| ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

জেনে নিন সালমান খান অভিনীত ছয়টি বাজে সিনেমা

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ১৭ ০১:১৬:২৮
জেনে নিন সালমান খান অভিনীত ছয়টি বাজে সিনেমা

এর মাঝে কিছু বিরতির পর ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ ছবিটির মাধ্যমে সুপারহিট ছবির মোহর লাগিয়ে বলিউডে ফেরেন নায়ক। এই ছবিটির মুক্তির পর থেকে বলিউডের বক্স অফিস নতুন করে কাঁপানো শুরু করেছিলেন সালমান খান।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বলিউড ভাইজানকে। বক্স অফিসকে ১০০ কোটির ক্লাব থেকে তিনশ কোটির ক্লাব পর্যন্ত চিনিয়েছেন এই সালমানই। গতবছর ‘সুলতান’ ছবিটির মাধ্যমে যত প্রশংসা তিনি পেয়েছিলেন, এবারের ঈদে মুক্তি পাওয়া ‘টিউবলাইট’ ছবিটি ততই নিন্দা কুড়িয়েছে।

শুধু ‘টিউবলাইট’ নয়, এছাড়াও আরও বেশ কিছু চবিতে সালমান খান দর্শকদের চমক দিতে পারেন নি। বক্স অফিসের ব্যর্থতার পাশাপাশি তিনি বাজে অভিনেতার খেতাবও জিতেছিলেন সেই ছবিগুলোতে অভিনয়ের মাধ্যমে। এক নজরে দেখে নিন সেসব সিনেমার নাম. . .

১. হ্যালো ব্রাদার১৯৯৯ সালের ১০ সেপ্টেম্বর মুক্তি পায় ছবিটি। কমেডি ঘরানার এই ছবিটিতে সালমানের সঙ্গে ছিলেন তার ভাই আরবাজ খান ও রানি মুখার্জী। ছোটভাই সোহেল খানের প্রোডাকশন ও পরিচালনায় নির্মিত ছবিটি সালমানের সবচেয়ে বাজে ছবি হিসেবে চিহ্নিত করে দর্শক।

২. সালাম এ ইশকএকঝাঁক তারকা নিয়ে নির্মিত ছবিটির একটি অংশে সালমান অভিনয় করেন। তার বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০০৭ সালের অন্যতম বাজে সিনেমা ‘সালাম এ ইশক’। অতিরঞ্জিত অভিনয় ও দর্শকদের জোর করে হাসানোর চেষ্টা করে ব্যর্থ হন সালমান।

৩. হার দিল জো প্যায়ার কারেগা২০০০ সালে মুক্তি পেয়েছিলো ছবিটি। গান গেয়ে খ্যাতি পাওয়ার আশায় গ্রাম থেকে শহরে আসা এক তরুণের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। দুই নায়িকা রানি ও প্রীতি থাকা স্বত্বেও দর্শক টানতে ব্যর্থ হন সালমান। কারণ- অবশ্যই তার অতি অভিনয় প্রদর্শনের দক্ষতা। তবে ছবির গানগুলো হৃদয় কেড়েছিলো ভক্তদের।

৪. ম্যায় অউর মিসেস খান্নাহলফ করে বলতে পারি, আপনাকে কেউই এই ছবির নাম শোনেন নি। তবে এতে সালমানের সঙ্গে অভিনয় করেছিলেন কারিনা কাপুর ও সোহেল খান। ২০০৯ সালে ছবিটি আলোর মুখ দেখলেও সাফল্য তো দূরে থাক, ছবিটির প্রচারণাও হয় নি। যার ফলাফল, বক্স অফিসে ব্যর্থতা। এতেও বাজে অভিনয় করে নিন্দিত হয়েছেন সালমান।

৫. কাহি প্যায়ার না হো যায়ে২০০০ সালে মুক্তি পাওয়া সালমানের আরেকটি সিনেমা এটি- যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তারকা বহুল ছবিটিতে সালমান ছাড়াও ছিলেন জ্যাকিশ্রফ, রাভিনা ট্যান্ডন, পূজা বাত্রা ও রানি মুখার্জী। এতেও গায়ক রূপে দেখা দেন সালমান। কিন্তু অতি অভিনয় ও জোর করে দর্শককে হাসানোর চেষ্টায় ভরাডুবি খায় ছবিটি।

৬. টিউবলাইটসবশেষে সালমানের সাম্প্রতিক মুক্তি পাওয়া ছবি ‘টিউবলাইট’। বক্স অফিস আলোকিত করতে পারেনি সালমানের টিউবলাইট। পিটপিট করে জ্বলার আগেই নিভে গেলো বাতি। এই ছবিতে সালমান অভিনয় করেছেন একজন প্রতিবন্ধী চরিত্রে। কিন্তু চরিত্রের তুলনায় বয়স্ক লেগেছে সালমানকে। কমেডিতেও মার খেয়েছেন তিনি। সংলাপ বলা ও অভিনয়ে গুরুত্ব কম ছিল। বিশেষ করে তার সহঅভিনেতা ও অভিনেত্রীদের বাজে অভিনয় ছবিটিকে ব্যর্থতার খাতায় নাম লেখাতে বাধ্য করে।

ক্রিকেট

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেটে আবারও বড় মঞ্চে নামছে বাংলাদেশের যুব দল। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ...

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

মিডল-লেগ স্টাম্পে করা তাসকিনের বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন কেচি কার্টি। রানের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে