| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

যে কারনে ক্যামেরার সামনে দাঁড়াতে পারছেন না শাকিব

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ১৮ ১১:৪২:০৪
যে কারনে ক্যামেরার সামনে দাঁড়াতে পারছেন না শাকিব

এর কারণ এফডিসিভিত্তিক ১৮টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞা। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শাকিব খান নতুন বা পুরোনো কোনো ছবিতেই কাজ করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করেছে চলচ্চিত্র পরিবার। গতকাল সোমবার বিকেলে এফডিসিতে চলচ্চিত্র পরিবারের সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সকল সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’ গত ২৩-০৬-২০১৭ তারিখ এক যৌথ সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের আলোচনা প্রেক্ষিতে এটা প্রণীত হয় যে, যেই মুহূর্তে চলচ্চিত্র শিল্পের সকল সংগঠন মিলে যৌথ প্রযোজনার সরকারি নিয়মনীতি না মেনে প্রযোজনার নামে ‘প্রতারণা’ করে একটি মহল ভারতীয় ছবি এ দেশে মুক্তি দিয়ে চলচ্চিত্রশিল্পকে ধ্বংস করার নীলনকশা তৈরি করছে। ঠিক সেই মুহূর্তে চলচ্চিত্র নায়ক শাকিব খান ‘বাংলাদেশের চলচ্চিত্র পরিবার’-এর আন্দোলনের বিপক্ষে অবস্থান করে কিছু ষড়যন্ত্রকারীদের সাথে নিয়ে ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’-এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দকে কটাক্ষ ও হেয় করে গণমাধ্যমে অশালীন বক্তব্য প্রদান করেছেন, শুধু তাই নয় দৃষ্টিকটু অঙ্গভঙ্গির মাধ্যমে “স্টুপিড’ বলে চলচ্চিত্রের সকলকে গালি দিয়েছেন; যা গুরুতর অপরাধ।”

“তাই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, চিত্রনায়ক শাকিব খান অভিনীত নতুন এবং পুরাতন কোনো ছবির শুটিং-এর কাজে ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’-এর অন্তর্ভুক্ত সংগঠনসমূহের কোনো সদস্যই অংশগ্রহণ করবেন না এবং শাকিব খান সংশ্লিষ্ট সকল চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত কাজ থেকে নিজেদের বিরত রাখবেন।”

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক), সদস্য সচিব ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। গতকাল রাত ১০টায় এই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বেশ কয়েক বছর ধরেই শাকিব খান অভিনীত কয়েকটি ছবির শুটিং প্রায় শেষ পর্যায়ে আছে, কোটি কোটি টাকা লগ্নি করে অনেক প্রযোজক চলচ্চিত্র থেকে সরে গেছেন, এখন আবার সেই ছবিগুলো শুটিং করার প্রস্তুতি নিচ্ছে, এমন ছবিগুলোকে কেন ছাড় দেওয়া হবে না? এনটিভি অনলাইনের এমন প্রশ্নের জবাবে চলচ্চিত্র পরিবারের নেতা বদিউল আলম খোকন বলেন, “দীর্ঘদিন ধরে আটকে থাকা দুই-একটি ছবিকে হয়তো শাকিব এখন শিডিউল দিচ্ছেন। কিন্তু এতদিন কেন দেননি? আসলে দেশের চলচ্চিত্র নিয়ে তাঁর কোনো মাথাব্যথা নেই। যে দুই-একটি ছবির নাম এখন বলা হচ্ছে, তার আগে এমন আরো চলচ্চিত্র আছে যা অনেকেই ভুলে গেছেন, আবার অনেক প্রযোজক কোটি টাকা লগ্নি করে পালিয়ে গেছেন তাঁর কারণে। নতুন প্রযোজক আসতে এখন ভয় পান। এখন দুই একটি ছবির জন্য আমরা তাঁর বড় অপরাধের পক্ষে দাঁড়াতে পারি না।’

গেল ঈদে শাকিব খানের একটি যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ মুক্তি পায় বাংলাদেশে। এ ছাড়া জিৎ অভিনীত ‘বস-২’ ছবিটিও মুক্তি পায় এই ঈদেই। দুটি ছবিরই বাংলাদেশ অংশের প্রযোজক জাজ মাল্টি মিডিয়া। ছবি দুটিতে যৌথ প্রযোজনার নিয়মনীতি সঠিকভাবে মানা হয়নি বলে অনেক দিন ধরেই জানিয়ে আসছিল চলচ্চিত্র পরিবার। এমনকি যৌথ প্রযোজনা বিষয়ক ছবির প্রিভিউ কমিটিও ‘বস-২’ ছবির ব্যাপারে আপত্তি জানিয়েছিল। কিন্তু সব অভিযোগ ও আপত্তিকে পাশে ঠেলে ঈদে মুক্তি পায় ছবি দুটি। মুক্তির আগে চলচ্চিত্র পরিবারের নেতৃবৃন্দের সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ও শাকিব খান দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তারই জের হিসেবে শাকিবকে নিষিদ্ধ ঘোষণা করে চলচ্চিত্র পরিবার।

ক্রিকেট

ব্রেকিং নিউজ: IPL নিলামে একের পর এক চমক দেখাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা

ব্রেকিং নিউজ: IPL নিলামে একের পর এক চমক দেখাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা

২০২৪ সালের আইপিএল নিলাম বাংলাদেশি ক্রিকেটারদের জন্য হতে চলেছে এক রোমাঞ্চকর মঞ্চ। ২৪-২৫ নভেম্বরের এই ...

অবিশ্বাস্য : পরপর ৩ ম্যাচে ৩ সেঞ্চুরি,বিশ্বরেকর্ড গড়লো তারকা ক্রিকেটার

অবিশ্বাস্য : পরপর ৩ ম্যাচে ৩ সেঞ্চুরি,বিশ্বরেকর্ড গড়লো তারকা ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকান। এবার ঘরোয়া ক্রিকেটের আঙিনায় ফিরে ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে