| ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

এখন থেকে সহজেই কাতার যেতে পারবে বাংলাদেশি শ্রমিকরা

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ অক্টোবর ১০ ২৩:৩১:১৫
এখন থেকে সহজেই কাতার যেতে পারবে বাংলাদেশি শ্রমিকরা

ফলে কাতারের শ্রমবাজারে হয়রানি ও প্রতারণা থেকে বাঁচবেন কর্মীরা। এই পদ্ধতি চালুর ফলে কতিপয় চিহ্নিত জনশক্তি প্রেরণকারী ব্যবসায়ীর সমন্বয়ে গঠিত কাতারের ভিসা ট্রেডিং সিন্ডিকেটের দৌরাত্ম কমবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, বাংলাদেশ ছাড়া আরো সাতটি দেশে এই প্রকল্প বাস্তবায়ন করবে কাতার সরকার।

এদিকে, এখনো লাখ লাখ টাকা খরচ করে কর্মীরা কাতার যাচ্ছেন এবং প্রতারণার শিকার হচ্ছেন। তারা কাতারে গিয়ে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট কোম্পানিতে কাজ পাচ্ছেন না, এমনকি অনেক সময় বেতন ও অন্য সুবিধাদি থেকেও বঞ্চিত হচ্ছেন। এছাড়া এক শ্রেণির রিক্রুটিং এজেন্সির কারণে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন ছাড়াই অনেক কর্মী কাতারে অবৈধভাবে অবস্থান করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ফলে প্রায়ই দেশটির শীর্ষ পর্যায় থেকে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্তা ব্যক্তিদের কথা শুনতে হচ্ছে।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন এই প্রকল্প বাস্তবায়ন হলে কাতারে প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যেই কাতারের পরিচয়পত্র পাবেন বাংলাদেশি কর্মীরা। ইতোমধ্যে ঢাকার বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারের ১১ তলায় এবং সিলেটে ভিসা সেন্টার স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ১৫ অক্টোবর ঢাকার ভিসা সেন্টার চালুর পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছিলো। কিন্তু অনিবার্য কারণে আগামী ৫ নভেম্বর ভিসা ও মেডিকেল সেন্টার চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের দায়িত্বপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সি সূত্রে জানা গেছে, নভেম্বর থেকেই বাংলাদেশি কর্মীরা ভিসাকেন্দ্র দু’টি থেকে স্বাস্থ্য পরীক্ষা, চুক্তিপত্রে স্বাক্ষরসহ যাবতীয় কাজ সম্পন্ন করে কাতার যেতে পারবেন। এই পদ্ধতির ইতিবাচক দিক হলো- কাতারগামী কর্মীরা ওয়ান স্টপের মাধ্যমে সকল সুবিধা পাবেন।

বায়োমেট্রিক পদ্ধতিতে কর্মীর ফিঙ্গার প্রিন্ট নেয়া হবে। এটা গৃহীত হলেই সঙ্গে সঙ্গে কাতার গমনেচ্ছুক কর্মীর ক্লিয়ারেন্স এসে যাবে। এই ধারাবাহিকতায় কর্মীর মেডিকেলও সম্পন্ন হবে খুব সহজে। ফলে ওই কর্মীর নামে তখনই ভিসা কনফার্ম হয়ে যাবে।

ইতিপূর্বে একজন কর্মী কাতার যাওয়ার পর সেখানে আবার মেডিকেল করাতে হতো এবং এর পর ভিসা স্ট্যাম্পিং হতো। নতুন পদ্ধতিতে স্ট্যাম্পিং লাগবে না এবং যাবতীয় হয়রানি থেকে মুক্তি মিলবে। সর্বোপরি, এখন ঢাকা থেকেই কাতারগামী কর্মীরা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন। এই প্রকল্প বাস্তবায়নে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয় কাজ করছে।

বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কাতারে গেছেন ৫৬ হাজার ৭০৮ জন কর্মী। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই গেছেন পাঁচ হাজার ৭১৪ জন।

এদিকে নতুন এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছে কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির মালিক এবং বিদেশগামীরা।

ক্রিকেট

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

চলছে আইপিএলের বড় নিলাম। রবিবার প্রথম দিনের নিলাম হয়েছে। সোমবার হবে দ্বিতীয় দিনের নিলাম। প্রথম ...

ওয়ার্নার ও মোস্তাফিজ সহ আইপিএলে দল পেলেন না যেসব তারকা

ওয়ার্নার ও মোস্তাফিজ সহ আইপিএলে দল পেলেন না যেসব তারকা

আইপিএল ২০২৪-এর নিলামে একের পর এক চমক দেখা গেছে, তবে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ডেভিড ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে