শাহজালালে ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা
সরেজমিনে দেখা যায়, বিমানবন্দর বহির্গমন টার্মিনালে গাড়িতে মালপত্র তোলার জায়গার (ক্যানপি-১ এবং ক্যানপি-২) ভেতরে প্রায় দেড় ফুট উচ্চতার স্টিলের তৈরি প্রতিবন্ধক বসানো হয়েছে। যারা টার্মিনালের ভেতর থেকে মাত্রপত্রবোঝাই ট্রলি নিয়ে আসেন, তাঁদের ওই প্রতিবন্ধক পর্যন্ত এসেই থেমে যেতে হয়। এর বেশি যাতে ট্রলি না নেওয়া যায় তার জন্যই এমন ব্যবস্থা। তবে যাঁদের স্বজনেরা গাড়ি নিয়ে এসেছেন বা বিত্তশালী, তাঁদের এই ঝামেলা নেই। তাঁরা স্বজনদের নিয়ে আসা গাড়িতে কিংবা এয়ারপোর্ট কার রেন্টাল সার্ভিসের গাড়িতে করেই বিমানবন্দর ত্যাগ করছেন। কিন্তু যাঁদের আত্মীয়স্বজন কেউ আসেননি বা এলেও সঙ্গে গাড়ি নেই, তাঁদের মালামাল নিয়ে এমন ঝামেলায় পড়তে হচ্ছে।
বিমানযাত্রীরা বলছেন, টিকিট অনুযায়ী যাত্রীদের ২০ থেকে ৭০ কেজি পর্যন্ত মাল বহনের সুযোগ রয়েছে। হাতে আরও প্রায় ৭ কেজি বহন করা যায়। এ ক্ষেত্রে দীর্ঘদিন পর দেশে ফেরা অনেক প্রবাসীই এই সুযোগ কাজে লাগান। দেশে ফেরার সময় পরিবার-পরিজনের জন্য নিয়ে আসেন নানান উপহার। তাতে ব্যাগ ভারী হয়ে যায়। কিন্তু ট্রলি পার্কিং পর্যন্ত ব্যবহার করতে না দেওয়ায় বিমানবন্দরে নেমেই মালপত্র নিয়ে এমন বিপাকে পড়তে হয় প্রবাসীদের।
দুবাইপ্রবাসী গাজীপুরের লিয়াকত হোসেন বলেন, ‘বাড়ি থেকে লোক আসতে মানা করেছিলাম। পরিকল্পনা ছিল পার্কিং থেকে সিএনজি নিয়ে রেলস্টেশন যাব। তারপর ট্রেন ধরে বাড়ি। এখন মালপত্র নিয়ে বেশ ঝামেলাতেই পড়েছি। দেশে ফিরেই মনটা তেতো হয়ে গেল।’
একই রকম প্রতিক্রিয়া কাতার থেকে আসা চট্টগ্রামের বেলাল খানের। তিনি বলেন, ‘অনেক দিন পরে দেশে ফিরলাম। আত্মীয়স্বজনের জন্য কিছু উপহার এনেছি। এতে লাগেজ বেশ ভারী হয়েছে। কিন্তু এখন তো গাড়ি নিতে হলে বাইরের পার্কিং থেকে নিতে হবে। তাই মালপত্র কাঁধে করেই বের হয়েছি।’
ওমানপ্রবাসী আবদুল হালিম বলেন, ‘দেশে ফেরা প্রবাসী শ্রমিকদের কষ্ট দিতেই এই ব্যবস্থা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কারণ, যাঁদের টাকা আছে তাঁদের এই সমস্যায় পড়তে হয় না। আগে থেকেই গাড়ি নিয়ে তাঁদের জন্য অনেকে অপেক্ষা করে থাকে।’
দেশে ফিরে মালপত্রবোঝাই ট্রলি নিয়ে বিপাকে পড়েন আরেক প্রবাসী আলফাজ মিয়া। স্টিলের প্রতিবন্ধক ডিঙিয়ে ট্রলি বাইরে আনার চেষ্টা করলে আনসার সদস্যদের তোপের মুখে পড়েন তিনি। পরে আলফাজ মিয়া বলেন, ‘তারা আমাদের কামলা মনে করে। নতুন নিয়ম হয়েছে, আমি জানতাম না। বিষয়টি ভালোভাবে বললেই পারত।’
অন্যদিকে এয়ারপোর্ট কার রেন্টাল সার্ভিসের গাড়ি ভাড়া অনেক বেশি বলে অভিযোগ করেন একাধিক প্রবাসী ও তাঁদের স্বজনেরা। তাঁরা বলেন, এয়ারপোর্ট কার রেন্টাল সার্ভিসের গাড়ি নিতে গেলে গন্তব্য অনুযায়ী স্বাভাবিক ভাড়ার চেয়ে দুই-তিন গুণ বেশি ভাড়া দিতে হয়। তাই বাইরের পার্কিং থেকেই গাড়ি বা সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন অনেকে।
এয়ারপোর্ট কার রেন্টাল সার্ভিসের বিভিন্ন গন্তব্যের ভাড়ার তালিকা অনুসারে ঢাকার ভেতরে সবচেয়ে কাছে উত্তরা বা নিকুঞ্জ এলাকায় যেতে এসি মাইক্রো, এসি ট্যাক্সি ও নন-এসি ট্যাক্সির ভাড়া যথাক্রমে ৮০০, ৬৫০ ও ৬০০ টাকা। আর ঢাকার ভেতরে দাউদকান্দি, নরসিংদী, মুন্সিগঞ্জে যেতে এসি মাইক্রো, এসি ট্যাক্সি ও নন-এসি ট্যাক্সির ভাড়া ৪ হাজার, ৩ হাজার ৫০০ এবং ৩ হাজার টাকা নির্ধারিত।
দেশে ফেরা প্রবাসীরা বলছেন, বিমানবন্দর থেকে উত্তরার যেকোনো স্থানে যেতে ২০০ টাকার মধ্যেই সিএনজিচালিত স্কুটার পাওয়া যায়। ট্যাক্সি ভাড়া নিলেও ৩৫০ থেকে ৪০০ টাকা লাগে। অথচ কার রেন্টাল কর্তৃপক্ষ এর তুলনায় বেশি ভাড়া ধার্য করে রেখেছে। ময়মনসিংহ থেকে ভাইকে নিতে আসা এক প্রবাসীর আত্মীয় সিয়াম আহমেদ বলেন, বিমানবন্দর থেকে মহাখালী যেতে এয়ারপোর্ট কার রেন্টাল সার্ভিসে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ টাকা লাগে। অথচ মহাখালী থেকে ময়মনসিংহের বাস ভাড়াই মাত্র ২২০ টাকা।
এসব অভিযোগের বিষয়ে জানতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন, পরে কথা বলবেন জানিয়ে ফোন রেখে দেন। পরে আবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। খুদেবার্তা পাঠানো হলেও তিনি এর কোনো উত্তর দেননি।
তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, যাত্রী সাধারণের সুবিধার্থেই এই ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে একটু অসুবিধা হলেও এটি দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে। তবে কী সুবিধা বাড়ছে, তা আর বলেননি।
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- 2025 IPL নিলাম: অবিশ্বাস্যভাবে এইমাত্র শেষ হলো মুস্তাফিজের নিলাম, দেখেনিন সাকিবের অবস্থান
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL 2025 নিলাম : এইমাত্র শেষ হলো সাকিবের নিলাম
- চলছে IPL নিলাম, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান ও এখন পর্যন্ত দল পেলেন যারা
- চলছে IPL নিলাম : আকাশ ছোয়া মূল্যে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ, দেখেনিন নাহিদ রানার অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- 2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ
- এইমাত্র পাওয়া: অনেক বড় সুখবর পেলো টাইগার স্পিনার রিশাদ আকাশ ছোয়া মূল্যে পেলো দল