| ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম

কতো বছর সাজা হবে সেই চালকদের?

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ আগস্ট ০২ ১৯:৪১:১৭
কতো বছর সাজা হবে সেই চালকদের?

দুই শিক্ষার্থীকে চাপা দিয়ে হত্যা করার ঘটনায় বাসচালক মাসুম বিল্লাহ, মো. এনায়েত হোসেন, মো. সোহাগ আলী, রিপন হোসেন ও মো. জুবায়েরের অপরাধ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ তিন বছর সাজা হতে পারে। মর্মন্তুদ এ ঘটনায় দায়ের করা মামলা হত্যা নয়, দুর্ঘটনা হিসেবে দণ্ডবিধি ২৭৯ ও ৩০৪ (খ)-তে রেকর্ড করেছে পুলিশ। এসব ধারায় সর্বোচ্চ এই শাস্তির কথা বলা হয়েছে। আইন অনুযায়ী এর বেশি সাজা হওয়ার কোনও সুযোগ নেই।

ঘটনার দিন থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টানা আন্দোলনে অনেকটা অচল হয়ে পড়েছে রাজধানী। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় নিহত মিমের বাবা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি দণ্ডবিধি ২৭৯ ও ৩০৪ (খ) ধারায় রেকর্ড করা হয়েছে। এসব ধারা অনুযায়ী শাস্তি হবে সর্বোচ্চ তিন বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড কিংবা সর্বনিম্ন এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড।

আইন অনুযায়ী দুর্ঘটনার জন্য দণ্ডবিধিতে তিন রকমের বিধান আছে। নরহত্যা হলে ৩০২ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডের সাজা হবে। খুন না হলে ৩০৪ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড হবে। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে ৩০৪ (খ) ধারা অনুযায়ী তিন বছরের কারাদণ্ড হবে। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কাউকে নিহত বা আহত করলে দণ্ডবিধি অনুযায়ী সাজা হবে। কিন্তু এটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তাপস কুমার পাল বলেন, ‘বর্তমানে দুর্ঘটনায় যত মামলা হচ্ছে সবগুলোই দণ্ডবিধি ৩০৪ (খ) ধারায় হচ্ছে। এই মামলায় দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছর সাজা হতে পারে। পাশাপাশি অর্থদণ্ডের বিধানও আছে। এই ধারা জামিন ও আপসযোগ্য। তবে বর্তমানে আমরা জামিন দিই না। পুলিশ চাইলে ৩০২ ধারা অনুযায়ী মামলা রেকর্ড করতে পারে। এই ধারা অনুযায়ী রেকর্ড হয় না বিধায় চালকরা পার পেয়ে যায়। সে কারণেই আজ সড়কের এমন অবস্থা।’

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহান হক বলেন, ‘সড়ক দুর্ঘটনার দুটি ধারায় মামলাটি রেকর্ড হয়েছে। এর মধ্যে প্রধান ধারা হচ্ছে ২৭৯ ও ৩০৪ (খ)। ওই মামলায় ৩০২ ধারায় রেকর্ড করার কোনও সুযোগ নেই। কারণ, এই ধারায় রেকর্ড করতে হলে অবশ্যই সেটায় অভিযুক্ত ব্যক্তির খুনের উদ্দেশ্য থাকতে হবে। খুনের জন্য পরিকল্পনা থাকতে হবে। এক্ষেত্রে এমন কিছু ঘটেনি।’

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘আইন অনুযায়ী সড়ক দুর্ঘটনার মামলাগুলো ৩০২ ধারায় রেকর্ড করতে হবে। অতীতেও এমন হয়েছে। এই ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু চালকদের সংগঠনগুলোর চাপের কারণে সরকার ৩০৪ ধারায় মামলা রেকর্ড করছে। যে কারণে চালকরা একের পর এক দুর্ঘটনা ঘটিয়েই যাচ্ছে।’

তিনি বলেন, ‘এভাবে তাজা প্রাণ ঝরছে, কিন্তু চালকরা সাজা পাবে তিন বছর। এখন কেউ যদি কাউকে গাড়িচাপা দিয়ে খুন করে তাহলে তারও সাজা হবে তিন বছর। এতে চালকরা আশকারা পাবে।’

২০১৫ সালের আগস্টের দিকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দাবির পরিপ্রেক্ষিতে দুর্ঘটনার মামলাগুলো ৩০২ ধারার পরিবর্তে ৩০৪ ধারায় করার সিদ্ধান্ত নেয় সরকার।

প্রসঙ্গত, গত রবিবার বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীকে পিষে মারার ঘটনার প্রতিবাদে পঞ্চম দিনের মতো আজও (২ আগস্ট) হাজার হাজার শিক্ষার্থীর বিক্ষোভে উত্তাল রাজধানীর খিলক্ষেত-উত্তরা এলাকা।

শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জাবালে নূর (ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিবহনের বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের বিচার ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছেন। প্রায় অর্ধশতাধিক স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী সড়কে অবস্থান নেয়ায় খিলক্ষেত থেকে উত্তরায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এছাড়াও বিক্ষোভের কারণে বিমানবন্দর-উত্তরা-আবদুল্লাহপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং কামারপারা-আবদুল্লাহপুর পর্যন্ত ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে যানবাহনের সারি সারি লাইন তৈরি হয়েছে। এককথায়, অচলাবস্থা।

বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল ১০টায় উত্তরা ও খিলক্ষেতে সড়কের বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কয়েকটি গাড়িতে হামলা করে ভাঙচুর চালান। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ করছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা হাইস্কুল, উত্তরা কমার্স কলেজ, উত্তরা কলেজ, টঙ্গী সরকারি কলেজ ও বঙ্গবন্ধু সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও এদের সঙ্গে যুক্ত হয়েছে উত্তরা ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, শান্ত-মরিয়াম ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি ও আইইউবিএটি ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিক্ষোভকারী শিক্ষার্থী বলেন, আমরা সহপাঠী হত্যার বিচার চাই। আমরা রাস্তায় ও গণপরিবহনে নিরাপদে চলার নিশ্চয়তা চাই। আমাদের দাবি বাস্তবায়ন হলেই আমরা ঘরে ফিরে যাব।

এদিকে, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে আজ সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

চলছে আইপিএলের বড় নিলাম। রবিবার প্রথম দিনের নিলাম হয়েছে। সোমবার হবে দ্বিতীয় দিনের নিলাম। প্রথম ...

ipl নিলামের মধ্যেই ক্রিকেট বিশ্বকে অবাক করে ইনিংস ঘোষণা করলো মেহেদী হাসান মিরাজ

ipl নিলামের মধ্যেই ক্রিকেট বিশ্বকে অবাক করে ইনিংস ঘোষণা করলো মেহেদী হাসান মিরাজ

চতুর্থ দিনের শুরুতেই ক্রিকেটবিশ্বকে অবাক করে দিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে