ভালোবাসাই কাল হল এই ৭ম শ্রেণীর ছাত্রের
রাতেই দুর্বৃত্তরা ওই ছাত্রকে ঘর থেকে তুলে আনলেন। আর ভোররাতে সেই কিশোরের লাশ মিলল গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায়।
নিহত ওই ছেলের নাম মহব্বত শিকদার (১৫)। সে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন মৌডুবি এলাকার উত্তর কাজীকান্দা গ্রামের বাদশা শিকদারের ছেলে। সে মৌডুবি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা তাকে ঘর থেকে তুলে নিয়ে যান। রোববার ভোর ৫টার দিকে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থার তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, মহব্বতের সঙ্গে একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরেই ওই ছাত্রী শুক্রবার গভীর রাতে মহব্বতের সঙ্গে ঘর ছাড়ে। পরে শনিবার রাত ৯টার দিকে পার্শ্ববর্তী তক্তাবুনিয়া গ্রাম থেকে তাদেরকে উদ্ধার হয়।
পরে সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জোবায়ের হাওলাদার, জুয়েল হাওলাদার, সানাউল কারীসহ ৮-১০ জন।
সূত্র জানায়, উদ্ধারের জন্য নিজেদের টাকা খরচ করে দলীয় অনেক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে ঘুরেছেন। এজন্য ছেলের পরিবারকে ৫০ হাজার এবং মেয়ের পরিবার পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ধার্যকৃত টাকা দিয়ে মেয়ে রাতেই তার পরিবারের সঙ্গে ঘরে ফেরেন।
মহব্বতের দাদী আঞ্জুমানারা বেগম বলেন, সালিশ বৈঠকে তার নাতীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা পরিশোধ না করে তিনি নাতীকে রাত ১২টা দিকে বৈঠক থেকে নিয়ে আসেন। রাত আনুমানিক ৩টার দিকে ১০-১২ জন লোক তার ঘরে ঢুকে পড়ে। একপর্যায়ে তার মুখ চেপে নাতিকে অপহরণ করে নিয়ে যায়।
মহব্বতের বাবা বাদশা শিকদার মোবাইলে বলেন, 'আমার ছেলেকে খুন করা হয়েছে। আমি মামলা করব। '
এদিকে মেয়ের পরিবারের পক্ষ থেকে বলা হয় মহব্বত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রাঙ্গাবালী থানার ওসি সামছুল আরেফীন বলেন, এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই নেপথ্যের ঘটনা জানা যাবে। তবে এ ব্যাপারে মামলা করলে তা গ্রহণ করা হবে।
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- IPL নিলামের শর্টলিস্ট প্রকাশ, দেখেনিন বাংলাদেশ থেকে নিলামে যাদের নাম উঠছে
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল