| ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশকে অনেক ‘অপ্রিয় সত্য’জানিয়ে দিল শ্রীলঙ্কা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ আগস্ট ৩১ ০০:৩১:০৩
বাংলাদেশকে অনেক ‘অপ্রিয় সত্য’জানিয়ে দিল শ্রীলঙ্কা

এখনো যে দু-একটা দেশ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে আছে, এই দলগুলোর মধ্যে একটি শ্রীলঙ্কা। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২০০ তে অবস্থান করা লঙ্কানদের বিপক্ষে দেখা গিয়েছে হতশ্রী এক বাংলাদেশকে। প্রথমবারের মতো দেশের মাটিতে লঙ্কানদের বিপক্ষে শুধু হারই নয়, ম্যাচের পারফরম্যান্সের কাটাছেঁড়া বিশ্লেষণ করতে গিয়ে বের হয়ে এসেছে আরও কিছু সত্য। এই সত্য মানছেন বাংলাদেশ কোচ জেমি ডেও।

বাস্তবের মাটিতে পা রাখাএশিয়ান গেমসে তরুণেরা কাতারকে হারিয়েছেন, ড্র করেছেন থাইল্যান্ডের সঙ্গে, সঙ্গে সঙ্গে সাফ নিয়ে আশার বেলুনটা ফুলে গিয়েছিল। কাতার-থাইল্যান্ডকেই যদি হারানো যায়, সার্কভুক্ত দেশগুলোর বিপক্ষে জয় কোনো ব্যাপার না! জেমি ডে বারবারই সেই আশায় রাশ টানতে চেয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে কালকের হারটা এক দিক থেকে তাই জেমি ডের কাছে মন্দের ভালো। তাঁর চোখে সাফ নিয়ে আশার বেলুনটা এখন আর অযথাই ফুলতে থাকবে না, ‘হারটা সাফের আগে আমাদের জন্য একটু পিছিয়ে পড়াও। তবে এক দিক থেকে ভালোই হলো। সবাই একটু বেশিই আশাবাদী হয়ে পড়ছিল। আমরা কোথায় আছি, সেটা আমাদের বুঝতে হবে। আমরা হঠাৎই সাফে গিয়ে সেটা জিতে ফেলব, এমন ভাবাটা বাড়াবাড়ি হয়ে যেত। তিন-চার ম্যাচে ভালো করেই আমরা সাফের সেরা দল হয়ে যাইনি।’

তরুণেরাই ভরসাশ্রীলঙ্কা ম্যাচের আগেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটা কথা শোনা গিয়েছে, ‘এশিয়ান গেমস আর সাফের খেলা এক নয়।’ সাফে তরুণদের খেলানো ঠিক হবে না, এটাই ছিল পরোক্ষভাবে তাঁদের বার্তা। কিন্তু কাল মামুনুল ইসলামের নেতৃত্বে অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হারের পর একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে, এশিয়াড মাতানো সাদ উদ্দিন, মাহবুবুর রহমান সুফিলের মতো তরুণদের ওপরেই সাফে ভরসা রাখতে হবে। যারা কিনা পুরো ৯০ মিনিট এক ধাঁচে দৌড়াতে পারেন, হারার আগ পর্যন্ত না হারার মানসিকতা নিয়ে খেলতে পারেন প্রতিপক্ষের ওপর চোখে চোখ রেখে। তাই তো এশিয়াডে খেলা সেরা একাদশটায় সাফের ভরসা বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ কোচ। যে দলে আছেন তিনজন অভিজ্ঞ ফুটবলার গোলরক্ষক আশরাফুল রানা, সেন্টারব্যাক তপু বর্মন ও মিডফিল্ডার জামাল ভূঁইয়া।

অভিজ্ঞদের নিয়ে ভাবার সময় এসেছে বাংলাদেশের বিপক্ষে কাল মাঠে নামার আগে শ্রীলঙ্কা শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ২০১৬ সালের ১১ সেপ্টেম্বর ম্যাকাওয়ের বিপক্ষে এএফসি সলিডারিটি কাপে। একেবারেই আনকোরা তরুণদের নিয়ে প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমেই লঙ্কানরা হারিয়ে দিল মামুনুল ইসলাম, নাসিরউদ্দীন চৌধুরী, ফয়সাল মাহমুদদের নিয়ে গড়া অভিজ্ঞ বাংলাদেশকে। সাফের জন্য একাদশ ও ২০ সদস্যের দল চূড়ান্ত হওয়ার পরীক্ষার ম্যাচে শুধু হারই নয়, মামুনুলরা ম্যাচের পরতে পরতে দেখিয়ে দিয়েছেন জাতীয় দলকে তাঁদের আর দেওয়ার কিছুই নেই। না হলে ম্যাচ শেষে কোচকে কী আর বলতে হয়, ‘কিছু খেলোয়াড় আমাকে খুবই হতাশ করেছে। এখন আমার দল গঠন করাটা সহজ হয়ে গেল।’ বোঝাই যাচ্ছে অনেক ‘সিনিয়র’ খেলোয়াড়ের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে এই হারে।

দুর্বল রিজার্ভ বেঞ্চশ্রীলঙ্কা ম্যাচের আগেও শোনা গিয়েছে ২০ সদস্যের দল চূড়ান্ত করতে গিয়ে মধুর সমস্যায় পড়তে হচ্ছে কোচকে। এশিয়াডে তরুণদের ভালো করাদের প্রাধান্য দেওয়া হবে, নাকি দেওয়া হবে অভিজ্ঞতার গুরুত্ব। কিন্তু এখন ২০ জন পাওয়াই কঠিন! লঙ্কানদের বিপক্ষে প্রমাণ হয়ে গিয়েছে এশিয়াডের একাদশের বাইরে থাকা অবশিষ্ট খেলোয়াড়েরা ম্যাচ ফিটনেসে অনেকে পিছিয়ে। এশিয়াডে গোলরক্ষক আশরাফুল রানা যেমন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন, সে হিসেবে শহিদুল আলম সোহেল বিকল্প হওয়ার মতো নয়। রাইটব্যাক বিশ্বনাথ বা সেন্টারব্যাক তপু বর্মনের বিকল্পও দেখা গেল না গতকাল। মাঝমাঠে জামাল ভূঁইয়া ও আতিকুর রহমান ফাহাদের ধারেকাছেও মনে হয়নি মামুনুল বা সোহেল রানাকে। এ ছাড়া ফরোয়ার্ড লাইনে বিপলু আহমেদ, সাদ উদ্দীন ও মাহবুবুর রহমান সুফিলদেরও বিকল্প নেই। এতেই প্রমাণিত হয় রিজার্ভ বেঞ্চের দুর্বলতা নিয়ে সাফ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

গোলদাতার অভাবজাতীয় দলের স্ট্রাইকার সমস্যা নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু কাল শাখাওয়াত রনি বা নাবীব নেওয়াজ যা খেলেছেন, তা দেখে হা-হুতাশ বাড়া ছাড়া কিছুই করার নেই। গোলরক্ষকের পরীক্ষা নেওয়া দূরের কথা, ম্যাচে একটিবারের জন্যও প্রতিপক্ষ রক্ষণভাগে কাঁপুনি ধরাতে পারেননি তাঁরা। প্রশ্নটা উঠেই যাচ্ছে, সাফে গোল এনে দেবে কে বা কারা? এশিয়াডে থাইল্যান্ডের বিপক্ষে গোল করা সুফিলের ওপর হয়তো ভরসা রাখতে চাইবেন কোচ। এশিয়াডে অনেক গোলের সুযোগ মিস করলেও গোল করার জন্য অন্ধের যষ্টি এই তরুণই। কিন্তু একা তো আর একজন সব সময়ই ম্যাচ জিতিয়ে দিতে পারবেন না। সুফিলের সঙ্গে দলের ত্রাতা হয়ে উঠুক অন্যরাও।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

এইমাত্র পাওয়া গেলো তামিমের ফিটনেস পরিক্ষার রেজাল্ট,তবে কি জাতিয় দলে খেলতে পারবেন তামিম

এইমাত্র পাওয়া গেলো তামিমের ফিটনেস পরিক্ষার রেজাল্ট,তবে কি জাতিয় দলে খেলতে পারবেন তামিম

আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ভার্সনে খেলতে দেখা যাবে তামিম ইকবালকে। এই টুর্নামেন্টে খেলার ...

আইপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা জায়গা না পাওয়ার যে কারন জানালো বিসিবি

আইপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা জায়গা না পাওয়ার যে কারন জানালো বিসিবি

ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তাদের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে