| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ভিন্নরকম একটি গান গেয়েছি : মমতাজ

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ১৪ ১৫:১১:২৭
ভিন্নরকম একটি গান গেয়েছি : মমতাজ

অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি মুক্তি পাবে আগামী ৪ আগস্ট। ছবি মুক্তি উপলক্ষে আরটিভির কারওয়ানবাজার কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ছবিতে নিজের গান প্রসঙ্গে অনুভূতি প্রকাশ করেন মমতাজ। ছবিতে ‘ফিরবো না ঘরে’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আসিফ ইকবালের কথায় গানটির সুর করেছেন প্রিন্স মাহমুদ। সংবাদ সম্মেলনে ছবির কলাকুশলী নির্মাতা অনিমেষ আইচ, অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, আশনা হাবিব ভাবনা, সংগীতশিল্পী মমতাজ, গীতিকার আসিফ ইকবাল, সুরকার প্রিন্স মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ছবির নায়ক কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

এ ছাড়া নির্মাতা গিয়াসউদ্দীন সেলিম, মোস্তফা সরয়ার ফারুকী, শহিদুল আলম সাচ্চু, হাবিবুল ইসলাম হাবিব, তৌকীর আহমেদ, গাজী রাকায়েতসহ অনেকেই ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন। সংবাদ সম্মলনে সৈয়দ হাসান ইমাম বলেন, ‘শুটিংয়ের আগে অনিমেষের কাছে যখন শুনেছি ছবির একটি চরিত্র আমাকে নিয়ে ভাবা হয়েছে তখন অনেক ভালো লেগেছিল। আশা করছি, ছবিটি দর্শকদের সন্তুষ্ট করবে।’

খায়রুল আলম সবুজ বলেন, ‘ছবিতে আমার রিকশা চালানোর একটি দৃশ্য আছে। এই দৃশ্য করার সময় একজন পথচারী আমাকে ঠিকমতো দেখার আগেই আমার রিকশায় উঠতে চেয়েছিলেন। পরে অবশ্য তাঁর ভুল ভাঙে এবং আমাকে দেখে তিনি উচ্ছ্বসিত হন। যাহোক ছবিটির শুটিং আমরা খুব যত্ন নিয়ে করেছি। দর্শক নিরাশ হবেন না।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘অনিমেষ এবং আমি একই সময়ে কাজ শুরু করেছি। আমাদের সময়ে নিজস্ব স্টাইলে দর্শকদের জন্য যেসব পরিচালক কাজ করতেন তাঁদের মধ্যে অন্যতম হলেন অনিমেষ আইচ। দর্শকরা যাতে তাঁর ছবিটি দেখতে হলমুখী হন, এই প্রত্যাশা করছি।’

নির্মাতা গিয়াসউদ্দীন সেলিম ও তৌকীর আহমেদ ছবিটির জন্য শুভকামনা জানান। সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণও জানান তাঁরা।এদিকে, নির্মাতা অনিমেষ আইচ উপস্থিত সাংবাদিকদের ছবির ভালো-মন্দ লেখার জন্য আহ্বান করেন। তবে তিনি ছবি মুক্তির এক সপ্তাহ পর ছবির পর্যালোচনা করার জন্য সবাইকে অনুরোধ করেন। ছবির মিডিয়া পার্টনার হওয়ার জন্য আরটিভিকে ধন্যবাদ জানান তিনি।

অনিমেষ আইচ আরো বলেন, ‘আমার ছবিতেও অনেক ভুল থাকতে পারে। আমি অন্য সব পরিচালকের মতো সমালোচনা নিতে পারি তবে সেটা ছবি মুক্তির কিছুদিন পর হলে ভালো হবে।’

অন্যদিকে, ছবির অভিনেত্রী ভাবনা জানান, তাঁর প্রথম অভিনীত ছবির সংবাদ সম্মলেনে এসে তিনি অনেক উচ্ছ্বসিত। এর কারণ ব্যাখা করে তিনি বলেন, ‘অনেক গুণী নির্মাতা ও অভিনয়শিল্পীরা আমার ছবির জন্য শুভকামনা জানিয়েছেন এবং সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’

ক্রিকেট

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের: দ্বিতীয় সেশনে লড়াইয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের: দ্বিতীয় সেশনে লড়াইয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টে দ্বিতীয় সেশন শেষে ...

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

মিডল-লেগ স্টাম্পে করা তাসকিনের বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন কেচি কার্টি। রানের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে