অশনিসংকেত দেখছি, সতর্ক থাকতে হবে
গতকাল বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
সভায় সারাদেশের ৩০০ আসনের আওয়ামী লীগের ৪ হাজার ২৩ জন মনোনয়নপ্রত্যাশী ছাড়াও দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গণভবনে উপস্থিত আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা প্রধানমন্ত্রীকে উদ্বৃত করে আমাদের সময়কে এসব তথ্য জানান।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের পর্বটি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে হওয়ার কথা থাকলেও স্থান স্বল্পতায় গণভবনে অনুষ্ঠিত হয়। অনানুষ্ঠানিক এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী ৭২ মিনিটের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
গণভবন সূত্রে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে জয়ের কোনো বিকল্প নেই জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী নির্বাচনে আমরা যদি বিজয়ী না হই, যদি সরকার গঠন করতে না পারি তা হলে দেশের উন্নয়ন ও অগ্রগতি যেমন থেমে যাবে তেমনই আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ ঘরে থাকতে পারবে না।
তিনি এ সময় ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ১৯৯৬ থেকে ২০০১ আমরা ক্ষমতায় ছিলাম। ২০০১ এর নির্বাচনে বিএনপি আসার পর সারাদেশে কী তা-ব চালিয়েছিল মনে নেই আপনাদের। আমাদের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, অনেক মা-বোন ধর্ষিত হয়েছে। মামলা-হামলায় বাড়িতে থাকতে পারেননি অনেকে। আপনারা আবার কী সেই সময়ে ফিরে যেতে চান? এমন প্রশ্নের জবাবে গনভবনের সবুজ মাঠে টানানো শামিয়ানার নিচে উপস্থিত সবাই সমস্বরে ‘না-না’ করে ওঠেন।
আগামী নির্বাচনের আগে ও নির্বাচনে পর দলের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দশম সংসদ নির্বাচনের আগে বিএনপি সারাদেশে যেমন অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিল এবারও তারা এমন নাশকতা চালাতে পারে। শুধু তাই নয়, ২০১৫ সালে আমরা সরকার গঠনের পর তারা নানা ষড়যন্ত্র করেছিল সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য।
দলীয় মনোনয়নের বিষয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা বলেন, গত দুই বছর ধরে আমি জরিপ চালিয়ে যাচ্ছি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে জরিপ চালিয়েছি। জরিপের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে। কোন প্রার্থীর প্রতি ভোটারের সমর্থন আছে, সেটা বিবেচনায় নেওয়া হবে। অঙ্কের মতো হিসাব করে করে এই জরিপ করেছি। তিনি বলেন, দলে কে বড় নেতা কে ছোট নেতা সেটার চেয়ে গুরুত্ব পাবে জরিপে কে এগিয়ে আছে। জরিপে যারা এগিয়ে তাদের হাতেই উঠবে নৌকা প্রতীক।
মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, আপনার এত এত মানুষ দলীয় মনোনয়ন ফরম কিনেছেন তা এক অর্থে পজেটিভ। কারণ, অন্তত দলের ফান্ড তো বেড়েছে। প্রায় ১১ কোটি টাকা আমাদের ফান্ডে এসেছে। কিন্তু আরেকটা বিষয় আমাকে হতাশ করেছে। কিছু কিছু এলাকায় দেখেছি এত বেশি মনোনয়ন ফরম কেনা হয়েছে। এতে আমার মনে হয়েছে এটা ওই এলাকার এমপির দুর্বলতা, দলের সাংগঠনিক দুর্বলতা। যে ৪ হাজার ২৩ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন তাদের সবাই এমপি হওয়ার যোগ্য মন্তব্য করে সবাইকে আশ্বাস দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্ষমতায় এলে অনেক পদ সৃষ্টি করা হবে, সেখানে সবাইকে অ্যাকোমোডেট করা হবে।
আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, এখনো নির্বাচন নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে এখনো চলছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। কেউ যদি মনে করে, অন্য সিটে তো জিতব, আমার একটা সিটে হারলে কী হবে? এমনটি ভাবলে আমরা একটি আসনেও জিতব না। ৩০০ আসনেই জয়ের জন্য কাজ করতে হবে আমাদের।
তিনি তার দীর্ঘ বক্তব্য শেষ করেন সুকান্ত ভট্টাচার্যের কবিতার ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি/নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’ এই পঙ্ক্তিগুলো উচ্চারণের মধ্য দিয়ে।
সুত্র;dainikamadershomoy
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- 2025 IPL নিলাম: অবিশ্বাস্যভাবে এইমাত্র শেষ হলো মুস্তাফিজের নিলাম, দেখেনিন সাকিবের অবস্থান
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- IPL 2025 নিলামে নতুন চমক: আকাশ ছোয়া মুল্যে দল পেলেন মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- IPL 2025 নিলাম : এইমাত্র শেষ হলো সাকিবের নিলাম
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- চলছে IPL নিলাম : আকাশ ছোয়া মূল্যে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ, দেখেনিন নাহিদ রানার অবস্থান
- চলছে IPL নিলাম, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান ও এখন পর্যন্ত দল পেলেন যারা
- ব্রেকিং নিউজ :শেষ হলো সাকিব, রিশাদ ও মুস্তাফিজের নিলাম, দেখেনিন লিটন দাস ও তাওহীদ হৃদয়ের অবস্থান
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- 2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ