তানোরে সাড়ে ১০ হাজার শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি
এ পরীক্ষার পর বছরের শেষে হবে বার্ষিক পরীক্ষা। অর্ধ-বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচায়ে ব্যাপক ভূমিকা রাখে। জানা গেছে টানা ১ মাস কয়েক দিনের ছুটির পর গত ৬ জুলাই থেকে তানোর উপজেলা প্রতিটি স্কুলে শুরু হয়েছে অর্ধ-বার্ষিক পরীক্ষা। আবার কোন কোন স্কুলে সমিতির প্রশ্ন ছাড়াই নিজেরাই প্রশ্ন তৈরি করে নিচ্ছেন পরীক্ষা। যেন কোন নিয়মের মধ্যে থেকে হচ্ছে এইসব অর্ধ-বার্র্ষিক পরীক্ষা। সকল বিষয়ে পরীক্ষার ফি আদায় করা হলেও ৩টি বিষয়ে হচ্ছে না পরীক্ষা। বিষয়গুলো হলো শরীর চর্চা, কর্মজীবন ও চারু কারু কলা। রোববার ছিল কর্মজীবন মূখী শিক্ষা পরীক্ষা।
কিন্তু রহস্যজনক কারণে এবিষয় সহ চারু ও কারু কলা, শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও নবম-দশম শ্রেণির ক্যারিয়ার শিক্ষা বিষয়ে নেয়া হচ্ছে না পরীক্ষা। বেশ কিছু শিক্ষার্থী জানায় রবিবার ষষ্ঠ শ্রেণির কর্মজীবন মূখী শিক্ষা, অষ্টম, সপ্তম শ্রেণির চারু ও কারু কলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের মৌখিক ভাবে শিক্ষকেরা ঘোষণা দিয়ে পরীক্ষা বন্ধ করে দেন। আগামী সোমবার ষষ্ঠ শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান এবং বুধবারে চারু ও কারু কলা পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা।
এছাড়াও আগামী বৃহস্পতিবার দশম শ্রেণির ক্যারিয়ার শিক্ষা আগামী শনিবারে অষ্টম শ্রেণির কর্মজীবন মূখী শিক্ষা বিষয়ে পরীক্ষা হচ্ছে না। এতে করে চরম বেকায়দায় পড়েছেন শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এনসিটিবির নির্দেশনায় দেখা যায় জেএসসি ও এসএসসি পরীক্ষায় এ কয়টি বিষয়ে কোন লিখিত পরীক্ষা হবে না। তবে ভাইবা ও ব্যবহারিক পরীক্ষা নিতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বাংলাদেশ শিক্ষক সমিতির দ্বন্দে¦র জন্যে এইসব পরীক্ষা নেয়া হচ্ছে না বলে একাধিক সূত্র জানান। বেশ কিছু শিক্ষক জানান, জেএসসি ও এসএসসিতে লিখিত পরীক্ষা না নিলেও অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষায় এইসব বিষয়ে লিখিত পরীক্ষা না হলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা কিভাবে সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ হবেন এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা কিভাবে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হবেন।
অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা কিভাবে নবম শ্রেণিতে উত্তীর্ণ হবেন। শিক্ষা অফিস সূত্রে জানা যায় উপজেলার ৫৯টি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পরীক্ষা দিচ্ছেন ৩ হাজার ৯০৩ জন। সপ্তম শ্রেণিতে ৩ হাজার ৫২৬ জন। অষ্টম শ্রেণিতে ৩ হাজার ২২ জন। শিক্ষকেরা আরো জানায় লিখিত পরীক্ষা না হবার কারণে এইসব শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছেন মাধ্যমিক শিক্ষা অফিস ও শিক্ষক সমিতি। উপজেলার ৩টি স্কুল বাদে বাকি স্কুল গুলোতে নিয়ম বহির্ভূত বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। যদিও শিক্ষা আইনে স্পষ্ট উল্লেখ অর্ধ-বার্ষিক বার্ষিক পরীক্ষায় প্রতিটি স্কুল প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নিতে হবে। কিন্তু একে অন্যের দ্বন্দ্বের কারণে শিক্ষক সমিতির প্রশ্নপত্র দিয়ে হচ্ছে পরীক্ষা।
তালন্দ স্কুলের প্রধান শিক্ষক আলতাব উদ্দিন বলেন, আমরা পরীক্ষা নিচ্ছি। নিজেরাই প্রশ্নপত্র তৈরি করেছি। সমিতির প্রশ্নপত্র নেয়া হয়নি। তিনি আরো জানান জেএসসি ও এসএসসিতে এইসব বিষয়ের ব্যবহারিক নম্বর যোগ হবে। লিখিত পরীক্ষা হবে না মর্মে ইন্টারনেটে দেখেছি। আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পরীক্ষা নেয়া হচ্ছে। কিভাবে পরীক্ষা নিচ্ছেন। এইসব বিষয়ের প্রশ্নপত্র না কি হয়নি। জানতে চাইলে এড়িয়ে গিয়ে বলেন, ভাইবা ও ব্যবহারিক পরীক্ষা নেয়া হচ্ছে।
চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতি তানোর শাখার সভাপতি জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তিতে তার কাছে জানতে চাওয়া হয় প্রশ্নপত্রই হয়নি। কিভাবে পরীক্ষা নিচ্ছেন। এড়িয়ে গিয়ে বলেন, ভাইবা ও ব্যবহারিক নেয়া হচ্ছে। এব্যাপারে বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি মুজিবর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজশাহীতে অনেক স্কুল প্রেস থেকে প্রশ্নপত্র তৈরি করেছে। আমরা করলে অপরাধ কিসের। সমিতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশ্ন নিয়ে যাচাই বাচাই করে প্রশ্ন পত্র তৈরি করে।
সমিতির প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষা নেয়া যাবে না। এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, যশোর বোর্ড থেকে এইসব পরীক্ষায় প্রশ্নপত্র হচ্ছে। এক্ষেত্রে শিক্ষা বিভাগ কী বলবেন। এইসব শিক্ষা অফিসের এক ধরণের বাড়াবাড়ি। সমিতি প্রশ্নপত্র তৈরি করতে পারবে না এমন কোন নির্দেশনা নেই। আর ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণির তিন বিষয়ে কোন লিখিত পরীক্ষা হবে না। ব্যবহারিক ও ভাইবা হবে। এটা এনসিটিবি থেকে বাতিল করা হয়েছে। এজন্যে এইসব বিষয়ে কোন প্রশ্নপত্র তৈরি করা হয়নি। এর সিলেবাস স্কুলগুলোকে দেয়া হয়েছে। অথচ অর্ধ-বার্ষিক পরীক্ষার সিলেবাস ও রুটিন শিক্ষক সমিতি থেকেই করে স্কুলগুলোকে দেয়া হয়েছে।
সেখানে এ তিন বিষয়ের পরীক্ষার তারিখও উল্লেখ রয়েছে। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলামের কাছে এইসব বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সমিতির প্রশ্নপত্রে কোন পরীক্ষা নেয়ার বিধান নেই। তারা নিয়ম বহির্ভূত ভাবে এইসব প্রশ্নপত্র তৈরি করে স্কুলে দিয়েছেন। তাদের প্রশ্নপত্রে যদি পরীক্ষা অনুষ্ঠিত না হয় তাহলে কোন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। জানতে চাইলে তিনি জানান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রশ্নপত্র তৈরি করে অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষা নিতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষা কর্মকর্তা জানায় নামেই শিক্ষা অফিস। শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম করে থাকেন সমিতি।
তাদের ক্ষমতার কাছে শিক্ষা অফিস এক প্রকার নির্বিকার। শিক্ষা অফিসারের কাছে তিন বিষয়ে কেন প্রতিষ্ঠানগুলো পরীক্ষা নিচ্ছে না জানতে চাওয়া হলে তিনি জানান, লিখিত পরীক্ষা না হলেও ভাইবা ও ব্যবহারিক পরীক্ষা হচ্ছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শওকাত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এবিষয়ে আমার অজানা। খোজ নিয়ে গুরুত্ব সহকারে দেখা হবে। স্কুলের কোন এখতিয়ান নেই পরীক্ষা বাতিল করার। প্রশ্নপত্র স্কুলগুলোকে করতে হবে। কোন সমিতির প্রশ্নপত্র চলবে না বলে একাধিক সূত্র থেকে জানা যায়।#
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- IPL নিলামের শর্টলিস্ট প্রকাশ, দেখেনিন বাংলাদেশ থেকে নিলামে যাদের নাম উঠছে
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল