ফিল্ম ইন্ডাস্ট্রি সচল রাখতে শাকিবকে প্রয়োজন
কেউ বলছেন শাকিব খান ইন্ডাস্ট্রির চাকা সচল রেখেছেন, আবার কেউ বলছেন অনেক হয়েছে। তাকে আর দরকার নেই। ঢাকাই চলচ্চিত্রে এ মুহূর্তে শাকিব খানের প্রয়োজনীয়তা কতটুকু- ঠিক এ ইস্যুটি নিয়ে যুগান্তরের পক্ষ থেকে দেশের সিনিয়র জুনিয়র অনেক শিল্পীর সঙ্গে কথা হয়। তারা জানিয়েছেন দেশের এ শীর্ষ নায়কের প্রয়োজন কতটুকু? বিস্তারিত লিখেছেন এফ আই দীপুশাকিব খানকে নিয়ে গত তিন মাস ঢাকাই চলচ্চিত্রাঙ্গন বেশ উত্তাল। এ তিন মাসে তাকে একবার নিষিদ্ধ ও একবার বয়কট করা হয়েছে। প্রথমবার নিষিদ্ধ করেছিল চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালকদের বেশিরভাগ অংশকে ‘বেকার’ বলায় সমিতি কর্তৃক তাকে নিষিদ্ধ করা হয়। যদিও প্রথমে সেটিকে নিষিদ্ধ বলে পরে তোপের মুখে পড়ে পরিচালক সমিতি নিজেদের বাণী শুধরে নিয়ে ‘বয়কট’ করার কথা বলে। এরপর কয়েকজনের সমঝোতায় পরিচালক সমিতির কাছে দুঃখ প্রকাশ করার মধ্য দিয়ে সেই বয়কট তথা নিষিদ্ধের ঝামেলা মিটে যায়। এর মধ্যে শুরু হয় ঈদের ছবির প্রচার-প্রচারণা।
বছরের অন্যান্য সময়ের চেয়ে ঈদে ছবি মুক্তি দিয়ে নিজেদের লগ্নিকৃত অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকায় অনেক প্রযোজকই এ সময়টাতে ছবি মুক্তি দেয়ার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টায় গত কয়েক বছর এগিয়ে থাকে জাজ মাল্টিমিডিয়া। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু বাদ সাধে অন্য জায়গায়। এ প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত দুটি যৌথ প্রযোজনার ছবি নিয়ে বাধে বিপত্তি। শাকিব খান অভিনীত ‘নবাব’ ও কলকাতার জিৎ অভিনীত ‘বস-২’ ছবিগুলো যখন মুক্তির জন্য সেন্সরের আবেদন করে তখন চলচ্চিত্রের ১৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোটের বিরোধিতা করে। তাদের এ বিরোধিতা মাঠের আন্দোলন পর্যন্ত গড়ায়।
আন্দোলনকারীদের অভিযোগ ছিল, ছবি দুটি যৌথ প্রযোজনার সঠিক নীতিমালা মেনে তৈরি হয়নি। এ আন্দোলনকে পাশ কাটিয়ে শেষ পর্যন্ত ছবি দুটি ঈদে মুক্তি পায়। কিন্তু মুক্তির আগে আন্দোলনকারীদের বিরোধিতা করায় শাকিব খানকে আবারও বয়কট করে চলচ্চিত্র ঐক্যজোট তথা পরিচালক সমিতি। বলা হয়েছে, শাকিব খানের সঙ্গে তারা কোনো ছবিতে কাজ করবেন না। যদিও তখন শাকিব খান বিভিন্ন আলোচনা কিংবা মন্তব্যে বলেছেন, যৌথ প্রযোজনার নামে প্রতারণার বিরুদ্ধেও তার অবস্থান। কিন্তু নবাব নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিই তিনি বিষোদ্গার করেছেন। তার মতে, নবাবকে আটকে দেয়া মানে হচ্ছে তার প্রতি অন্যায় করা। কারণ নবাব যৌথ প্রযোজনার নীতিমালা মেনেই তৈরি হয়েছে।
এমন অস্থিরতার মধ্যে যখন সময় কাটছিল ঠিক তখন তথ্য মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু শাকিব খানবিষয়ক বিতর্ক রয়েই গেছে। আন্দোলনকারীদের অনেকেই বলছেন, শাকিব খানকে ইন্ডাস্ট্রিতে দরকার নেই। এ মুহূর্তে ঢাকাই চলচ্চিত্রে অনেক নায়ক আছে। তাদের দিয়েই ফিল্ম ইন্ডাস্ট্রি চলবে। কিন্তু কথাটি কতটা যুক্তিযুক্ত? অনেক নায়ক আছে এটা সত্যি, কিন্তু ভরসা করার মতো নায়ক কয়জন আছে? যাদের ওপর ভর করে একজন প্রযোজক নিশ্চিন্তে অর্থ লগ্নি করতে পারবেন? উত্তর যে কেউ বলে দিতে পারবেন। একজনও নেই। তা হলে কেন বলা হচ্ছে শাকিব খানকে বাদ দিলেও ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি চলবে? ঠিক এ বিষয়ে শাকিব খানের কথা হয়েছিল। তাকে বাদ দেয়া, নিষিদ্ধ কিংবা বহিষ্কার করা- এসব নোংরা খেলা যখন চলছিল তখন শাকিব খানের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, আপনি কী মনে করেন, আপনাকে ছাড়া ইন্ডাস্ট্রি চলবে? উত্তরে অনেকটা অভিমান ঝরে পড়ল তার গলায়। তিনি বলেন, ‘কারও জন্য কোনো কিছু থেমে থাকে না। আমি আজ আছি কাল নেই। তাই বলে তো আর ইন্ডাস্ট্রি থেমে থাকবে না। কিন্তু ঠিক কী কারণে তারা আমাকে বাদ দেয়ার চেষ্টা করছেন সেটি আমার বোধগম্য নয়। হ্যাঁ, এটা ঠিক যে, দেশীয় অনেক প্রযোজক-পরিচালকের সঙ্গে এখন আমার কাজ করা হয় না। কারণ, আমি বর্তমানে যে অবস্থানে আছি সেখান থেকে নিচে নামা সম্ভব নয়। হয় আমাকে কাজ বন্ধ করে দিতে হবে, নতুবা নিজের মতো করে কাজ তৈরি করে নিতে হবে। আমি তো আর কাজ বন্ধ করব না। তাই নিজের মতো করে ক্ষেত্র তৈরি করছি। কেউ যদি আমার চাহিদা ফিলআপ করতে পারে তা হলে আমি তার সঙ্গে কাজ করব। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আপনি যখন সর্বোচ্চ শিখরে অবস্থান করবেন, তখন কী আর নিচে নামতে ইচ্ছা করবে? নাকি সেখান থেকেই বিদায় নেয়ার কথা ভাববেন?’https://www.facebook.com/binodonbangla24.comBn/
তা হলে কী এমন অচলাবস্থায় আপনি বিদায় নেয়ার কথা ভাবছেন? এমন প্রশ্নে কিছুটা ভাবান্তর দেখা গেল তার মধ্যে। একরাশ অভিমান নিয়েই বললেন, হয়তো তাই করব। তবে সবকিছু সময়ের ওপর নির্ভর করছে। আমার ভক্তরা, যারা আমাকে ভালোবেসে এই সর্বোচ্চ আসনে বসিয়েছেন তাদের হুট করে নিরাশ করাটা মোটেও উচিত হবে না। করবও না। কিন্তু যেভাবে নোংরা রাজনীতি চলছে সেটির মধ্য থেকে কাজ করতেও মন সায় দেয় না।’
কথার মধ্যে অভিমান ঝরে পড়লেও নিজ কর্মে অনঢ় শাকিব খান। কে কী বলল তা নিয়ে পড়ে থাকতে রাজি নন এ নায়ক। তিনি পথ চলবেন নিজের মতো করেই। ইন্ডাস্ট্রিতে এখনও তার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। গেল ঈদে তার অভিনীত ছবি দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় সেটিই প্রমাণ করে।
শাকিব তার অভিনয় ক্যারিয়ার শুরু থেকেই আমার চেনা। বেশ পরিশ্রম করে আজকের অবস্থানে এসেছে ছেলেটি। তার ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে শুনলাম। বিষয়টি শুনলেই বুকের ভেতর শান্তি চলে আসে। এ সময়ে এসে আমাদের ইন্ডাস্ট্রির ছবি দেখতে দর্শকরা হলে ভিড় করছে বিষয়টি কিন্তু অনেক পজেটিভ। শাকিবকে অবশ্যই দরকার। পাশাপাশি তার মতো আমাদের আরও নায়ক দরকার। যারা মিলেমিশে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টেনে ওপরে নিয়ে যাবে। তবে একটা কথা মনে রাখা উচিত। জনপ্রিয় নায়কদের প্রতিটি পা হিসাব করে চলতে হয়। তারাও কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়- সোহেল রানা
শাকিব খানের প্রতি আমাদের সিনিয়রদের সবারই অগাধ ভালোবাসা ছিল। আমি মনে করি শাকিব ভালোবাসা পাওয়ার মতোই একটা ছেলে। বাণিজ্যিক ছবির দর্শক মানেই এখন শাকিবের দর্শক। এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। শাকিবের জনপ্রিয়তা নিয়েও আমাদের কোনো দ্বিমত নেই। শাকিব খান এখন ঢাকাই ছবির একটা গুরুত্বপূর্ণ পার্ট। তাই তাকে প্রতিটি পদক্ষেপই ভেবেচিন্তে নিতে হয়। প্রতিটি কথাও ভেবেচিন্তে বলতে হবে। কিন্তু সেটি হচ্ছে না। সে এখন ইন্ডাস্ট্রির সেরা নায়ক তাই তাকে বিবেচনা করেই পথ চলতে হবে। তার দরকার আছে। সবাইকে নিয়েই তার চলতে হবে- আলমগীর
যতদূর দেখছি শাকিব খান এখন দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। প্রযোজকরা তার ছবিতে লগ্নি করতে সিরিয়াল দিয়ে থাকে। বিষয়টি শুনলেই তো আনন্দ লাগে। এমন আরও কয়েকজন নায়ক পেলে আমাদের আরও বেশি ভালো লাগ
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- ব্রেকিং নিউজ : যে কারণে বাংলাদেশের ৮ ক্রিকেটারকে নি*ষি*দ্ধ করল বিসিবি
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- ব্রেকিং নিউজ : ব্যাপক হারে কমলো জ্বালানি তেলের দাম