দেহ ব্যবসায় রাজি না হওয়ায় পাষণ্ড স্বামীর কাণ্ড
দুই বছর বয়সী শিশুকন্যা নিয়ে সারাক্ষণ মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকেন। ঘটনাস্থল ঢাকায় হওয়ায় এক মাসেও জেলার কোথাও অভিযোগ বা মামলা করতে পারেননি।
অবশেষে শনিবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বামীর নির্মম নির্যাতনের বর্ণনা দেন গৃহবধূ রীনা। তিনি স্বামীর বিচার চান। উদ্বেগ প্রকাশ করেন কন্যা শিশুর দেখভাল আর পরবর্তী জীবন নিয়ে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় ৪ বছর আগে শহরের রওশনাবাগ মহল্লার ইছহাক আলীর মেয়ে রীনা বেগমের সঙ্গে সদর উপজেলার কানাপাড়া জুগিভিটা গ্রামের হেলালের ছেলে সাদ্দাম হোসেনের বিয়ে হয়।
বিয়ের পর মাদকাসক্ত স্বামী সাদ্দাম হোসেন এক লাখ টাকা যৌতুকের দাবি করে প্রায় নানাভাবে রীনাকে নির্যাতন করতেন। দরিদ্র ঘরের মেয়ে রীনা বেগমের পরিবার টাকা দিতে না পারায় তার ওপর নির্যাতনের মাত্রা বাড়তে থাকে।
একপর্যায়ে চাকরি দেয়া আশায় গৃহবধূ রীনাকে ঢাকায় নিয়ে যান স্বামী সাদ্দাম হোসেন। যৌতুকের এক লাখ টাকা আদায়ে তাকে দেহ ব্যবসায় জড়ানোর চেষ্টা করেন।স্বামীর এমন প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো। গত ১১ জুন ঢাকার মুগদাপাড়ার ভাড়া বাসায় ঝগড়ার একপর্যায়ে কেরোসিন দিয়ে গৃহবধূর শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান সাদ্দাম।
রীনার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করান। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে পঞ্চগড় নিয়ে আসেন।এ ঘটনায় শরীরে পোড়া ঘা নিয়ে আইনি সহায়তার জন্য সদর থানা, জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতসহ জেলা প্রশাসকের কার্যালয়ে যান গৃহবধূ রীনা।কিন্তু ঘটনাস্থল ঢাকায় হওয়ার কারণে কোথাও কোনো মামলা দিতে পারেননি তিনি। অবশেষে স্থানীয় একটি মানবাধিকার সংগঠনের সহায়তায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন গৃহবধূর পরিবার।
গৃহবধূ রীনা বেগমের মা জহুরা বেগম বলেন, আমরা গরীব মানুষ। খবর পেয়ে ঢাকায় যাই। কিন্তু মেয়ের দিকে তাকাতে পারছিলাম না। তার শরীরের অর্ধেকটা পুড়ে দিয়েছে সাদ্দাম। টাকার অভাবে সেখানে চিকিৎসাও করাতে পারিনি। বার্ন ইউনিটের এক চিকিৎসক আমাদের পঞ্চগড় আসার ভাড়া দিয়েছেন। এখন আমরা কী করবো, কোথায় বিচার চাবো। নিজেই খাবার পাই না। তাকে এবং তার শিশুকে কী খাওয়াব। কথা বলতেই হাউমাউ করে কেঁদে ফেলেন মা জহুরা বেগম।
বাংলাদেশ মাবাধিকার কমিশনের স্থানীয় মানবাধিকারকর্মী এমএ রতন বলেন, দেহ ব্যবসায় রাজি না হওয়ায় তাকে নির্মমভাবে নির্যাতনসহ শরীরে আগুন দেয়া হয়েছে। কিন্তু এর বিচারের দাবি চেয়ে আমরা থানা পুলিশ এবং আদালত থেকে ফিরে এসেছি। আদালতে একটি আরজি দাখিল করা হয়েছিল। কিন্তু পাবলিক প্রসিকিউটারের (পিপি) আপত্তিতে অবশেষে বিচারক মামলার আরজিটি ফেরত দিয়েছেন।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, ঘটনা শুনেছি। কিন্তু তারা থানায় আসেনি। তবে স্থানীয় এক চেয়ারম্যান মামলার কথা মোবাইল ফোনে বলেছিল। যেহেতু ঘটনাস্থল ঢাকায়, এ জন্য মামলাটি সেখানেই করা উচিত ছিল।
পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রতিকিউটর (পিপি) আমিনুর রহমান বলেন, সিআরপিসি ১৭৭, ১৭৮/১৭৮ ধারায় উল্লেখ আছে, যাকে যেখানে নির্যাতন বা মারপিট করা হবে, সেখানকার থানায় তাকে মামলা দিতে হবে। আমরাও এমন অপরাধের উপযুক্ত বিচার চাই। কিন্তু ঘটনাস্থল ঢাকায় হওয়ায় পঞ্চগড়ে নারী ও শিশু আদালতে এই মামলা করার কোনো সুযোগ নেই।
- মৃ*ত্য উপদেষ্টা হাসান আরিফের জায়গায়, নতুন উপদেষ্টা হয়ে আসছেন যিনি
- সচিবালয়ে আ গু ন : সিসি ক্যামেরার ফুটেজে বেরিয়ে এলো যে তথ্য
- বাদ লিটন : একাধিক চমকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
- এইমাত্র পাওয়া : চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- ব্রেকিং নিউজ: ব্যাপক সং ঘ র্ষে, পরিস্থিতি নিয়েন্ত্রনের বাইরে, ৩ জন নিহত, সেনাবাহিনী মোতায়েন
- এইমাত্র পাওয়া : গ্রে*ফ*তা*র সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের...
- ব্রেকিং নিউজ : ব্যাপক সং*ঘ*র্ষ, নি*হ*ত ৩৩, যে কা*রা*গার থেকে পালালো ১৫০০ আসামি
- এইমাত্র পাওয়া : বাদ লিটন দাস চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
- সরকারি চাকরিজীবীদের জন্য এইমাত্র দেয়া হলো জরুরি বার্তা
- আবেগঘন চিরকুট লিখে আ*ত্ম*হ*ত্যা করলেন মুক্তিযোদ্ধা,যা যা লিখা ছিলো চিঠিতে......
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াডে বড় চমক দুইটি
- BPL : সবাইকে তাক লাগিয়ে মাত্র ২৪ ঘণ্টায় চার তারকা বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ালো দুর্বার রাজশাহী
- এইমাত্র পাওয়া : মারা গেলেন তিশা
- এইমাত্র পাওয়া : অবশেষে দল পেলেন মুস্তাফিজ,যাচ্ছেন নতুন দলে
- এইমাত্র পাওয়া : যাত্রীবাহী বিমান বি*ধ্ব*স্ত, নি*হ*ত ৪২