের মতো ভাবছে। যেনতেন একজন প্রার্থী এনে জোটের ঘাড়ে চাপানোর চেষ্টাও করেছেন কেউ কেউ। কিন্তু এবারের নির্বাচনে প্রতিপক্ষ খুবই শক্তিশালী। তাদের মোকাবেলায় দরকার শক্তিশালী প্রার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একজন সদস্য যুগান্তরকে বলেন, আমরা আপাতত অধিকাংশ আসনে (২৬৪) প্রার্থী দিয়েছি। জোট শরিকদেরও বলেছি, তাদের মতো করে প্রার্থী দিতে। সবাই নিজেদের সামর্থ্য মতো দলীয় মনোনয়ন দিয়েছে। এখন আমরা মাঠের হিসাব কষছি। সব দলের প্রার্থীই ভোটের মাঠে। বিশ্লেষণও সহজ হবে। মহাজোটের প্রার্থী যেখানে এগিয়ে থাকবেন সেখান থেকে দলীয় প্রার্থী প্রত্যাহার করা হবে। না হলে একচুলও ছাড় দেয়া হবে না। জয় নিশ্চিত হবে এমন জনপ্রিয় প্রার্থীই ভোটের মাঠে থাকবে।
এদিকে মহাজোটের একাধিক শরিক দলের নেতার সঙ্গে আলাপ করে জানা যায়, আসন বণ্টন নিয়ে তারা ধোঁয়াশার মধ্যে আছেন। অধিকাংশ আসনে আওয়ামী লীগ তাদের নিজস্ব প্রার্থী দেয়ায় এই হতাশা আরও বেড়েছে।
জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা শুক্রবার যুগান্তরকে বলেন, জিতে আসতে পারবে এমন দেখেই আমরা ৭টি আসন মহাজোটের কাছে প্রত্যাশা করেছি। কিন্তু এখন পর্যন্ত সব আসনে নিশ্চয়তা দেয়নি আওয়ামী লীগ। তবে প্রার্থী প্রত্যাহারের আগেই এসব চূড়ান্ত হবে বলে প্রত্যাশা করছি।
তিনি বলেন, আমরা চাই জনপ্রিয় ও ভোটে এগিয়ে আছে এমন প্রার্থীই জোটের মনোনয়ন পাক। তবে সেটা যত দ্রুত হবে ততই ভালো।
জাতীয় সমাজতান্তিক দল-জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আকতার যুগান্তরকে বলেন, আমরা আশা করছি আমাদের কাক্সিক্ষত আসনগুলো মহাজোটের কাছ থেকে পাব। দেখি কবে নাগাদ সেটি চূড়ান্ত হয়।
নির্বাচন কমিশনের তথ্য মতে, একাদশ জাতীয় নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টি ২১০টি আসনে ২৩৩ জন প্রার্থী মনোনয়ন দিয়েছে। আসন সমঝোতা হলে তাদের প্রার্থী দেয়ার কথা ছিল ৪৫ থেকে ৫০টি। এক্ষেত্রে জাতীয় পার্টির অনেক আসনে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।
এছাড়া জোটের শরিক জেপি ১৭, সাম্যবাদী দল ৩, গণতন্ত্রী পার্টি ৮, ওয়ার্কার্স পার্টি ৩৩, বিকল্পধারা ৩৭, জাসদ ৫৩, জাকের পার্টি ১০৮, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ৪৯, তরিকত ফেডারেশন ২০, বিএনএফ ৭১টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে। জোটের নিবন্ধিত অন্যান্য দলও তাদের সুবিধামতো প্রার্থী দিয়েছে। তবে মহাজোটের এসব শরিক এখন আসন সমঝোতার জন্য অধীর আগ্রহে বসে আসে।
মহাজোটের আসন ভাগাভাগি নিয়ে ক্ষোভ আছে কিনা- এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এতবড় মহাজোট। এখানে তো ক্ষোভ-বিক্ষোভ কিছু হবেই। সেই ক্ষোভ আমরা প্রশমিতও করব। কিন্তু প্রত্যাহার পর্যন্ত বা তারপর যাদের ধৈর্য থাকবে না তাদের জন্য ব্যবস্থা আছে।
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- 2025 IPL নিলাম: অবিশ্বাস্যভাবে এইমাত্র শেষ হলো মুস্তাফিজের নিলাম, দেখেনিন সাকিবের অবস্থান
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- IPL 2025 নিলামে নতুন চমক: আকাশ ছোয়া মুল্যে দল পেলেন মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- IPL 2025 নিলাম : এইমাত্র শেষ হলো সাকিবের নিলাম
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- চলছে IPL নিলাম : আকাশ ছোয়া মূল্যে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ, দেখেনিন নাহিদ রানার অবস্থান
- চলছে IPL নিলাম, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান ও এখন পর্যন্ত দল পেলেন যারা
- ব্রেকিং নিউজ :শেষ হলো সাকিব, রিশাদ ও মুস্তাফিজের নিলাম, দেখেনিন লিটন দাস ও তাওহীদ হৃদয়ের অবস্থান
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- 2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ