| ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

বিএনপি কি বোকাদের দল, নেতারা বোকার হদ্দ

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ নভেম্বর ১৭ ২২:২২:০৬
বিএনপি কি বোকাদের দল, নেতারা বোকার হদ্দ

কথা উঠেছে, ‘পল্টনে সংঘর্ষের ঘটনা বিএনপির পূর্ব পরিকল্পিত।’ এই কথাটি যদি সত্য হয়, তাহলে লজিক্যালি বিএনপি একটা ‘বোকা’দের দল। কেন বলি, আওয়ামী লীগ সরকারে থেকে নির্বাচন করছে। এখন পর্যন্ত প্রশাসনে, খোদ রাজধানী থেকে মাঠ পর্যন্ত সরকারের প্রতিস্থাপিত লোকজনই রয়েছেন। মামলা, হামলার কোনো দুশ্চিন্তা দলটির নেই। বিপরীতে বিএনপির লোকজন এখনো মামলার জালে দিশেহারা। নেতাদের একেকজনের বিরুদ্ধে ডজন ডজন মামলা।

দলটির নেতা খালেদা জিয়া জেলে, তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে দেশের বাইরে। নির্বাচনে যাবে-কি-যাবে না, এ নিয়ে সংশয়ে ছিল দলের তৃণমূল। এসব কারণে নির্বাচনের প্রস্তুতি নেওয়াও ছিল কঠিন। কিন্তু তা সত্বেও নির্বাচনে যাবার ঘোষণায় এবং মনোনয়নপত্র বিক্রি শুরুর দিন থেকেই চমকে যাবার মতন সাড়া মিলেছে কর্মী-সমর্থকদের। সরকারি দলের শো-ডাউনকেও ছাপিয়ে গেছে নয়াপল্টনের উচ্ছ্বাস। গণমাধ্যমগুলো এই ভাষাতেই দিয়েছে সেই উচ্ছ্বাসের খবর, বলেছে উৎসবমুখর বিএনপি কার্যালয়ের কথা।

যেখানে বিএনপির প্রার্থী সংকট দেখা দিবে, এমন কথাও বলা হয়েছিল। যখন লিখছি তখন দলটির মনোনয়নপত্র বিক্রি হয়েছে চার হাজারেরও অধিক, ছাড়িয়ে গেছে সরকারি দলকেও। নানা কারণে ব্যাকফুটে থাকা একটি দলের ক্ষেত্রে এমনটি হবার কথা ছিল না, কিন্ত কল্পনাতীত হলেও হয়েছে। এমন অবস্থায় সবাই যখন ঘুরে দাঁড়াতে প্রস্তুত, তখন ‘পূর্ব পরিকল্পিত’ হাঙ্গামার এমন ঘটনা ঘটালো দলটি! হুমায়ূন আহমেদ থাকলে হয়তো বলতেন, ‘কী আচানক কথা’। ঢাকা শহরে বিএনপির যে কয়জন প্রভাবশালী নেতা রয়েছেন তার মধ্যে মির্জা আব্বাস অন্যতম। পুরো ঢাকাতেই তার একটা আধিপত্য রয়েছে এবং নিজেও নির্বাচনের প্রার্থী। রয়েছেন মামলার জটেও। তার পক্ষে ‘পূর্ব পরিকল্পিত’ এমন ঘটনা ঘটিয়ে নির্বাচনের আগে আরো কটি মামলায় পড়া অবশ্যই ‘বোকা’র কাজ। এসব কারণেই বলছি, ‘পূর্ব পরিকল্পনার’ বর্ণিত অভিযোগটি যদি সত্যি হয় তাহলে দল হিসেবে বিএনপি ‘বোকার হদ্দ’।

ঐক্যফ্রন্টের নামে যেখানেই বিএনপির সমাবেশ হয়েছে, সাড়া মিলেছে আশাতীত। যানবাহন বন্ধ, ধরপাকড়, বাড়িতে বাড়িতে তল্লাশি, তারপরেও সমাবেশে ছিল মানুষের বিপুল উপস্থিতি। একটা দল প্রায় এক যুগ ক্ষমতার বাইরে। তারওপর মূল নেতা জেলে, পরের জন নির্বাসনে। নেতাকর্মীরা একের পর এক মামলার শিকার হচ্ছেন, জেলে যাওয়া-আসাটা নৈমিত্তিক কর্ম হয়ে দাঁড়িয়েছে। নিখোঁজ হয়েছেন অনেকে, মারাও গেছেন। এক যুগের এমন বৈরি পরিস্থিতিতেও একটি দল টিকে আছে, দলে প্রার্থীরও অভাব নেই। অনিশ্চয়তা সত্ত্বেও নির্বাচন করতে চাচ্ছে দলটি শুধু সমর্থক আর সমর্থনের ওপর ভর করে! এসবই আশ্চর্য কথকতা। অন্যরকম গল্প। এ রকম একটি দল নির্বাচনের আগে ‘নিজ পায়ে কুড়াল মারা’র মতন এমন ‘পূর্ব পরিকল্পিত’ ঘটনা ঘটাবে, ব্যাপারটি কী বিস্ময়ের নয়? আর বিস্ময়ের ব্যাপারটি যদি সত্য হয়, তাহলে বলতেই হবে, বিএনপি একটি ‘বোকাদের’ দল। মির্জা আব্বাসসহ তাদের নেতারা ‘বোকার হদ্দ’।

পুনশ্চ: অনেকে বলেছেন-বলছেন, নির্বাচন থেকে সরে যেতে কিংবা নির্বাচন বানচাল করতে বিএনপি এমনটা করছে। এটাও যদি হয়, তবেও বিএনপি নামক দলটি ‘বোকার হদ্দ’। সাত দফার এক দফাও মানা হয়নি, তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করা হয়েছে, তা সত্ত্বেও দলটি নির্বাচনে যাবার কথা বলেছে। কথা অনুযায়ী মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে। বিভিন্ন দলের সাথে সমন্বয় করছে, নিজেরা দিতে চাচ্ছে সর্বোচ্চ ছাড়। তারা জানে, নির্বাচনে না গেলে নিবন্ধন বাতিলসহ নানা রকম কর্মযজ্ঞ শুরু হবে। মূল নেতাকে জেল থেকে মুক্ত করা যাবে না, দেশে ফেরা হবে না নির্বাসনে থাকা আরেক নেতারও। আগামীতে দলের ঐক্যও ধরে রাখা যাবে কি না, রয়েছে এমন প্রশ্নও। এসব সত্ত্বেও যদি নির্বাচন ভন্ডুলের ‘পূর্ব পরিকল্পনা’ করে, তবে দলটি সত্যিই ‘বোকার হদ্দ’।

তবে এসব প্রশ্নের পাশাপাশি আরো একটি প্রশ্ন রয়ে যায়। আমরা যারা দলটিকে ‘বোকার হদ্দ’ বলি বা অভিযোগ করি ‘পূর্ব পরিকল্পনা’র, প্রশ্নটা সেই আমাদের নিয়ে। বলি, অন্যকে বোকা বলার আগে আমাদের নিজ বুদ্ধির লেভেলটাও কি চিন্তার নিশ্চিত দাবি রাখে না?

[প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। স্পোর্টসআওয়ার24 লেখকের মতাদর্শ ও লেখার প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত মতামতের সঙ্গে স্পোর্টসআওয়ার24-এর সম্পাদকীয় নীতির মিল না-ও থাকতে পারে।]

সুত্র:প্রিয়.কম

এ বিভাগের অন্যান্য সংবাদ

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে