কবে পারফর্ম করবে দলের এই জুনিয়ররা?

উইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে দুই ম্যাচের টেস্ট সিরিজ, তিন ম্যাচের ওয়ানডে আর দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানে দুটো টেস্ট, দুটো ওয়ানডে আর সমান দুটো প্রস্তুতি ম্যাচ সহ ইতিমধ্যে ৬ টা ম্যাচ খেলে ফেলেছে টাইগার ক্রিকেটাররা। টেস্ট সিরিজে অমন দৈন্য ব্যাটিংয়ে রান খরা গেছে সবার ব্যাটে। সেই সিরিজে সিনিয়রদের ব্যর্থতার দিনে হাসেনি জুনিয়রদের ব্যাটও।
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সোহান খেলেছেন ৬৪ রানের এক ইনিংস। ওতেই যেন সই, হাফ ছেড়ে বাচলেন সকল জুনিয়ররা! এরপর ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে অবশ্য লিটন খেলেছেন ৭০ রানের এক ইনিংস। তবে সেই ম্যাচে ছিলো শুধুই জুনিয়ররদের আধিক্য। তবুও সর্বোচ্চ ৭৫ রানের ইনিংসটা এসেছে মুশফিকের ব্যাট থেকেই!
তামিম-মুশফিক পাল্লা দিয়ে রান করছেন। সাকিব বল ও ব্যাট হাতে সমান উজ্জ্বল। মাহমুদউল্লাহর ধারাবাহিকতা কমলেও সময়মত জ্বলে ওঠার কাজটি ঠিকই করে যাচ্ছেন। তাকে তাই কেও ‘বিগ ম্যাচ’ প্লেয়ার আবার কেও ‘সাইলেন্ট কিলার’ বলেও ডাকেন। শেষ ২০ থেকে ২৫ ম্যাচে তামিম, মুশফিক, সাকিব ও মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে সাতটি সেঞ্চুরি সহ প্রায় সাড়ে তিন হাজার রান।
সেখানে সাব্বির রহমান, এনামুল হক বিজয়, লিটন দাস, মোসাদ্দেক সৈকতদের মত তরুণেরা ভুগছেন রান খরাতে। এই তরুণরা সর্বসাকুল্য করতে পারেননি সিরিয়রদের তিন ভাগের এক ভাগ রানও। সাত সাতটি সেঞ্চুরি বহুদুরে, এই সময়ে যে একটি শতকও নেই কারো। মোটকথা, সিনিয়রদের ঔজ্জ্বল্যে যারপরনাই ম্লান, অনুজ্জ্বল তরুণরা।
আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণের পর থেকে ১০৫ টি ম্যাচ খেলা হয়ে গেছে হার্ডহিটার নামে খ্যাত সাব্বির রহমানের। এই সময়ে নিজের নামের পাশে কোন শতক বসাতে পারেননি সাব্বির। নিজের খেলা শেষ ২৩ ম্যাচেও ফিফটি পেয়েছেন মোটে একটা!
এনামুল হক বিজয়, তিন বছর ব্রত থাকার পর গত জানুয়ারিতে আবার মিলেছে বাংলাদেশ দলের জার্সি গায়ে চাপানোর সৌভাগ্য। এরপর টাইগারদের হয়ে ম্যাচ খেলেছেন ৫টি, যেখানে ১৫.৬ গড়ে রান করেছেন সর্বমোট ৭৮।
আন্তর্জাতিক ক্রিকেটে এসেই আলোড়ন তোলার পর আবার দৃশ্যপটের বাইরে চলে যাওয়া আরেক নাম মোসাদ্দেক হোসেন সৈকত। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ৩০ টি আন্তর্জাতিক ম্যাচ। টেস্টে আর ওয়ানডেতে সমান এক অর্ধশতকে করেছেন ৫০৮ রান। এই সময়ে কি তার ব্যাটিং সত্তার পুরোটা তুলে ধরতে পেরেছেন!
বাইশ গজের খেলা ক্রিকেট দলগত খেলা। যেখানে কখনো না কখনো দায়িত্বটা আপনাকে নিতে হবে। দলের হাল বইয়ে বেড়ানো পঞ্চ পাণ্ডবের বয়সের কোটাটাও ঊর্ধ্বমুখী। আর কতদিনই বা সার্ভিস দিবেন তারা! তাইতো ধারাবাহিক সাফল্যর খোঁজ পেতে হলে তরুণদের দ্যুতি ছড়াতেই হবে।
- এক ঘোষণাতে অস্থির পেঁয়াজের বাজার
- ভয়াবহ বিপদে ‘কাউয়া’ কাদের, এবার পালাবেন কোথায়
- হাসিনার মন্ত্রী-এমপিরা এত সাহস পাচ্ছেন কোথা থেকে
- মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া
- চরম দু:সংবাদ : সৌদিতে ৬০ হাজার বাংলাদেশি আটক
- চলে যাওয়ার আগে দেশের সেরা অধিনায়কের নাম বলে গেলেন ইমরুল কায়েস
- ছুটি ও বেতন ইস্যুতে বড় সুখবর
- সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ: জেল, জরিমানা ও বহিষ্কার হতে পারেন আপনিও
- আবারও উইকেট হারালো বাংলাদেশ, দেখেনিন স্কোর
- অবিশ্বাস্য বোলিংয়ে লাহোরের সেরা বোলার আজ রিশাদ হোসেন
- ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষ, মা-বোনের আকুতি; ওরে মাইরা ফালাইবো, ওরে বাঁচান
- শিক্ষকদের জন্য বড় সুখবর: বাড়ছে...
- তৃতীয় দিন শেষে ৬০ রানে অপরাজিত শান্ত,দেখেনিন স্কোরবোর্ড
- বাংলাদেশকে অনেক বড় সুখবর দিল কাতার
- ঝটিকা মিছিল, পরিকল্পনা হাসিনার, তদারকিতে পলাতক কয়েকজন নেতা