পূর্ণমন্ত্রী হচ্ছেন ৩ জন, প্রতি-উপমন্ত্রী হচ্ছেন ৫ জন
তবে সরকার ও আওয়ামী লীগের হাইকমান্ডের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসেই তা কার্যকর করার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে নতুন মুখ হিসাবে সরকারের সাবেক ৩ জন মন্ত্রীকে বিবেচনায় আনা হচ্ছে। এছাড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী করার ক্ষেত্রে ক্লিন ইমেজের তরুণ এমপিদের বিবেচনা করা হচ্ছে।
মন্ত্রিসভায় নতুন কারা আসতে পারেন এ নিয়েও চলছে দলের ভিতরে বাইরে বিস্তর আলোচনা। তবে প্রধানমন্ত্রী ও সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে জানা গেছে, মন্ত্রিসভায় রদবদলের ক্ষেত্রে অপেক্ষাকৃত তরুণ ও নতুন মুখ আসতে পারে। পাশাপাশি রাজনীতিতে পরীক্ষিতদের মূল্যায়ন করা হতে পারে। সেক্ষেত্রে ৯ম জাতীয় সংসদে আওয়ামী লীগের একজন মন্ত্রীকে ফিরিয়ে আনা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর গুডবুকে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ২ জন সদস্য যারা সাবেক মন্ত্রী ছিলেন।প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন দলের প্রতি অনুগত, অপেক্ষাকৃত তরুণ, মাঠ পর্যায়ে গ্রহণযোগ্য এবং নিজ এলাকায় ব্যাপক জনপ্রিয় যারা নিজেদের ক্লিন ইমেজ নিয়ে আগামী নির্বাচনেও দলকে জিতিয়ে আনতে পারবেন তাদের প্রতি বিশেষ মনোযোগ দেয়া হচ্ছে। এক্ষেত্রে ৫ জন সংসদ সদস্যকে নিয়ে ভাবা হচ্ছে। তাদের মধ্যে দুজন নারী সংরক্ষিত আসনের এমপি রয়েছেন। যারা দল ও তৃণমূলে কাজ করে যাচ্ছেন।
সূত্র আরো জানিয়েছে, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বিবেচনার তালিকায় ঠাঁই পাওয়াদের মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরার একটি আসনের সংসদ সদস্য যিনি তৃণমূল চষে বেড়াচ্ছেন এবং ব্যাপক জনসম্পৃক্ততা রয়েছে। রাজশাহীর নওগার একজন, সিরাজগঞ্জের একজন এবং ফরিদপুরের একজন এমপি যিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন।
সূত্র আরো জানিয়েছে, দুইজন সংরক্ষিত নারী সংসদ সদস্যকে ক্লিন ইমেজে ও দলের জন্য কাজ করার পুরষ্কার হিসাবে মন্ত্রিসভায় আনা হতে পারে। চাঁদপুর এবং জামালপুরের এই দুই সংরক্ষিত নারী এমপিকে উপমন্ত্রী করার চিন্তাভাবনা করছে সরকারের ওপরের মহল।
তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রিপরিষদে পরিবর্তন আসবে। বহুদিন হলো মন্ত্রিপরিষদে রদবদল হয় না। তবে কারা আসবেন, এটা শুধু প্রধানমন্ত্রী বলতে পারেন। তিনি আরও বলেন, মন্ত্রিপরিষদের নতুন সদস্য কারা হবেন, তা এখন বলা সম্ভব নয়। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এক সদস্য পূর্বপশ্চিমকে বলেন, প্রধানমন্ত্রী চান শোকের মাস আগস্টের পরই মন্ত্রিসভায় রদবদল হোক। সর্বশেষ ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা মোটামুটি চূড়ান্ত করে রেখেছি। এ মাসে তো বাজেট অধিবেশন শেষ হচ্ছে। আর আগস্ট মাসে তেমন কিছু করতে চাই না। সেপ্টেম্বরের দিকে বিষয়টা চূড়ান্তভাবে সবার সমানে আনা হবে।
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- IPL নিলামের শর্টলিস্ট প্রকাশ, দেখেনিন বাংলাদেশ থেকে নিলামে যাদের নাম উঠছে
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল