পাগলাটে ম্যাচে পিএসজির দারুণ জয়

তবু পয়েন্ট খোয়ানোর শঙ্কায় পড়েছিল পিএসজি। দুই গোলে এগিয়ে থাকার পরও সহজে জিততে পারেনি তারা। গতকাল ফ্রেঞ্চ লিগ ওয়ানের পাগলাটে ম্যাচে নিমসের বিপক্ষে পিএসজি জিতেছে ৪-২ গোলে। দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল টমাস টুখেলের দল। চার ম্যাচে ১২ পয়েন্ট তাদের।
মৌসুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে পিএসজি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দুর্দান্ত যাত্রার নায়ক ‘এমএনসি’ ত্রয়ী। মাঠে নামলেই গোল করবেন এমন পণই বোধহয় করেছেন তারা। নেইমার চার ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন। এমবাপ্পে কাঙ্ক্ষিত ঠিকানায় বল পাঠিয়েছেন পরপর তিন ম্যাচে। মাঠে ফিরে টানা দুই ম্যাচে জালের ঠিকানা খুঁজে নিয়েছেন কাভানিও। অবিশ্বাস্য বটে!
তবে টানা নিশানাভেদ না করলেও শনিবার অবিশ্বাস্য এক গোল ডি মারিয়াকে রাখল পাদপ্রদীপে। তার দুর্দান্ত ঘূর্ণি কিকে চূর্ণ হয় নিমসের রক্ষণদূর্গ। আর্জেন্টাইন উইঙ্গারের কর্নার কিকটা ঠেকাতেই পারলেন না স্বাগতিক গোলরক্ষক। বল জড়িয়ে যায় জালে। ম্যাচের ৪০ মিনিটের মধ্যে এটা পিএসজির দ্বিতীয় গোল (২-০)। এর চার মিনিট আগে অতিথিদের লিড এনে দেন নেইমার (১-০)।
দুই গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে পিএসজি। বিরতির পর মাঠে নেমেই বদলে যায় নিমস। পিএসজির রক্ষণদূর্গে সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়ে স্বাগতিক শিবির। আট মিনিটের ব্যবধানে পিএসজিকে দুটি গোল ফিরিয়ে দেয় তারা। ৬৩ মিনিটে ববিচন গোল করার পর পেনাল্টি থেকে স্কোর লাইন ২-২ করেন সাভানিয়ের।
রীতিমতো পয়েন্ট খোয়ানের শঙ্কায় পড়েছিল পিএসজি। দুই গোল হজমের পর ঘুম ভাঙে পিএসজির। জ্বলে ওঠেন এমবাপ্পে। ৭৭ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন রাশিয়া বিশ্বকাপের সেরা তরুণ (৩-২)। টানা তৃতীয় ম্যাচে গোল করা এমবাপ্পের উচ্ছ্বাসটা বাতাসে মিশে গেছে ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখায়।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মধ্য মাঠে এমবাপ্পেকে মারাত্মক ট্যাকল করে বসেন সাভানিয়ের। তাতে বেশ কয়েকবার মাটিতে গড়াগড়ি খেতে হয়েছে ফরাসি সেনসেশনকে। তাতেই ভেঙে যায় এমবাপ্পের ধৈর্যের বাঁধ। মাটি থেকে উঠেই সাভানিয়ের ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। পরিণাম- দুজনকেই লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন রেফারি। এর মিনিট দুয়েক আগে পিএসজির পক্ষে চতুর্থ গোলটি করেছেন কাভানি (৪-২)।
ছয় গোলের ম্যাচের ৬১ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল পিএসজি। তবে বলের দখল কম নিয়েও দুর্দান্ত খেলেছে নিমস। প্যারিসের ক্লাবটিকে কাঁপিয়ে দিয়েছিল তারা। এদিন পিএসজির রক্ষণে ১৪টি শট নিয়েছে নিমস। যেখানে পিএসজির শট তার অর্ধেক! হারলেও নিমস কতটা লড়াকু ফুটবল খেলেছে সেটা বুঝিয়ে দিচ্ছে এই তথ্যটাই।
- কমলো সয়াবিন তেলের দাম, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- এক খবরেই পাল্টে গেলো পেঁয়াজের দাম
- স্বর্ণের দাম নিয়ে যে ভবিষ্যদ্বাণী
- চরম দু:সংবাদ : ফেরত পাঠানো হল ৩১ প্রবাসী বাংলাদেশিকে
- হাসিনার মন্ত্রী-এমপিরা এত সাহস পাচ্ছেন কোথা থেকে
- ১০ মিনিটের শক্তিশালী বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড যে উপজেলা
- ভয়াবহ বিপদে ‘কাউয়া’ কাদের, এবার পালাবেন কোথায়
- চরম দু:সংবাদ : সৌদিতে ৬০ হাজার বাংলাদেশি আটক
- স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হলো জানেন
- এক ঘোষণাতে অস্থির পেঁয়াজের বাজার
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- ছুটি ও বেতন ইস্যুতে বড় সুখবর
- আজকের সৌদি রিয়াল রেট (২১ এপ্রিল ২০২৫)
- শিক্ষকদের জন্য বড় সুখবর: বাড়ছে...
- নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ