বিনোদনের নতুন দুই ‘কনটেন্ট’
‘আয়নাবাজি’ চলচ্চিত্র নির্মাণ করে আলোচিত নির্মাতা অমিতাভ রেজাও হাত দিয়েছেন ওয়েব সিরিজে। ‘ঢাকা মেট্রো গ-৯১০৬’ ওয়েব সিরিজটির প্রথম মৌসুম নির্মাণ শুরু হয় গত বছরের ডিসেম্বরে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুটিং হয়েছে এটির। বাংলাদেশে ওয়েব সিরিজের সম্ভাবনা নিয়ে অমিতাভ রেজা বলেন, ‘এটা খুবই ভালো। আমি খুবই আশাবাদী। নিজের গল্প বলার জন্য সবচেয়ে ভালো এবং একটা নতুন “স্পেস”। এ সময় এটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম।
বাজেট, পছন্দ, স্পনসরের কোনো চাপ নেই। নতুন মাধ্যম, সুতরাং নতুন শিল্পীও তৈরি হচ্ছে। অভিনয়শিল্পীরাও এটার ওপর ভিত্তি করে তৈরি হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো, দর্শকদের এখানে কী দেখব, কী দেখব না, তা পছন্দ করার সুযোগ আছে। দর্শকের ওপর কোনো কিছু চাপানো হচ্ছে না। আরেকটা ব্যাপার হলো, এর সঙ্গে নির্মাতা ও দর্শকের সরাসরি সম্পর্ক। মাঝখানে যে সিন্ডিকেটের একটা ব্যাপার থাকে, সেটি কিন্তু নেই।’
এই মুহূর্তে বাংলাদেশে ঠিক আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজ তৈরির জন্য আরও অনেক পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন ‘কালি’ ওয়েব সিরিজের নির্মাতা অমিত আশরাফ। তাঁর মতে, এটি আলাদা মাধ্যম। এর আলাদা ভাষা আছে। এটি টেলিভিশন নাটকের মতো নয়। সুতরাং পরিচালক থেকে শুরু করে লেখক, অভিনেতা, প্রযোজনাসংশ্লিষ্ট সবাইকে বিষয়টি বুঝে আগাতে হবে। তবে বাংলাদেশে এর সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে বলে মনে করেন তিনি।
বেশ কিছু ওয়েব ফিকশন ও সিরিজ তৈরি করেছেন পরিচালক মাবরুর রশীদ। তিনি বলেন, মানুষ চাপিয়ে দেওয়া কোনো কিছু নিতে চায় না। টেলিভিশনে ইচ্ছা করলেই অন্য কিছু দেখার সুযোগ নেই। অনলাইনে দর্শকের পছন্দ করার সুযোগ আছে। সেই সূত্র ধরে ওয়েব সিরিজ নতুন একটা মাধ্যম হিসেবে বাংলাদেশে উঠে আসছে। ওয়েব সিরিজ নতুন মাধ্যম হিসেবে ভালো। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজ তৈরি হয়নি। সামনে হবে।
‘ডিটেকটিভ লাভলু মিয়া’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিনেতা আজাদ আবুল কালাম। একটি ওয়েব সিরিজ লেখারও দায়িত্ব পেয়েছেন তিনি। লেখক ও অভিনেতা হিসেবে নতুন এই মাধ্যমকে কীভাবে দেখছেন তিনি? আজাদ আবুল কালাম বলেন, ‘আমার মনে হয় এটা একটা ইতিবাচক দিক। কারণ হচ্ছে, এখন টেলিভিশনের থেকে ইউটিউবে মানুষ বেশি কনটেন্ট দেখে। তার মানে হচ্ছে, অনলাইনে যেসব জিনিস চলে, তার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। ওয়েব সিরিজ হচ্ছে। এই মাধ্যমটা ভালো। কর্মক্ষেত্র হিসেবেও একটা জায়গা বাড়ল, সেটা ভালো।’
ওয়েব সিরিজের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও বেশ জনপ্রিয়তা পাচ্ছে দর্শকের কাছে। ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে নানা অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হচ্ছে। বিভিন্ন সামাজিক ইস্যুকে কেন্দ্র করে এসব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর প্রবণতা দেখা যায়। তবে সম্প্রতি বাণিজ্যিকভাবেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বা স্বল্পদৈর্ঘ্যের সিরিজ তৈরি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে কেন্দ্র করে। একটা বিষয় পরিষ্কার থাকা দরকার, আগেও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হতো, তবে তা কেবল বিদেশি উৎসবগুলোতে দেখানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল।
‘শহরের শর্টস’, ‘প্রজন্ম টকিজ’, ‘ইতি তোমারই ঢাকা’ প্রকল্পের আওতায় বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরির খবর পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন দিবস ও ইস্যুভিত্তিক একক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও তৈরি হচ্ছে। ‘শহরের শর্টস’ প্রকল্পের তত্ত্বাবধানে ছিলেন নির্মাতা আদনান আল রাজীব। বাণিজ্যিকভাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রবণতা নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, কাজে বেশি ব্যস্ত হয়ে পড়ায় মানুষের ধৈর্য কমে গেছে। তাই ভালো হয় যদি কনটেন্ট ছোট করে দেখানো যায়। ফলে কনটেন্টের একটা ফর্মও তৈরি হয়েছে। যা স্বল্পদৈর্ঘ্য হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। তবে এটা আগেও ছিল। কিন্তু বাণিজ্যিকভাবে এত বেশি আলোচিত হচ্ছে অনলাইনের কারণে। অনলাইনের সুবিধাটা হলো, যেকোনো জায়গায় বসে যেকোনো সময় ১০ থেকে ১৫ মিনিটের গল্প যেকোনো দর্শক দেখে ফেলতে পারেন।’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেই পরিচিতি পেয়েছেন নির্মাতা ভিকি জাহেদ। মোমেন্টস, অবিশ্বাস, মায়াসহ বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন। তিনি বলেন, ‘এখন এটা একটা আলাদা ইন্ডাস্ট্রির মতোই দাঁড়িয়ে যাচ্ছে। আমি স্বল্পদৈর্ঘ্য বানিয়ে পরিচিতি পেয়েছি। অনেকেই এখন এদিকে এগিয়ে আসছে। এই কনটেন্টটি আলোচনার জায়গা তৈরি করেছে। তাই বলা যায়, এটি একটি গুরুত্বপূর্ণ কনটেন্ট হিসেবে উঠে আসছে ইন্ডাস্ট্রিতে।’
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- 2025 IPL নিলাম: অবিশ্বাস্যভাবে এইমাত্র শেষ হলো মুস্তাফিজের নিলাম, দেখেনিন সাকিবের অবস্থান
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- IPL 2025 নিলাম : এইমাত্র শেষ হলো সাকিবের নিলাম
- IPL 2025 নিলামে নতুন চমক: আকাশ ছোয়া মুল্যে দল পেলেন মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- চলছে IPL নিলাম : আকাশ ছোয়া মূল্যে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ, দেখেনিন নাহিদ রানার অবস্থান
- চলছে IPL নিলাম, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান ও এখন পর্যন্ত দল পেলেন যারা
- ব্রেকিং নিউজ :শেষ হলো সাকিব, রিশাদ ও মুস্তাফিজের নিলাম, দেখেনিন লিটন দাস ও তাওহীদ হৃদয়ের অবস্থান
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- 2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ