| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ট্রাম্পকে রাজি করাতে পারলেন না বিশ্বনেতারা

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ০৯ ১০:২৩:৫২
ট্রাম্পকে রাজি করাতে পারলেন না বিশ্বনেতারা

জার্মানির হামবুর্গ শহরে অনুষ্ঠিত ওই সম্মেলনের শেষ দিনে জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরোধিতা অচলাবস্থা সৃষ্টি করলেও শেষ পর্যন্ত একটি চুক্তিতে সম্মত হয়েছেন রাষ্ট্রনেতারা। চূড়ান্ত বিবৃতিতে বলা হয়েছে, প্যারিস চুক্তির প্রতি অন্য দেশগুলোর অঙ্গীকার বাধাগ্রস্ত না করেই প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশকে প্রত্যাহার করে নিয়েছেন।

আয়োজক শহর হামবুর্গে সহিংস বিক্ষোভের মুখে এ সমঝোতায় আসল অংশগ্রহণকারী ১৯ দেশ। শনিবার সম্মেলনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটি আমরা আমলে নিয়েছি।

অবশ্য জি-২০ সম্মেলনের নেতারা প্যারিস চুক্তি অনুসারে জি-টুয়েন্টি সদস্যরা বৈশ্বিক তাপমাত্রা কমিয়ে আনার বিষয়টিকে অপরিবর্তনীয় বলে উল্লেখ করেছেন।

সম্মেলনের সমাপনী সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল জানান, প্যারিস চুক্তি নিয়ে ট্রাম্পের অবস্থানকে তিনি এখনও নিন্দা জানান এবং অপর ১৯টি দেশ যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করায় তিনি সন্তুষ্ট।

জলবায়ু চুক্তি নিয়ে বিভেদ উঠে আসলেও বাণিজ্য নীতি নিয়ে একমত হয়েছেন সদস্য দেশগুলোর নেতারা। সবগুলো দেশই সংরক্ষণবাদের বিরুদ্ধে কথা বলেছে।

প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তন রোধে ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু পরিবর্তন রোধে একটি চুক্তি করে জাতিসংঘভুক্ত দেশগুলো। এ বিষয়ে এটাই প্রথম কোনো সমন্বিত চুক্তি। এতে বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার কথা বলা হয়েছে। আর এই লক্ষ্যে চুক্তিবদ্ধ দেশগুলো চুক্তিতে কার্বন নিঃস্বরণের মাত্রা কমিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে এই চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তবে ওই চুক্তি মানতে নারাজ বর্তমান মার্কিন প্রশাসন। নীতিগতভাবে রিপাবলিকান দল জলবায়ু পরিবর্তনের বিষয়টি স্বীকার করতে চায় না। এর আগে ট্রাম্প একে ‘ভাওতাবাজি’ বলে আখ্যায়িত করেছেন। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী শিল্পোন্নত দেশগুলো। তারাই সবচেয়ে বেশি কার্বন-ডাই-অক্সাইড নিঃস্বরণ করে। আর এর জন্য ভুক্তভোগী তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলো।

বিশ্বের মোট কার্বন নিঃস্বরণের ৫৫ শতাংশের জন্য দায়ী এই ৫৫ দেশ। পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস নিঃস্বরণে চীনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা জানান, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ২১০০ সালের মধ্যে বিশ্বের শহরগুলোর তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস (১৪ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বেড়ে যাবে বলে। এই শতকের শেষ নাগাদ সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে শীর্ষ ২৫টি শহরে বাড়বে এই তাপমাত্রা, যার মধ্যে আছে ঢাকাও। জনসংখ্যায় বর্তমানে এর বৈশ্বিক অবস্থান ১১তম।

বিজ্ঞানীরা আরও জানান, বিশ্বের মোট ভূখণ্ডের মাত্র এক শতাংশ জায়গা দখল করে থাকা শহরগুলো বিশ্বের মোট পণ্যের ৮০ শতাংশ উৎপাদন করে এবং মোট জ্বালানির ৭৮ শতাংশ ভোগ করে। কয়লা, তেল গ্যাস এবং অন্যান্য জ্বালানি পুড়িয়ে বিশ্বের মোট ৬০ শতাংশ কার্বন-ডাই-অক্সাইড নিঃস্বরণ করে তারা।

ক্রিকেট

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেটে আবারও বড় মঞ্চে নামছে বাংলাদেশের যুব দল। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ...

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

মিডল-লেগ স্টাম্পে করা তাসকিনের বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন কেচি কার্টি। রানের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে