| ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

পড়াশোনার ফাঁকে পার্টটাইম জব

লাইফস্টাইল ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ১১ ২০:০৬:১১
পড়াশোনার ফাঁকে পার্টটাইম জব

পড়ালেখার পাশাপশি রোজাগর করার ইচ্ছেটা মাথাচাড়া দিয়ে ওঠে অনেকের। বাবা-মা অনেক সময় পড়ার ক্ষতি হচ্ছে ভেবে আপত্তি করেন। কিন্তু পকেট একটু ভারি রাখতে কার না ইচ্ছা করে। নিজের পকেটমানির জন্য আর কত বাবা-মায়ের কাছে হাত পাতা যায়! আসলে একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নিজেদের চাহিদার পরিমাণও। তাই এর সমাধান হতে পারে পার্টটাইম চাকরি।

কাজের ধরন :

পার্টটাইম জব হয়ে থাকে সাধারণত কলসেন্টার, এনজিও, মিডিয়া, কোচিং সেন্টার, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, নিউজ স্ক্রিপ্ট রাইটার, প্রুফ রিডিং, মেকআপ আর্টিস্ট, মডেলিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন বুটিক হাউস, নামকরা রেস্টুরেন্ট ও চেইন শপগুলোতে। এসব প্রতিষ্ঠানে পার্টটাইম বা চুক্তিভিত্তিক কাজের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানে বিক্রেতা অথবা কাস্টমার সার্ভিসে পার্টটাইম বা চুক্তিভিত্তিক কাজের সুযোগ অনেক। মাসব্যাপী বাণিজ্য মেলা ও বইমেলাসহ এ ধরনের বিভিন্ন আয়োজনেও থাকে পার্টটাইম কাজের সুযোগ। এসব কাজে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারাই অগ্রাধিকার পায় বেশি।

যোগ্যতা :

এসব পদের জন্য ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস। এরপর স্নাতক করছে এমন শিক্ষার্থীদের প্রাধান্য দেয়া হয়। এসব ক্ষেত্রে কাজের মূল বিষয় হলো তথ্য দেয়া। যেমন- ক্রেতা যখন কিছু কিনতে আসেন তখন তাকে সঠিক তথ্য জানানোই হলো গুরুত্বপূর্ণ কাজ। তাই এসব ক্ষেত্রে ধৈর্য ও উপস্থিত বুদ্ধি সবচেয়ে জরুরি। এ ছাড়া বিক্রেতা যদি চৌকস হয়, তার জন্য কাজের ক্ষেত্রটা সহজ হয়ে যায়। কম্পিউটার জ্ঞানকে এখানে প্রাধান্য দেয়া হয়। অনেক বিক্রয় কেন্দ্রে আবার ইংরেজিতে দক্ষতাও চাওয়া হয়। একজন বিক্রেতার প্রধান দায়িত্ব হলো পণ্যের গুণাগুণ সঠিকভাবে ক্রেতার কাছে তুলে ধরা। তাই কাজ শুরুর আগে পণ্য এবং প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এ ছাড়াও সময়জ্ঞান বেশ গুরুত্বপূর্ণ। সময়মতো কর্মক্ষেত্রে উপস্থিত হওয়ায় প্রতিষ্ঠানের প্রতি কর্মীর একাগ্রতা প্রকাশ পায়।

নিয়োগ প্রক্রিয়া :

প্রয়োজন অনুযায়ী পত্রিকা বা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়া হয়। তবে বেশিরভাগ ফ্যাশন হাউসের জন্য তেমন একটা বিজ্ঞাপন দেয়া হয় না। সে ক্ষেত্রে ফ্যাশন হাউসের বিভিন্ন শোরুমে অথবা তাদের প্রধান কার্যালয়ে সিভি দিয়ে রাখলে প্রয়োজন অনুযায়ী নিয়োগ প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হয়। আবার কিছু কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠনের মাধ্যমেও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রয়োজন অনুযায়ী চুক্তিভিত্তিতে নিয়োগ দেয়া হয়ে থাকে।

কাজের সময় :

সাধারণত সময় সকাল ৯টা থেকে বিকাল ৩টা, আবার বিকাল ৩টা থেকে রাত ৯টা। চাইলে যে কেউ এসব জায়গায় ফুলটাইমও কাজ করতে পারেন।

নিয়োগকর্তার চাহিদা :

সুন্দর উপস্থাপনা, ভালো করে কথা বলতে পারা এবং মার্জিত প্রার্থীকেই সাধারণত বাছাই করা হয়ে থাকে। প্রার্থীর মধ্যে অবশ্যই আত্মবিশ্বাস থাকতে হবে এবং যে কোনো সিদ্ধান্ত নেয়ার সময় স্থির হতে হবে। কারণ একটি প্রতিষ্ঠানের বাইরের রূপ হিসেবে কাজ করে তারা। তাদের আচার-ব্যবহার এবং সেবা দেখেই ক্রেতা বা ক্লায়েন্টদের মনে আস্থা তৈরি হয়। তাই এক অর্থে তারাই প্রতিষ্ঠানের অবয়ব।

পরবর্তী সম্ভাবনা :

অনেকে এইচএসসির পর কাজ শুরু করে স্নাতক শেষ হওয়ার পরপরই চাকরি পেয়ে যান। আবার এমন অনেকেই আছেন যারা বিভিন্ন চেইনশপে দীর্ঘদিন কাজ করার পর অনার্স শেষে সে শপেই ফ্লোর ইনচার্জ অথবা ম্যানেজার পদে পদোন্নতি পেয়েছেন।কীভাবে দেবেন সিভি : এসব জায়গায় সিভিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করলে ভালো হয়। যেমন- আপনার উচ্চতা, কাজের অভিজ্ঞতা যদি থাকে, কম্পিউটারে দক্ষতা এবং আপনার ভাষার শুদ্ধ উচ্চারণ ক্ষমতা। আপনি যে স্থানে কাজ করতে চান, তাদের শোরুম অথবা অফিসের ঠিকানায় এক কপি পাসপোর্ট সাইজ ছবিসহ সিভি জমা দিয়ে রাখতে পারেন। খামের ওপর অবশ্যই লিখবেন আপনার কাক্সিক্ষত পদের নাম।

পার্টটাইম কাজের কয়েকটি ক্ষেত্র কলসেন্টার :

বিভিন্ন মোবাইল ও অন্যান্য কলসেন্টারে পার্টটাইম কাজের সুযোগ রয়েছে। এখানে তিন শিফটে কাজ করার সুযোগ আছে। প্রতি শিফট আট ঘণ্টা করে। শিফট শুরু সকাল ৭টা থেকে। এ ক্ষেত্রে নিজের পছন্দমতো শিফট নেয়া যায়। ন্যূনতম যোগ্যতা স্নাতক। সকাল ৭টা থেকে বিকাল ৩টা, বিকাল ৩টা থেকে রাত ১১টা, রাত ১১টা থেকে সকাল ৭টা। কাজ করতে হবে সপ্তাহে ৫ দিন। পার্টটাইম কাজের জন্য ন্যূনতম ছয় হাজার থেকে ১০ হাজার টাকা দেয়া হয়। সবচেয়ে বড় কথা, এ পেশায় আপনি অনেক কিছু শিখতে পারবেন। যোগ্যতাকে কাজে লাগিয়ে বিদেশি কোম্পানিগুলোতেও ভালো বেতনে চলে যেতে পারবেন।

এনজিও :

বাংলাদেশে এনজিওগুলোতে পার্টটাইম জবের রয়েছে বিশাল বাজার। পত্রপত্রিকার মাধ্যমে কিংবা এসব প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে জানা যাবে পার্টটাইম জবের খবর। এনজিওগুলো শিশু, নারী, পরিবেশ, মানবাধিকার ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে। অনেক সময় এনজিওতে পার্টটাইম কাজ করার সুবিধা থাকে। সমাজে প্রতিবন্ধী এবং দুস্থ ছেলেমেয়েদের পড়ানো, হাতের কাজ শেখানো, গান, আঁকা, নাচ, এমনকি ইলেকট্রিক্যাল কাজও শেখানো হয়। এগুলোর মধ্যে কোনো একটা কাজ জানা থাকলেই এদের সাহায্য করা যায়। এ ছাড়া ফিল্ডেও কাজ করতে হতে পারে। সেখানে ঘুরে ঘুরে সমীক্ষা, প্রাথমিক উন্নয়ন, কমবয়সী থেকে বয়স্কদের শিক্ষা, স্যানিটেশন, সেক্স এডুকেশন সবরকম কাজই করতে হতে পারে। প্রথম দিকে টাকা খুব একটা বেশি পাওয়া যায় না। ট্রেনিংয়ের পর কাজের অভিজ্ঞতার সাক্ষ্য হিসেবে সার্টিফিকেট পাওয়া যায়। পরবর্তী সময়ে চাকরি খোঁজার সময় সার্টিফিকেট এবং অভিজ্ঞতা দুই-ই কাজে আসে।

শিক্ষকতা :

এ সময়ের আকর্ষণীয় পার্টটাইম জব হলো শিক্ষকতা। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পার্টটাইম জব করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়, ক্রিয়েটিভ শিক্ষা প্রতিষ্ঠান যেমন- ফ্যাশন ইনস্টিটিউট, ইন্টেরিয়র ইনিস্টিটিউট বা হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে। আর শিক্ষার্থীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় পার্টটাইম জব টিউশন ও কোচিং সেন্টারের শিক্ষকতা। এ ছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পার্টটাইম জবের সুযোগ রয়েছে। পড়ানোর শ্রেণীভেদে বেতন হয় ভিন্ন ভিন্ন। নিজস্ব যোগাযোগই টিউশন পাওয়ার সহজ উপায়। এ ছাড়া কাছের কোচিং সেন্টারে এ ব্যাপারে যোগাযোগ করতে পারেন। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জবের জন্য রেজিস্ট্রার বরাবর যোগাযোগ করতে পারেন।

শপিং সেন্টার :

শপিং সেন্টারে জব বলতে নাম করা রেস্টুরেন্ট, চেইনশপ, ফ্যাশন হাউস, আইটি প্রোডাক্ট শপ, পিৎজাহাট, কেএফসির মতো প্রতিষ্ঠানে বিক্রেতা অথবা কাস্টমার সার্ভিসে পার্টটাইম বা চুক্তিভিত্তিক কাজের সুযোগ অনেক। এ ছাড়া মাসব্যাপী বাণিজ্য মেলা ও বইমেলাসহ এ ধরনের বিভিন্ন আয়োজনেও থাকে পার্টটাইম কাজের সুযোগ। এসব কাজে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পার্টটাইম বা চুক্তিভিত্তিক কাজের সুযোগ রয়েছে। বেতনের সঙ্গে রয়েছে বিক্রির ওপর কমিশন, রয়েছে ওভারটাইম করার সুযোগ। পার্টটাইম জব একদিকে যেমন আপনার পকেটমানির চিন্তা দূর করতে পারে, অন্যাদিকে অভিজ্ঞতাতেও আপনাকে করবে সমৃদ্ধ। এ অভিজ্ঞতাই আপনাকে চাকরির বাজারে এগিয়ে দিতে পারে।

ক্রিকেট

গুজবে কান দেবেন না, ধৈর্য ধরতে বললেন বিসিবি সভাপতি

গুজবে কান দেবেন না, ধৈর্য ধরতে বললেন বিসিবি সভাপতি

বিপিএলের ১১তম আসরে উদ্বোধনী দিনে টিকিট সংক্রান্ত বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ ...

এইমাত্র শেষ হলো বিপিএলে ঢাকা ও রংপুর রাইডার্সের ম্যাচ,জেনেনিন ফলাফল

এইমাত্র শেষ হলো বিপিএলে ঢাকা ও রংপুর রাইডার্সের ম্যাচ,জেনেনিন ফলাফল

কিছু দিন আগেই গ্লোবাল সুপার লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে রংপুর রাইডার্স। সেই দলের বেশিভাগ ...

ফুটবল

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এসেছে নারী ফুটবল দলের হাত ধরে। ২০২২ সালের ...

মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময় সূচি

মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময় সূচি

সম্প্রতি কঠিন সময় পার করছে ব্রাজিল ফুটবল দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব রীতিমতো ...



রে