প্রবাসীদের জন্য সুখবর ইমিগ্রেশনে লেভি পরিশোধের সময় বাড়ালো মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ
অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা বিদেশি শ্রমিকদের বৈধ করতে ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে রি-হায়ারিং প্রকল্প হাতে নেয় দেশটি। এ প্রকল্পের মাধ্যমে নিবন্ধন করে অবৈধ শ্রমিকদের বৈধ করার সুযোগ দেয়া হয়। দফায় দফায় এ প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছিল।
সর্বশেষ ৩০ জুন এ প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। চলতি বছরের ৩০ জুনের মধ্যে অনেক কোম্পানির মালিকপক্ষ শ্রমিকদের লেভি পরিশোধ করতে পারেননি। পরবর্তীতে মালিক পক্ষের অনুরোধে সময় বাড়ানো হয় চলতি মাসের ৩০ আগস্ট পর্যন্ত।
লেভি পরিশোধের সময় বেধে দিলেও ২৪ আগস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষের এক নোটিশে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত লেভি পরিশোধের সময় বাড়ানো হয়েছে। ১৫ সেপ্টেম্বর পরে আর সময় বাড়ানো হবে না বলে জানানো হয়।
যারা ৩০ জুনের মধ্যে বৈধ হতে পারেননি তাদের থ্রি-প্লাস ওয়ানের মাধ্যমে ৩০ আগস্ট পর্যন্ত সময় বেধে দিয়েছে দেশে ফিরে যেতে। এ সময় বাড়ানো হবে কি-না এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।
মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১০ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে প্রায় দুই লাখ কর্মীই অবৈধ। যাদের কোনো বৈধ কাগজপত্র নেই। অবৈধ কর্মীদের বৈধতা দিতেই রি-হায়ারিং প্রকল্প গ্রহণ করেছিল দেশটির সরকার।
রি-হায়ারিং প্রকল্পে নিবন্ধন শেষ ধাপে অবৈধ কর্মীদের বৈধতা দেবে বলেও জানিয়েছিল দেশটি। তবে অনেক বাংলাদেশির পাসপোর্ট ও কাগজপত্র না থাকায় তারা এ সুযোগ নিতে ব্যর্থ হয়েছেন।
তবে অবৈধ বিদেশি অভিবাসীদের বৈধতা নিতে আরেকটি সুযোগ দেয়া হবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। এ সুযোগ কবে নাগাদ আসতে পারে সেটা এখনো পরিষ্কার নয়।
এদিকে অবৈধ বিদেশি শ্রকিদের দেশ ছাড়া করতে প্রতিদিনই চলছে ধরপাকড় অভিযান। যখনই একটা এলাকায় অভিযান চালানো হচ্ছে প্রথমেই বৈধ ও অবৈধ সব বিদেশি শ্রমিককে ধরে এনে খোলা জায়গায় সারি বেঁধে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে।
রোদ হোক বৃষ্টি তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তারপর কাগজপত্র পরীক্ষা করে যারা বৈধ তাদের ছেড়ে দেয়া হলেও বাকিদের লরিতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাম্পে। কিন্তু কাগজপত্র ঠিক থাকুক বা না-থাকুক, হেনস্তা হতে হচ্ছে সবাইকে।
অভিযোগ রয়েছে, ক্যাম্পে নেয়ার পরও অবৈধ শ্রমিকদের দুর্দশার শেষ হচ্ছে তা মোটেই নয়। ১৪ দিনের মধ্যে আদালতে পেশ করা হলে তাদের যে সাজা হয়, প্রথমে সেই মেয়াদটা জেলে কাটাতে হয়। তারপর যদি তারা দেশে ফেরার টাকা জোগাড় করতে পারেন, তাহলে নিজেকে বিমানের টিকিট কেটে ফেরার ব্যবস্থা করতে হয়।
কিন্তু বাংলাদেশি অনেকেই অভিযোগ করছেন, ৪০০ এর জায়গায় তাদের কাছে ৯০০, হাজার বা তারও বেশি রিঙ্গিত দাবি করা হচ্ছে- যে পরিমাণ অর্থ জোগাড় করার ক্ষমতাই তাদের নেই।
ফলে তারা না-পারছেন মালয়েশিয়া ছেড়ে যেতে, আবার অবৈধ শ্রমিক হিসেবে সে দেশে থেকে গেলেও হেনস্তা হতে হচ্ছে পুলিশ ও ইমিগ্রেশন বিভাগের হাতে। সব মিলিয়ে এক দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছেন সেখানকার হাজার হাজার বাংলাদেশি শ্রমিক। প্রতারণা যেন পিছু ছাড়ছে না হতভাগ্য বাংলাদেশিদের
এদিকে প্রতারণা অন্য দিকে হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছে অভিযোগকারী বাংলাদেশি মোহাম্মদ আলমগীর। গত ১২ আগস্ট মালয়েশিয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যাপক দুর্নীতির অভিযোগ প্রকাশ করেন বাংলাদেশিরা।
মোহাম্মদ আলমগীর সংবাদ সম্মেলনে জানান, জনপ্রতি মালয়েশিয়ান রিংগিত ৭ হাজার ২০০ থেকে আট হাজার পর্যন্ত অর্থ আদায় করলেও মালয়েশিয়ায় বৈধতা না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ২৭০ জন শ্রমিক। ২৭০ শ্রমিকদের কাছ থেকে ১.৮ মিলিয়ন রিংগিত অর্থ হাতিয়ে নিয়েছে মালয়েশিয়ান এজেন্ট।
আলমগীর আরও জানান, বর্তমান অভিবাসন বিভাগের বেঁধে দেয়া সময় ৩০ আগস্টের মধ্যে অবৈধ শ্রমিকদের মালয়েশিয়া থেকে চলে যাওয়ার কথা বলা হয়েছে। তা বারংবার এজেন্টকে বললেও সে কোনো কর্ণপাত না করে আরও হুমকি দিয়ে বলে চলে যেতে।এ ব্যাপারে আলমগীর বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এদিকে যেখানে সেখানে গড়ে ওঠা কিছু দালাল অফিস ট্রাভেল পারমিট করে দেয়ার নাম করে শ্রমিকদের হাজার হাজার রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে ট্রাভেল পাস পেতে ভোগান্তির শিকার হচ্ছেন শ্রমিকরা।
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- 2025 IPL নিলাম: অবিশ্বাস্যভাবে এইমাত্র শেষ হলো মুস্তাফিজের নিলাম, দেখেনিন সাকিবের অবস্থান
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- IPL 2025 নিলামে নতুন চমক: আকাশ ছোয়া মুল্যে দল পেলেন মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- IPL 2025 নিলাম : এইমাত্র শেষ হলো সাকিবের নিলাম
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- চলছে IPL নিলাম : আকাশ ছোয়া মূল্যে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ, দেখেনিন নাহিদ রানার অবস্থান
- চলছে IPL নিলাম, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান ও এখন পর্যন্ত দল পেলেন যারা
- ব্রেকিং নিউজ :শেষ হলো সাকিব, রিশাদ ও মুস্তাফিজের নিলাম, দেখেনিন লিটন দাস ও তাওহীদ হৃদয়ের অবস্থান
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- 2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ