| ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

খালেদার দুই আসনে মনোনয়ন জমা দিলেন কে এই বাদল

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ নভেম্বর ২৫ ১৮:২১:১৭
খালেদার দুই আসনে মনোনয়ন জমা দিলেন কে এই বাদল

দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, ১২ নভেম্বর কারাবন্দি খালেদা জিয়ার জন্য তিনটি আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বিক্রি কার্যক্রম শুরু করে বিএনপি।

ওইদিন রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে খালেদ জিয়ার পক্ষে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে মনোয়নয় ফরম সংগ্রহ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বগুড়া-৬ (সদর) ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের মনোনয়ন সংগ্রহ করেন।

ওই সময় জিয়া পরিবারের নির্ধারিত বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করা থেকে বিরত থাকেন দলীয় নেতাকর্মীরা। সেইসঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় ছিলেন তারা। এরই মধ্যে জিয়া পরিবারের নির্ধারিত দুটি আসনে মনোনয়ন সংগ্রহ করে জমা দেন বগুড়া সদর বিএনপির সাবেক সভাপতি শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদল।

পাশাপাশি বিএনপির মনোনয়ন ফরম বিতরণের শেষদিন শুক্রবার (১৬ নভেম্বর) তারেক রহমানের নির্দেশে বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার উপদেষ্টা বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়ন জমা দেন।

এদিকে, বগুড়া-৭ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন।

এ আসনের উপ-নির্বাচনে কয়েকবার নির্বাচিত সংসদ সদস্য খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর মনোনয়ন সংগ্রহের কথা শোনা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, বগুড়া-৭ আসনে খালেদা জিয়া নির্বাচন না করলে সেখানে তালুকদার লালু সরাসরি প্রার্থী হবেন।

মনোনয়ন জমা দেয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন এবং গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন জানান, তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মনোনয়ন সংগ্রহের পর জমা দিয়েছেন। খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে দলীয় সিদ্ধান্তে নির্বাচনে অংশ নেবেন তারা।

বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়ন জমা দেয়ার বিষয়ে বিএনপি নেতা সরকার বাদল বলেন, দুটি আসনেই আমার জনপ্রিয়তা রয়েছে। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক আছে। তাই আমি দুটি আসন থেকে মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছি। আমরা সবাই চাই জিয়া পরিবারের দুটি আসনে খালেদা জিয়া বা তার পরিবারের যে কেউ নির্বাচন করুন। কিন্তু সেটা সম্ভব না হলে আমি নির্বাচনে অংশ নেব। এক্ষেত্রে হাইকমান্ড আমাকে যেখানে নির্বাচন করতে বলবেন সেখানে অংশ নেব।

প্রসঙ্গত, বগুড়া-৬ ও ৭ আসন থেকে বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পর পর চারবার নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেন। দুটি আসনকে বিএনপির দুর্গ বলা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল নতুন সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল নতুন সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে মিশ্র পারফরম্যান্সের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল এবার ওয়ানডে ফরম্যাটে মাঠে নামার অপেক্ষায়। ...

চরম উত্তেজনায় প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল নতুন সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

চরম উত্তেজনায় প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল নতুন সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ২০১ রানের বিশাল ব্যবধানে হেরেছে ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে