| ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

রাত্রে হঠাৎ ঘুম ভেংগে গেলে এই দোয়াটি পড়ে যা প্রার্থনা করবেন, কবুল হবে ইনশাল্লাহ

২০১৮ সেপ্টেম্বর ০৯ ১৯:০১:২৯
রাত্রে হঠাৎ ঘুম ভেংগে গেলে এই দোয়াটি পড়ে যা প্রার্থনা করবেন, কবুল হবে ইনশাল্লাহ

অর্থ- “একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই; আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্র।

আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। সুউচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। হে রব্ব ! আমাকে ক্ষমা করুন”।

উবাদা ইবনু সামিত (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছে‘ন, “যদি কারো রাত্রে ঘুম ভেঙ্গে যায় অতঃপর সে উপরের যিকিরের বাক্যগুলো পাঠ করে এবং এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দু‘আ করে বা কিছু চায় তবে তার দু‘আ কবুল করা হবে। আর যদি সে এরপর উঠে ওযু করে (তাহাজ্জুদের) সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে।”{সহীহ বুখারী, ১/৩৮৭, নং ১১০৩।}

যে নামাজে মানুষের গোনাহ দূর হয়

হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘ইন্নাল হাসানাতা ইউজহিবনাস সায়্যিআত’ নিশ্চয় নেক কাজ পাপ কাজকে দূর করে দেয়‘। আর দুনিয়াতে নেক কাজসমূহের মধ্যে অন্যতম নেক কাজ হলো ‘নামাজ’।

কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তবে তার সব গোনাহ মাফ হয়ে যায়। হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের ফজিলত ও গোনাহমুক্ত জীবন লাভের এমন দৃষ্টান্তই ঘোষণা করেছেন-

> পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে ফজিলত ঘোষণায় প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেন-

হরজত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমআ থেকে অপর (পরবর্তী) জুমআ পর্যন্ত; এক রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত সব গোনাহের কাফফারা হয়; যদি কবিরা গোনাহসমূহ থেকে বেঁচে থাকা যায়।’ (মুসলিম, মুসনাদে আহমদ)

> পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তি যে গোনাহমুক্ত পূত-পবিত্র থাকে অন্য হাদিসে প্রিয়নবি সে দৃষ্টান্ত বর্ণনা করেন-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সাহাবিদের উদ্দেশ্যে ) বললেন- আচ্ছা বল তো, তোমাদের কারো বাড়ির দরজার কাছে যদি একটি নদী থাকে, আর সে নদীতে (প্রতিদিন) পাঁচবার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে?

সাহাবিগণ উত্তরে বললেন, ‘না’, কোনো ময়লা থাকতে পারে না।

তিনি ( রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, এ হলো পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। এ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীর গোনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দেন।’ (বুখারি, মুসলিম, নাসাঈ, তিরমিজি, মুসনাদে আহমদ, ইবনে হিব্বান, তারগিব)

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, এক লোক এসে বলল, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি ‘হাদ্দ’ যোগ্য-এর কাজ (অপরাধ) করে ফেলেছি। আমার উপর তা (শাস্তি) প্রয়োগ করুন।

বর্ণনাকারী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার অপরাধ সম্পর্কে কিছুই জিজ্ঞেস করলেন না। বরং নামাজের ওয়াক্ত হয়ে গেলে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ আদায় করলেন।

লোকটিও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে নামাজ আদায় করল। তিনি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) নামাজ শেষ করলে লোকটি দাঁড়িয়ে বলল-

‘হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি ‘হাদ্দ’-এর কাজ করেছি। আমার ওপর আল্লাহর কিতাবের নির্দিষ্ট ‘হাদ্দ’ জারী করুন।

উত্তরে তিনি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি কি আমাদের সঙ্গে নামাজ আদায় করনি। লোকটি বলল, ‘হ্যাঁ’, করেছি।

তিনি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, (এ নামাজের মাধ্যমে) আল্লাহ তোমার গোনাহ বা ‘হাদ্দ’ মাফ করে দিয়েছেন।’ (বুখারি, মুসলিম)

সুতরাং নামাজ এমন এক ইবাদত তা আদায় করলে একদিকে যেমন গোনাহ হয় না। আবার গোনাহ হলেও তা নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন।

তাছাড়া নামাজ এমন এক ইবাদত, যা মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা ঘোষণা করেন- ‘নিশ্চয় নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তাওফিক দান করুন। নামাজ আদায়ের মাধ্যমে গোনাহমুক্ত জীবন লাভের তাওফিক দান করুন। আমিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিপিএল বন্ধের পথে : অবশেষে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে যে সিদ্ধান্ত নিলো রাজশাহী

বিপিএল বন্ধের পথে : অবশেষে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে যে সিদ্ধান্ত নিলো রাজশাহী

বিপিএল ২০২৫-এর চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে আজ (বুধবার) এম এ আজিজ স্টেডিয়ামে ...

চরম দু:সংবাদ : মাঝপথেই বন্ধ হয়ে যাচ্ছে বিপিএল

চরম দু:সংবাদ : মাঝপথেই বন্ধ হয়ে যাচ্ছে বিপিএল

বিপিএল-এর (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এবারের আসর নিয়ে বড় সংকট দেখা দিয়েছে। বিশেষ করে, রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ...

ফুটবল

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এসেছে নারী ফুটবল দলের হাত ধরে। ২০২২ সালের ...

মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময় সূচি

মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময় সূচি

সম্প্রতি কঠিন সময় পার করছে ব্রাজিল ফুটবল দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব রীতিমতো ...



রে