নির্বাচনে যে দুটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে আ.লীগ
শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় আসবে উল্লেখ করে শাজাহান খান বলেন, জাতির পিতার সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া আওয়ামী লীগের মূল উদ্দেশ্য। জনগণ আবারও শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে।
বিএনপির অধিকাংশ আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া নিয়ে শাজাহান খান বলেন, ‘বিএনপি আদৌ নির্বাচনে আসবে কি না, এটা নিয়ে সন্দেহ রয়েছে। একাধিক প্রার্থীকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, এতে বোঝা যায় তাদের কোনো রাজনৈতিক আদর্শ নেই। বিএনপি ড. কামালকে নিয়ে যে ঐক্যফ্রন্ট করেছে, তাদের ভবিষ্যৎও আমি মনে করি অন্ধকার। ঐক্যফ্রন্ট দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনা তো দূরের কথা, তাদের আমাদের উন্নয়নের ধারাবাহিকতাকে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখার চেষ্টা।’
খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, বিএনপি ভালো করেই জানে, বিচার বিভাগ এখন স্বাধীন। বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না—এটা আদালতের নিষেধজ্ঞা। এ বিষয় বিএনপি অভিযোগ আদালতে জানাবে। কিন্তু সরকার কাউকে আটকে রাখেনি, সরকার কাউকে সাজাও দেয়নি। সরকার কাউকে মুক্তও করতে পারে না।
আচরণবিধি লঙ্ঘন না হয়, সে ব্যাপারে প্রার্থী ও নেতা-কর্মীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচন চলাকালে সবাইকে আচরণবিধি মেনে চলতে হবে। আচরণবিধি মেনে না চললে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি নিজেও নির্বাচনী এলাকায় কোনো আচরণবিধি লঙ্ঘন করছি না। গাড়ির পতাকা গুটিয়ে আমার নির্বাচনী এলাকায় চলাফেরা করছি। যাঁরা শোডাউন, স্লোগান বা মিছিল করছেন, এটা সম্পূর্ণ তাঁদের ব্যাপার। আমার এলাকায় এসব করতে সম্পূর্ণ নিষেধ করেছি।’
সকাল ১০টার দিকে মাদারীপুর-২ (একাংশ সদর ও রাজৈর) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলামের কাছে মনোনয়ন ফরম জমা দেন।
- ঢাকায় ভারতের কে এই RAW স্টেশন হেড, যা জানা গেল, কাঁপছে রাজনৈতিক অঙ্গন"
- লাফিয়ে বাড়লো সোনার দাম, আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ বিক্রি
- টিউলিপ বড্ড পল্টিবাজ : বাংলাদেশকে লুটে খেয়ে এখন না চেনার ভান
- মালয়েশিয়ায় ৫ শতাধিক বিদেশি গ্রেপ্তার, বেশির ভাগই বাংলাদেশি
- আইপিএল 2025 : পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে শাস্তি পেলো গুজরাটের ক্রিকেটার
- নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা
- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর