শেখ হাসিনার সঙ্গে দেখা করে শেষ মুহূর্তে ভাগ্য খুললো যে ১১ জনের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সোমবার বলেছেন, মনোনয়ন দেওয়া মানে চূড়ান্ত নয়। মনোনয়ন দেওয়ার পর মাঠে আবার জরিপ করা হবে। এরপর যাঁকে মনোনয়ন দেওয়া হবে তাঁকে চূড়ান্ত প্রার্থী বলে ঘোষণা করা হবে।
গত সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সম্ভাব্য তালিকা থেকে বাদ পড়া দলের মনোনয়নপ্রত্যাশী ও তাঁদের অনুসারীরা। তাঁরা সম্ভাব্য মনোনয়ন পাওয়া নেতা ও ব্যক্তিদের সম্পর্কে কথা বলেন। তুলে ধরেন এলাকার বাস্তব চিত্র। এ সময় তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন শেখ হাসিনা। মনোনয়নবঞ্চিতদের চোখের পানিতে শেখ হাসিনা আবেগাপ্লুত হয়ে পড়েন। তখনই প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি।
সম্ভাব্য তালিকায় নাম ছিল গোলাম মোস্তফা বিশ্বাসের (চাঁপাইনবাবগঞ্জ-২)। এ খবর জানতে পেরে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি জিয়াউর রহমান ও যুবলীগ নেতা আনোয়ারুল ইসলাম আনোয়ার। শেষ পর্যন্ত এ আসনের মনোনয়ন রদবদল করা হয়। রবিবার দলের চিঠি নিয়ে গেছেন সাবেক এমপি জিয়াউর রহমান।
সম্ভাব্য তালিকায় নাম ছিল বর্তমান এমপি আবদুল মালেকের (নওগাঁ-৫)। তা দেখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন দলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল জন। শেষ পর্যন্ত আবদুল মালেককে বাদ দিয়ে নিজাম উদ্দিন জলিল জনকে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
বর্তমান এমপি গাজী ম ম আমজাদ হোসেন মিলনের (সিরাজগঞ্জ-৩) নাম ছিল সম্ভাব্য তালিকায়। এ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী সাইদুল ইসলাম খান পল। তিনি গত বৃহস্পতিবার গণভবনে গিয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চান। পল ওই আসনে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান। শেষ পর্যন্ত এ আসনে মনোনয়ন পেয়েছেন আবদুল আজিজ।
সম্ভাব্য তালিকায় নাম ছিল বর্তমান এমপি আবদুর রউফের (কুষ্টিয়া-৪)। গণমাধ্যমে তা প্রকাশিত হয়। এরপর গণভবনে ছুটে আসে তাঁর প্রতিপক্ষরা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে এ আসনের প্রার্থী পরিবর্তনের অনুরোধ করে। গত রবিবার সেলিম আলতাফ ওই আসনে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি নিয়ে গেছেন।
বর্তমান এমপি মীর শওকত আলী বাদশার (বাগেরহাট-২) নাম ছিল সম্ভাব্য তালিকায়। তাঁর নাম গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর গণভবনে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু পরিবারের বেশ কজন সদস্য। তাঁরা এমপি শেখ হেলালের ছেলে শেখ তন্ময়কে মনোনয়ন দেওয়ার অনুরোধ করেন। শেষ পর্যন্ত বাদ পড়েছেন মীর শওকত আলী বাদশা। মনোনয়ন পেয়েছেন এমপি শেখ হেলালপুত্র শেখ তন্ময়।
৫ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা (নরসিংদী-৩) জয় লাভ করেন। পরাজিত হন সাবেক এমপি জহিরুল হক ভুঁইয়া মোহন। সম্ভাব্য তালিকায় এবার সিরাজুল ইসলাম মোল্লার নাম ছিল। গত বুধবার গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন জহিরুল হক ভুঁইয়া মোহন। তিনি সিরাজুল ইসলাম মোল্লার পরিবর্তে তাঁকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। রবিবার দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন জহিরুল হক ভুঁইয়া মোহন।
নানা নাটকীয় ঘটনার জন্ম দিয়ে সমালোচিত উপমন্ত্রী আরিফ খান জয় (নেত্রকোনা-২)। আবারও মনোনয়ন পাচ্ছেন বলে গণমাধ্যমে তাঁর নাম প্রকাশিত হয়। প্রতিবাদের ঝড় ওঠে নেত্রকোনাজুড়ে। গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন মনোনয়নপ্রত্যাশী আশরাফ আলী খান খসরু। শেষ পর্যন্ত জয় বাদ পড়েন। মনোনয়ন পেয়েছেন আশরাফ আলী খান খসরু।
ঢাকা-৪ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির আবু হোসেন বাবলা। এ আসনটি আবারও মহাজোটের প্রার্থীকে ছেড়ে দেওয়া হবে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর গত বুধবার গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি কোহিনুর বেগম। তিনি শেখ হাসিনাকে বলেন, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন আবু হোসেন বাবলা। সেই নেতাকর্মীরা নির্বাচনে কিভাবে তাঁর পক্ষে কাজ করবে? রবিবার এ আসনে মনোনয়নের চিঠি নিয়ে গেছেন হারুনুর রশীদ।
সর্বশেষ ফরিদপুর ২ আসনে শেষ মুহূর্তে মনোনয়ন পেয়ে যান সাজেদা চৌধুরী। এর আগেএই আসনে অন্য কারও নাম শোনা যাচ্ছিলো
সুত্রঃ কালের কন্ঠ
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- 2025 IPL নিলাম: অবিশ্বাস্যভাবে এইমাত্র শেষ হলো মুস্তাফিজের নিলাম, দেখেনিন সাকিবের অবস্থান
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- IPL 2025 নিলামে নতুন চমক: আকাশ ছোয়া মুল্যে দল পেলেন মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- IPL 2025 নিলাম : এইমাত্র শেষ হলো সাকিবের নিলাম
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- চলছে IPL নিলাম : আকাশ ছোয়া মূল্যে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ, দেখেনিন নাহিদ রানার অবস্থান
- চলছে IPL নিলাম, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান ও এখন পর্যন্ত দল পেলেন যারা
- ব্রেকিং নিউজ :শেষ হলো সাকিব, রিশাদ ও মুস্তাফিজের নিলাম, দেখেনিন লিটন দাস ও তাওহীদ হৃদয়ের অবস্থান
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- 2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ