| ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম

‘দহন’ সিনেমা করে কত টাকা পারিশ্রমিক পেলেন সিয়াম

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ নভেম্বর ৩০ ০০:৪৭:৫৬
‘দহন’ সিনেমা করে কত টাকা পারিশ্রমিক পেলেন সিয়াম

আর তাই এবারও নতুন ছবি মুক্তির আগে উঠে এলো এমন প্রশ্ন। কিন্তু উত্তর দিলেন না নায়ক। প্রশ্নটা একটু এড়িয়ে গিয়ে সিয়াম আহমেদ বললেন, ‘সত্যি কথা বলতে, সেই দুঃখবোধটা এখনো আছে। বাসায় চিত্রনাট্যগুলো আমাকে পড়তে হয়। অনেকগুলো চিত্রনাট্য পড়ার পর আমি ভাবি, আমি কি এ কাজটা করব অথবা টাকার জন্য আমার কাজটা করা উচিত? কারণ দিনের শেষে আমারও একটা ফ্যামিলি ও সংসার আছে।’

সিয়াম আহমেদ বলেন, ‘কাল মুক্তি পাচ্ছে জাজ মিডিয়ার আলোচিত ছবি ‘দহন’। সবার কাছে প্রত্যাশা রইল হলে গিয়ে ছবিটি দেখবেন। তবে আমি যেহেতু নতুন, তাই আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে হলে যাবেন না। তবে দর্শক হল থেকে বের হওয়ার সময় এটা বলবে, আমাদের বাচ্চা ছেলে-মেয়েরা এই কোয়ালিটির একটা কাজ উপহার দেওয়ার চেষ্টা করেছে।’

আগামীকাল ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে ‘দহন‘ ছবিটি। এর প্রযোজনায় আছে জাজ মাল্টিমিডিয়া। ছবিটিতে সিয়ামের সহশিল্পী পূজা চেরী। ‘দহন’ ছবিতে তুলা চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এ ছবির স্থিরচিত্র, পোস্টার, ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় এই অভিনেতা। যদিও এ ছবির ‘হাজির বিরিয়ানি’ গানটি নিয়ে সমালোচনায় পড়েছিলেন সিয়াম।

সিয়াম আহমেদ বলেন, ‘এবার আমরা ভিন্নভাবে যাওয়ার চেষ্টা করেছি, যেটা সাধারণত করি না। আর এর একটাই কারণ; যেন দিনের শেষে চরিত্রটা বেঁচে থাকে। আমার মনে হয়, এই সিনেমাটা এই চরিত্রটা দর্শকের মাঝে কিছুদিন হলেও থেকে যাবে।’

তিনি বলেন, ‘যেই মেসেজটা চরিত্রের মধ্য দিয়ে দিতে চাইলাম, সেটা কি দর্শক নিতে পারবে? এইটুকুই আমার দিক থেকে প্রেশার। যেহেতু সামনে নির্বাচন, তাই আমরা বারবার বলছি, আবার বলছি, আগুন সন্ত্রাস থেকে বাঁচানোর জন্যই তো আমাদের সিনেমা বানানো। তো এবার একটা মানুষেরও যদি জীবন বাঁচে, তাহলে আমাদের কাজটা স্বার্থক।’

ছবির ‘হাজির বিরিয়ানি’ গানটি নিয়ে সিয়াম বলেন, ‘আমাকে যদি বলা হয়, গানটিতে কিছু আপত্তিকর কথা রয়েছে, সেটা মেনে নিতে পারি। তবে সত্যি কথা বলতে, এটা কি অশ্লীলতা? আমরা তো ২০০০ সালের দিকে ছবিতে দেখেছি অশ্লীলতা কাকে বলে। এখন যদি কেউ বিষয়টা গুলিয়ে ফেলেন, তাহলে আমি বলব, আমরা ‍ভুল করছি।’

তিনি বলেন, ‘যা দেখানো হয়েছে, তা চরিত্রের প্রয়োজনে। আমরা বারবার একটা কথা বলেছি, আমরা মিউজিক ভিডিও করতে আসিনি। তাই বলব, আড়াই মিনিটের একটা কনটেন্ট দিয়ে কেউ আড়াই ঘণ্টার একটা সিনেমাকে বিচার করবেন না। দর্শক যখন এক বসায় সিনেমাটি দেখবে, আমার মনে হয় না, তাদের সেটা খারাপ লাগবে। আর ছবির গল্পটি যেহেতু কারো কাছ থেকে ধার করা নয়, তাই দর্শকদের হলে গিয়ে ছবিটি দেখা উচিত। তারপরই আলোচনা-সমালোচনা করা উচিত।’

সিয়াম বলেন, ‘আমরা অনেক সময় একজন মানুষকে জাজমেন্ট ছাড়াই ক্রিমিনাল বানিয়ে দিই। আমরা কী ভাবি, আসলে সে কি ক্রিমিনাল নাকি ভিকটিম? আমরা যেহেতু আমাদের দেশের গল্প বলছি, দেশটা যেহেতু সবার, তাই আমাদের উচিত আমাদের দেশের গল্পের সিনেমাটা হলে দেখতে যাওয়া।’

সময়ের এ আলোচিত এ অভিনেতা বলেন, ‘আমাদের ছবিটা রিলিজ দেওয়ার কথা ছিল কোরবানির ঈদে; কিন্তু হয়নি। কারণ তখনো বুঝে উঠতে পারি নাই, ছবিটার কী হবে। আর ভিএফএক্সের কাজ করতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে। এখন নির্বাচনের সঙ্গে আমাদের ছবির মুক্তির তারিখ মিলে গিয়েছে।’

তিনি বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করা হয়, দহন কী, আমি বলব, এটা পলিটিক্যাল থ্রিলার। আমাদের উদ্দেশ্য খুব সিম্পল। আমরা এমন একটা ঘটনা দেখাচ্ছি, যেটা ফ্যান্টাসি না, বছর খানেক আগেই ঘটেছে। যেটা ঘৃণ্য কাজ, পলিটিক্স যতটা বলবেন, তার চেয়ে এটা ওই সাধারণ মানুষের গল্প, যারা এর ভুক্তভোগী, যাদের হয়তো কোনো রাজনৈতিক মতবাদই নেই।’

ক্রিকেট

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

চলছে আইপিএলের বড় নিলাম। রবিবার প্রথম দিনের নিলাম হয়েছে। সোমবার হবে দ্বিতীয় দিনের নিলাম। প্রথম ...

IPL নিলামে অবিশ্বাস্য চমক : এবার নিলামে নাম উঠবে সাকিব মুস্তাফিজদের, দেখেনিন দল পেলেন যারা

IPL নিলামে অবিশ্বাস্য চমক : এবার নিলামে নাম উঠবে সাকিব মুস্তাফিজদের, দেখেনিন দল পেলেন যারা

আইপিএল ২০২৫-এর দ্বিতীয় দিনের নিলাম আজ শুরু হয়েছে। প্রথম দিনে প্রায় ৪৭০ কোটি রুপি ব্যয়ে ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে