| ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

আর কী ফেরা হবে না তাদের?

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুলাই ২৭ ২০:০৬:০৩
আর কী ফেরা হবে না তাদের?

কিন্তু আদৌ কী তারা আর ফিরবেন বড় পর্দায়। এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সিনেমাপ্রেমীদের মনে। আপাতত সেই প্রশ্নের উত্তরটা জানা না গেলেও জেনে নিন এমনই কয়েকজন তারকাদের কথা, যারা একটা সময় রাজত্ব করে এখন প্রজার ভূমিকায় চলে গেছেন।

১. রুবেল:নব্বইয়ের দশকে অ্যাকশন ছবির জয়জয়কার ছিলো ঢাকাই সিনেমাতে। নায়ক জসিমের হাত ধরে সিনেমার অ্যাকশনে এসেছিল বৈপ্লবিক পরিবর্তন। সেই পরিবর্তনের পালে নতুন হাওয়া যোগ করেছিলেন রুবেল। শতাধিক ছবিতে অভিনয় করার পাশাপাশি তিনি এ পর্যন্ত ১৭টি চলচ্চিত্র পরিচালনাও করেছেন। যার প্রায় সবগুলোই হিট। গত বছর সর্বশেষ তাকে দেখা গেছে বড় পর্দায়। কিন্তু তারপর আর কোনো ছবি হাতে নেই তার। অনেকটা অলিখিত বিরতি নিয়েছেন এ নায়ক। মার্শাল আর্টের স্কুল নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা।

২. রিয়াজ:'ও প্রিয়া' ছবির জন্য আজও দর্শকদের মনে দাগ কেটে আছেন জনপ্রিয় এ অভিনেতা। ১৯৯৫ সাল থেকে পর্দায় পদার্পন শুরু। ইন্ডাস্ট্রিকে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন। একটা সময়ে নায়ক রিয়াজের নামে ছবি চলতো। বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান দ্বিতীয় নায়ক হয়ে অভিনয় করেছেন তার সিনেমায়। আজ রিয়াজ সিনেমা ইন্ডাস্ট্রিতে নেই। শোবিজের সঙ্গে যুক্ত থাকলেও অভিনয় করছেন ছোট পর্দায়। মাঝেমাঝে উপস্থাপকের ভূমিকায়ও দেখা যায় এ নায়ককে। ২০১৬ সালের শুরুতে তার অভিনীত ‘সুইটহার্ট’ ও ‘কৃষ্ণপক্ষ’ মুক্তি পেয়েছিল। এরপর হাতে নেই নতুন কোনো ছবি। তিনি কি আর ফিরবেন চলচ্চিত্রে? নায়ক হয়ে ফিরতে পারবেন? নায়ক হলেও তিনি কি আর ইন্ডাস্ট্রিকে ব্যবসাসফল কোনো সিনেমা উপহার দিতে পারবেন কী না সেই প্রশ্নের উত্তরটা থাকল রিয়াজের কাছেই।

৩. আমিন খান:১৯৯৩ সালে পথ চলা শুরু আমিন খানের। নব্বই ও তার পরের দশক ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়িয়েছেন। নায়কদের মধ্যে প্রথম সারিতেই ছিলেন। প্রথমে দ্বিতীয় নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ধীরে ধীরে একক নায়ক হিসেবেও প্রতিষ্ঠা পান। কিন্তু হঠাৎই স্তিমিত হয়ে যান। বড় পর্দা থেকে ছিটকে ছোটপর্দায় পাড়ি জমান। সেখানেও নিয়মিত নন। নিজেরে প্রযোজনার সিনেমায় ফিরতে চেয়েছিলেন। ‘ধামাকা’ নামে সে সিনেমারও কোনো খোঁজ নেই।

৪. কাজী মারুফ:চিত্রপরিচালক কাজী হায়াতের ছেলে কাজী মারুফের পথ চলা শুরু ২০০২ সালে। তার অভিনীত প্রথম ছবি ‘ইতিহাস’ থেকে পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘ইতিহাস’ ছবির পর ভালোমন্দ মিলিয়ে ক্যারিয়ার চলছিলো। ডিজিটাল সিনেমায় মারুফ যেন চুপসে যায়। সর্বশেষ ‘মাস্তান ও পুলিশ’ সিনেমায় অভিনয় করেছিলেন। তারপর আর কোনো ছবিতে শুটিং করতে দেখা যায়নি। ইতিমধ্যে তিনি সিনেমা থেকে বিরতি নেয়ার ঘোষণা দিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন এ অভিনেতা।

৫. বাপ্পা রাজ- সম্রাট:দুই ভাই এখন ব্যস্ত ব্যবসা নিয়ে। এর মধ্যে শাকিব খানের অনুরোধে সম্রাট ‘ক্যাপ্টেন খান’ সিনেমায় অভিনয় করেছেন। বাপ্পা রাজ আব্দুল আজিজের অনুরোধে দীর্ঘদিন পর ‘পোড়ামন ২’ সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু এর পর ফাঁকা। হাতে নেই নতুন কোন ছবি। তারা কি ফিরবেন স্ব-মহিমায়?

বাপ্পারাজ বলেন,‘ সিনেমায় অভিনয় করার ইচ্ছে আছে। এখন ভালো সিনেমাও হচ্ছে। কিন্তু যা-তা চরিত্রে তো অভিনয় করতে পারি না। ভালো গল্পের সিনেমায় অভিনয় করতে চাই। আর আমিতো একজন পরিচালক ও প্রযোজকও। সে বিষয় নিয়ে কিছু ভাবতে চাই না। কারণ ইন্ডাস্ট্রির অবস্থা এখন সেখানে যায়নি।

ক্রিকেট

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

চলছে আইপিএলের বড় নিলাম। রবিবার প্রথম দিনের নিলাম হয়েছে। সোমবার হবে দ্বিতীয় দিনের নিলাম। প্রথম ...

৩ বলে ৩০ রান : সাকিবদের নিয়ে উঠলো ফিক্সিংয়ের অভিযোগ

৩ বলে ৩০ রান : সাকিবদের নিয়ে উঠলো ফিক্সিংয়ের অভিযোগ

আবুধাবি টি-টেন লিগ নিয়ে বরাবরই বিতর্ক ছিল, তবে এবারের আসরে তা যেন নতুন মাত্রায় পৌঁছেছে। ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে