| ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কে হবেন বঙ্গবন্ধু?

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ আগস্ট ২৮ ১৮:৫২:২০
কে হবেন বঙ্গবন্ধু?

সবচেয়ে বড় কথা, এই ছবির প্রধান চরিত্রে- অর্থাৎ বঙ্গবন্ধুর নামভূমিকায় কে অভিনয় করবেন, তা চূড়ান্ত করার জন্য বঙ্গবন্ধুর দুই কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার দিকে সবাই তাকিয়ে আছেন।

চলচ্চিত্রটির পাণ্ডুলিপিরও অনুমোদন দেবে বঙ্গবন্ধুর পরিবার। সঠিক ইতিহাস তুলে ধরতে বাংলাদেশের পক্ষ থেকে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল কাজ করবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

কিন্তু কাকে পছন্দ করতে পারে বঙ্গবন্ধুর পরিবার? সাধারণের চাওয়া, বঙ্গবন্ধুর সঙ্গে মানানসই কোনও ডাকসাইটে অভিনেতাকে যেন পছন্দ করা হয়। তিনি ভারতীয় হবেন না বাংলাদেশি, বাঙালি না অবাঙালি সেগুলো বিবেচনা করা কি খুবই গুরুত্বপূর্ণ?

ভারতীয়দের জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে অনেক চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। তবে সবচেয়ে বেশি সমাদৃত ও জনপ্রিয় চলচ্চিত্রটি বিদেশি চলচ্চিত্রকার রিচার্ড অ্যাটেনবার্গ নির্মাণ করেছিলেন। তবে শ্যাম বেনেগাল কেন বাংলাদেশিদের জাতির জনককে নিয়ে ভালো ছবি বানাতে পারবেন না? সে ছবিতে অভিনয় করেছেন বিখ্যাত হলিউড অভিনেতা বেন কিংসলে। এখানে সমলোচনার কোন সুযোগ নেই।

‘গান্ধী’ নামের সে ছবি নির্মাণে এখনো বলিউডের অন্যতম সেরা ছবি। অনবদ্য অভিনয় করেছেন বেন কিংসলেও। তাছাড়া বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করার মতো বাংলাদেশে এমন অভিনেতা এখন নেই বললেই চলে।

বছর দশ-বারো আগে লন্ডন প্রবাসী লেখক- সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী বঙ্গবন্ধুর ওপর একটি সিনেমা তৈরির উদ্যোগ নিয়েছিলেন। নানা কারণে সে ছবি আলোর মুখ দেখেনি। সে সময় না কি শেখ হাসিনার পরামর্শক্রমেই নামভূমিকায় বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনের কথা ভাবা হয়েছিল।

এর প্রধান কারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবের জলদগম্ভীর গলার সঙ্গে না কি বচ্চনের বিখ্যাত ব্যারিটোন কণ্ঠস্বরের দারুণ মিল পাওয়া যায়। বিশেষ করে যারা সরাসরি বঙ্গবন্ধুর ভাষণ এবং বচ্চনের গলা দুটোই শুনেছেন। তারাও কয়েকজন নাকি সে সময় এমন মত দিয়েছিলেন।

সমস্যা হলো, এর মধ্যে বচ্চনের বয়স বেড়ে গেছে অনেকটাই। তার বর্তমান বয়স ৭৫ বছর। এই বয়সে বিখ্যাত এমন মানুষের নামভূমিকায় অভিনয় করতে তিনি কী রাজি হবেন, তা নিয়ে সংশয় আছে সরকারি কর্মকর্তাদের মধ্যেই।

তাছাড়া তিনি ডাবিংয়ের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। নিজে বাংলা বলতে সাবলীল নন, তিনি কি চাইবেন বাঙালির শ্রেষ্ঠ নায়কের ভূমিকায় অভিনয় করতে? বছর দশ-বারো আগে তবুও হয়তো অমিতাভ বচ্চন এই রোলে অটোমেটিক চয়েস হতেন, কিন্তু এখন এই ছবির জন্য ভারত ও বাংলাদেশ সরকারকে সম্ভবত অন্য কাউকে খুঁজে বের করতে হবে।

শুধু বঙ্গবন্ধুর ওপর মেগা-মুভিই নয়, ২০২১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতে ভারত ও বাংলাদেশ- দুই সরকার মিলে একটি তথ্যচিত্রও নির্মাণ করতে চলেছে। তবে সেটা কাহিনিচিত্র নয় ডকুমেন্টারি বা তথ্যচিত্র হিসেবে তৈরি হবে। ফলে সেই ছবিতে মূলত যুদ্ধের সময়কার ফুটেজ, ভাষণ, আর্কাইভ মেটেরিয়াল ও সংশ্লিষ্টদের সাক্ষাৎকার থাকবে।

প্রামাণ্য চিত্র বা ডকুমেন্টারিতে বঙ্গবন্ধুর ভূমিকায় কোনও অভিনেতাকে সম্ভবত নেওয়ার দরকার পড়বে না। মুক্তিযুদ্ধের একটি প্রামাণ্য দলিল হিসেবে এই ছবিটিরও গুরুত্ব কম নয়।

বাংলাদেশ ও ভারতের অগণিত বঙ্গবন্ধু অনুরাগী অসীম আগ্রহে অপেক্ষা করছেন বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করার জন্য দুই দেশের সরকার শেষ পর্যন্ত কাকে বেছে নেন, সেই দিকে। আর এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বা কী রায় দেন সেটিও বেশ গুরুত্বপূর্ণ।

ক্রিকেট

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি

নিজস্ব প্রতিবেদক: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল। তবে শুরুতেই ধাক্কা খায় তারা। ...

কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নিজেদের ম্যাচটা হেরে গিয়েও বাংলাদেশ ছিটকে যায়নি বিশ্বকাপের দৌড় থেকে। পাকিস্তানের বিপক্ষে ৭ ...

ফুটবল

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

মারাত্মক ফাউল করেও বড় শাস্তি পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ডকে মাত্র এক ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে