| ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কোনো কূল-ই বুঝি আর রইল না

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুলাই ২৭ ১৯:৪৬:৫১
কোনো কূল-ই বুঝি আর রইল না

চাঁদনী অবাক! ডিভোর্সের পর একদিন কথা হচ্ছিল। অকপটে জানিয়েছেন তাঁর বর্তমান অবস্থা,‘এখনকার কোনো পরিচালক ডাকে না আমাকে। কেন ডাকে না জানিনা। আমি কাজ করতে চাই। অনেক কাজ করতে চাই। কিন্তু সত্যি বলতে আমার কাজের অভাব। নাচ নিয়ে আছি। অভিনয়ে নেই বললেই চলে।’

শোবিজে সিঙ্গেল নারীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। বাধঁন, অপু বিশ্বাস, চাঁদনী, তাসনুভা তিশা, নাদিয়া মিম, শখ, বিন্দু, মিথিলা, মিলা, রন্টি দাস, নোভা, স্পর্শিয়াসহ আরও কয়েকজন আছেন সে তালিকায়।

অপু বিশ্বাস সিনেমায় আসি আসি করেও আসা হয় না। যেসব সিনেমা করছেন, আলোচনায় খুব বেশিদিন থাকতে পারবেন কিনা বলা যায় না। অপু এখনই বিভিন্ন অনুষ্ঠান ও শো-তে যাচ্ছেন পারিশ্রমিকের বিনিময়ে। অপুর কি একদিন ভাবতে হবে নতুন সংসারের কথা? ডিভোর্সের পর বিন্দু আমেরিকাতে আছেন। মিলার গানের খবর নেই। মাঝেমধ্যে ফেসবুকে বিষাদময় স্ট্যাটাস দিয়ে তিনি আলোচনায় থাকেন। স্পর্শিয়া নতুন করে ঠিক শুরুটা করতে পারেননি। তাসনুভা তিশা ও নাদিয়া মিমের বয়সটা ত্রিশের কোঠা পেরোয়নি। মিথিলা আগের মতোই এই আছে এই নেই। অভিনয়ের চেয়ে চাকরিতে নিয়মিত।

যদিও ডিভোর্সের পর অভিনয়ে একটু বেশিই মনোযোগী হয়েছিলেন। নোভা অভিনয় ছেড়ে চাকরিতে মনোযোগী হয়েছেন। তিনি বুঝেছেন কী হতে পারে সামনে। শখও নাটকে নিয়মিত নেই। যদিও মিডিয়ার মানুষকে বিয়ে করেছিলেন শখ। ডিভোর্সের পর সারিকা ফেরার জোর চেষ্টা চালিয়েছেন। সিনেমার মানুষজনের সঙ্গেও উঠাবসা করতে দেখা গেছে। কিন্তু না আছেন নাটকে, না আছেন সিনেমায়। সময়টা খারাপ যাচ্ছে তার বলা যায়।

এদের মধ্যে অনেকেই শোবিজের জন্য সংসার ছেড়েছেন। যেমন শাকিবের সংসার ছেড়েছে অপু। নাদিয়া মিম, সারিকাদের কারণ একই। বাধন নিজেকে আমূল বদলে ফেলে ধামাকা তৈরী করতে চেয়েছিলেন। কিন্তু ফলাফল শূন্যের কোঠায়। এখন শোনা যাচ্ছে আবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তিনি। মোনালিসা, সুজানাও অপেক্ষায় নতুন সংসার গড়ার।

অনেকে বলছেন, যাদের বয়সের ছাপ পড়েনি। তারা হয়তো অচিরেই ঘুরে দাড়াতে পারবেন। কিন্তু যাদের বয়সের ভারিক্কি পড়েছে। তাদের কী হবে? তাঁদের ক্যারিয়ার ও সংসার দুটোই কী গেল? এই বয়সে বিয়ে ও সংসার করে সুখী হওয়ার খুব বেশি উদাহরণ শোবিজে পাওয়া যায় না।

ফলশ্রুতিতে জীবনে আসে একাধিক বিয়ে। তবে ভাগ্য ভালো হলে হতে পারেন সুবর্ণা মুস্তাফা, বিজরী বরকতউল্লাহর মতো সংসার। তাঁরা বয়সের ভারিক্কিকে তোয়াক্কা না করে সংসার গড়েছিলেন। আপাতত সুখের খবরই মেলে।

তাহলে অভিনেত্রীরা কী করবেন? চেষ্টায় কী ত্রুটি করে সংসার বাচানোর? ২০১৫ সালে হঠাৎ রটে, বিচ্ছেদ হচ্ছে রিচি সোলায়মানের। দেখা গেছে রিচির অস্থিরতা। শুধুমাত্র অভিনয়ই নয়, প্রযোজনাতেও তখন বেশ ব্যস্ত রিচি। সবকিছু ছেড়ে হুট করে পাড়ি জমালেন আমেরিকাতে। তখন অনেকটাই পরিস্কার হয়ে গেছে সংসার বাঁচাতে ক্যারিয়ার বিসর্জন দিতে পিছপা হননি রিচি।

যতদূর জানা যায়, রিচির সংসার ভালো আছে প্রবাসে। এইতো সেদিন দেশে এসেছিলেন। কথা হয়েছিল,‘ ভাল আছি ভাই। সকাল সন্ধ্যা সংসার নিয়ে ব্যস্ত। ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয়। ছোটটার যত্ন নিতে হয়। এইতো বেশ’। ঢাকার ব্যস্ত অভিনেত্রী আমেরিকায় শতভাগ ঘরনী।

সংসার বাচাতে মরিয়া শ্রাবন্তী। তুমুল জনপ্রিয়তার মধ্যে ২০১০ সালের ২৯ অক্টোবর শ্রাবন্তী বিয়ে করেন মোহাম্মদ খোরশেদ আলমকে। যিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তাঁদের দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে! গত ৭ মে শ্রাবন্তীকে তালাকের নোটিশ পাঠিয়েছেন তার স্বামী।

শ্রাবন্তী এ নিয়ে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কেন এমন করছ? দাও না আমাদের মাফ করে। এক ঘর দরকার নাই, কিন্তু এক ছাদের নিচে থাকি আমরা। বাচ্চাদের প্রতি একটু দয়া করো।’ এমন আকুলতা নিয়ে গণমাধ্যমেও বলেছেন শ্রাবন্তী। শেষ পর্যন্ত স্বামীর বরফ গলে কিনা সময়ই বলে দিবে।

একটা সংসার কিন্তু খুব জরুরি। সেটা যেমন শ্রাবন্তী, রিচিরা বোঝে। তেমনি সংসারহীন জীবনে ভালো আছে কী শমী কায়সার, তারিন, আফসানা মিমি, জয়া আহসান? একাকিত্ব নিশ্চয়ই তাঁদের ভোগায়। বাস্তবতা তো তাই বলে।

ক্রিকেট

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি

নিজস্ব প্রতিবেদক: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল। তবে শুরুতেই ধাক্কা খায় তারা। ...

কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নিজেদের ম্যাচটা হেরে গিয়েও বাংলাদেশ ছিটকে যায়নি বিশ্বকাপের দৌড় থেকে। পাকিস্তানের বিপক্ষে ৭ ...

ফুটবল

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

মারাত্মক ফাউল করেও বড় শাস্তি পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ডকে মাত্র এক ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে