| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশকে বিশ্ব দুয়ারে খাটো করলেন সারিকার সাবেক স্বামী!

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ১৪ ১৬:২১:২৪
বাংলাদেশকে বিশ্ব দুয়ারে খাটো করলেন সারিকার সাবেক স্বামী!

মিউজিক ভিডিওটির সিনেমাটোগ্রাফীর জন্য ইশান আরফিন নিতুল নামে একজন ডিরেক্টরের মাধ্যমে মনোনীত করা হয় বাংলাদেশের অভিজ্ঞ সিনেমাটোগ্রাফার ‘রয় সন্দীপ’কে। রয় সন্দীপ যত পরিমাণ পারিশ্রমিক চেয়েছিলেন, সেই পারিশ্রমিক দিতে তারা অক্ষমতা প্রকাশ করায় প্রায় অর্ধেক পারিশ্রমিকেই যথাযথভাবে মিউজিক ভিডিওটির কাজ করে দেন তিনি।

গত ২৮, ২৯ ও ৩০ মে শুটিং হয়েছিল ‘ইতনা দূর’ মিউজিক ভিডিওর। প্রতিদিনের ফুটেজ প্রতিদিনই হস্তান্তর করে দিয়েছেন রয় সন্দীপ। শেষ দিনের ফুটেজ সঙ্গে করে তিনি ফিরে আসেন ঢাকায় এবং টিমকে বলেন- সমস্ত টাকা পরিশোধ করে ফুটেজ নিয়ে যেতে। অতঃপর সমস্ত টাকা পরিশোধ করে ফুটেজ নিয়ে যায় ‘ইতনা দূর’এর সঙ্গে সংশ্লিষ্টরা। এখানেই সব চুকে যেত যদি না অভিনেত্রী সারিকার সাবেক স্বামী মাহিম করিম বাংলাদেশের সঙ্গে এমন ‘মীরজাফর’ বৃত্তি না করতেন। কক্সবাজারকে উপেক্ষা করে মাহিম করিম গণমাধ্যমকে বলে বেড়িয়েয়েছেন- ‘গত মে মাসে ভারতের গোয়া ও মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে ভিডিওটির দৃশ্যায়ন হয়। এটি কোরিওগ্রাফি করেছেন রাহুল সিং’।

ভাবুন একবার! মিউজিক ভিডিওটির লোকেশন তথা শুট হলো বাংলাদেশের কক্সবাজারে, কিন্তু মাহিম করিম বলছেন- ‘ভারতের গোয়া ও মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে নাকি ভিডিওটির দৃশ্যায়ন হয়েছে!

বিষয়টির প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ‘ইতনা দূর’ মিউজিক ভিডিওটির সিনেমাটোগ্রাফার রয় সন্দীপ। তার বক্তব্য থেকে জানা যায়- ‘ইতনা দূর’ মিউজিক ভিডিওর ভিডিও ফুটেজের ব্যাকআপ এখনও রয়েছে তার কাছে। রয় সন্দীপ দুঃখ জড়িত কণ্ঠে জানিয়েছেন- আমি আমার ক্রেডিট নিয়ে ভাবছি না। আমি ভাবছি- আমাদের বাংলাদেশকে কেন বিশ্ব দুয়ারে খাটো করা হলো! কেন কক্সবাজারে শুট করা মিউজিক ভিডিওটিকে ভারতের গোয়া ও মুম্বাই বলে চালিয়ে দেওয়া হলো! আর মাহিম করিম যে বলেছেন- এই মিউজিক ভিডিওর কোরিওগ্রাফার ‘রাহুল সিং’- এই রাহুল সিং এলো কোথা থেকে! ‘ইতনা দূর’ নির্মাণকালীন ‘রাহুল সিং’ নামক কেউই ছিল না।

মাহিম করিম পুরো বাংলাদেশের সঙ্গে কেন এমন প্রতারণা করলেন এবং কেন মিডিয়ায় এমন মিথ্যাচার করে বেড়ালেন- এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। কেন না, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে বর্তমানে রয় সন্দীপের সঙ্গে খুব একটা শোভন আচরণ করছেন না নির্মাতা ইশান আরফিন নিতুল এমন অভিযোগ করেছেন রয়।

যা হোক, মাহিম করিম খাটো করলেন গোটা বাংলাদেশকে। আশ্চর্যের বিষয় হচ্ছে- কিছু মিডিয়া কোনোরূপ যাচাই বাছাই না করেই মেনে নিচ্ছে ‘মাহিম করিম’এর বক্তব্য!

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেটে আবারও বড় মঞ্চে নামছে বাংলাদেশের যুব দল। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ...

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

মিডল-লেগ স্টাম্পে করা তাসকিনের বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন কেচি কার্টি। রানের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে