| ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নিজেদের ভুলে সিরিজ জয় হল না টাইগারদের!

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুলাই ২৬ ১১:৪২:৫০
নিজেদের ভুলে সিরিজ জয় হল না টাইগারদের!

বদলে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, ১ ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ হাতে নাগালে এনেও নিজেদের ভূলে জয় প্রতিপক্ষকে উপহার দিলেন ব্যাটসম্যানরা। সিরিজ এখন ১-১ সমতায়।২৭২ রানের টার্গেটে শেষ ১৮ বলে ২৭ রান দরকার, হাতে ছিল অক্ষত ৬টি উইকেট। এটা কি-না বাংলাদেশে মুশফিক-মামুদুল্লা-সাব্বির-সৈকতের পক্ষে সম্ভব হয়নি। অথচ ৫০ ওভার শেষ হয়ে গেলেও বাংলাদেশের হাতে ৪টি উইকেট অক্ষতই ছিল।

প্রথম ওয়ানডে ম্যাচে ৪৮ রানের জয়। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আজ সিরিজ জেতার মিশনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে শেষ অবদি দাঁড়াতেই দেয়নি, অথচ শেষ দিকে সিনিয়র ব্যাটসম্যানদের ভূলে ৩ রানে হেরে মাঠ ছাড়ে হয়। টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ অলআউট ২ বল বাকী থাকতেই ২৭১ রানে। জবাবে বাংলাদেশ ৫০ ওভারে ২৬৮/৬। ২৮ জুলাই সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

২৭২ রানের মাঝারি টার্গেট তাড়া করতে নামা তামিম-এনামুল জুটি তেঁড়ে ফুঁড়ে স্বাগতিকদের পেস আক্রমনকে পিটিয়েছে। দলের ৩২ রানে মাথায় ওপেনার এমামুল হক মাত্র ৯ বলে ২ চার আর ২ ছক্কা দিয়ে ২৩ রানে বোল্ড হলেন। কিন্তু যেভাবে এই ওপেনার মেরেছেন তাতে পরিষ্কার হয়ে যায় উইকেটে রান আছে। সেটা তামিমের সঙ্গে যোগ দিয়ে প্রমান দিলেন অলরাউন্ডার সাকিব। ৪.৪ ওভারে ১ উইকেটে ৫৩ রান! ওভার প্রতি ১০ এরও বেশি। তামিম ১৭ বলে ২৩ রানে আর সাকিব সবে মাত্র নেমে ৫ রানে। প্রথম ম্যাচের মতোই তামিম-সাকিব জুটি আবারো ওয়েস্ট ইন্ডিজ বোলিং আক্রমন নিয়ে ছেলে-খেলা খেলে গেলেন। উইকেটের সুবিধা কতটা আদায় করা যায়, তা তামিম-সাকিব জুটি এ ম্যাচে দেখিয়েছেন। ১২.৪ ওভারে দলীয় ১ উইকেটে ৮৮ রানের মাথায় ব্যক্তিগত ৩৩ রানে থাকা তামিমের বিরুদ্ধে এলবির আবেদন করেন পেসার পাউল। কিন্তু আম্পায়ার আবেদন নাকচ করে দিলে অধিনায়ক রিভিউ চাইলেন। কিন্তু লাভ হলো না, রিভিউতে তামিম বেঁচে গেলেন। ১৪.৫ ওভারে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ১০০! তামিম ৩৬ আর সাকিব ৩৫ রানে। তামিম ৭১ বলে ৬টি বাউন্ডারি দিয়ে ৪২ম ফিফটি স্পর্শ করেন। দলের ২৫ ওভারের শেষ বলে তামিম স্পিনার বিশুর ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে তুলে দিতে গিয়ে বলের লাইন মিস করলেন। যা হবার হাই হলো, ৫৪ রানে থাকা তামিম স্ট্যাম্পিং। ৪৭ রানে থাকা সাকিবের নতুন সঙ্গী মুশফিক। কিছুক্ষণ পরই সাকিব ৬২ বলে ৪টি বাউন্ডারি দিয়ে ক্যারিয়ারের ৩৯ম ফিফটি স্পর্শ করেন। স্পিনার বিশু-ও ঐ ওভারের ২৭ম ওভারের ৪র্থ বল) সাকিব বলের লাইন মিস করেন, এলবি’র আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউতে সাকিব বেঁচে যান। কিন্তু দলের ১৪৫ রানে মাথায় সাকিব স্পিনার নুসরির বল তুলে দিলেন আলত করে, ফিল্ডার পাউওয়েলের বলটা তাল বন্দি করতে সমস্যা হয়নি। দলের ১৭২ রান, ৩৫ ওভার শেষ, বিশুর বলে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন রিয়াদ (১৭), গেইল ক্যাচ মাটিতে ড্রপ করলেন। ৪০ ওভার শেষে স্কোর ৩ উইকেটে ১৯৬, শেষ ৬০ বলে জয় পেতে দরকার ৭৭ রান। দুই অভিজ্ঞ তারকা মুশফিক-রিয়াদ তখন ক্রিজে জমিয়ে ব্যাট চালাচ্ছেন। স্কোর ৪৫ ওভারে ২৩২/৪, ৩০ বলে জয় পেতে দরকার ৪০ রান। মুশফিক (৪৮) তখন ফিফটির সামনে দাঁড়িয়ে। ওভাওে প্রথম বলেই মুশফির মিস কলে সাড়া দিয়ে ফাঁদে পড়ে গিয়ে ৩৯ রানে রান আউট হলেন মাহমুদুল্লাহ। সাব্বির ক্রিজে এলেন মুশফিক-কে সঙ্গ দিতে। ২৪৫/৪, শেষ ১৮ বলে জয় পেতে দরকার ২৭ রান। ৬৮ রান করা মুশফিক একি করলেন। শেষ ওভারে এসে তুলে মেরে ক্যাচ উপহার দিলেন! ম্যাচের শেষ দিকে ১৮ বলে ২৭ রান স্কোর বোর্ডে জমা করা সম্ভব হয়নি। শেষ ওভারে ৬ বলে ৮ রান সংগ্রহ করা এমন কোন মহা কাব্য রচনা করার মতো কঠিন কাজ না। সেটাই হলো না, সম্ভব হয়নি হাতে ৬ উইকেট থাকার পরও! শেষ ১ বলে ৫ রান দরকার। এতেই বোঝা যায় কি পরিস্থিতি হয়েছে। ৬ উইকেটে বাংলাদেশ ৫০ ওভার শেষ করে ২৬৮ রানে।

এর আগে টস হেরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি উইকেটে বুঝেই বোলিং বেছে নিয়েছেন। সেটা প্রমান পাওয়া গেল ১৩ ওভারে ২ উইকেটে ৫০ রান সংগ্রহ দেখে। ধারাবাহিক ভাবেই উইকেটে হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। এমনকি রানের গতিও ধীর লয়েই চলেছে মাশরাফি, রুবেল, মুস্তাফিজের কারণে। প্রথম ম্যাচের মতো এবারও মাশরাফি উইকেট শিকারের উদ্বোধানটা নিজেই করলেন।

ওপেনার লিউইসকে দলীয় ৬.১ ওভারে ব্যক্তিগত ১২ রানে এলবি’র ফাঁদে ফেলেন। দ্বিতীয় জুটিতে গেইল আর হোপ মিলে ১৩ ওভার পার করে দিলে মেহেদী হাসান মিরাজের কাছে হার মানলেন গেইল। গেইল নামের ঝড়কে ৩৮ বলে কি-না ২৯ রানে মিরাজ এলবি’র ফাঁদে কর্তন করলেন! এরপর অধিনায়ক হোপ আর হিটমাইয়ার টেকার চেস্টা করলেন। কিন্তু হল না, ২৫ রান করা হোপকে সাকিব সাব্বিরের হাতে ক্যাচ দিতে বাধ্য করলেন। ৪র্থ জুটিতে জেসন মোহাম্মদ সঙ্গী হলেন হিটমাইয়ারের। কিন্তু এবারও আঘাত, মোহাম্মদকে ১২ রানে মাথায় পেসার রুবেল উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসে বন্দি বানালেন।

তারপরই চিত্রটা পাল্টে যেতে শুরু করল। ৫ম জুটিতে হিটমাইয়ার আর রোবম্যান পাউওয়েল টিকে গেলেন। শুধু যে টিকে গেলেন তাই নয়। বরং বলা ভাল বাংলাদেশী বোলারদের মাথার ঘাম মাটিতে ফেলে এই জুটি ১০২ থেকে ২০৫ অবদি টেনে নেয়। ১০৩ রানে ৫ম জুটিই মুলত স্বাগতিকদের সম্মান জনক অবস্থানে নিয়ে যায়। ৫ম উইকেটে থাকা হিটমাইয়ার ক্যারিয়ারের ১১তম ওয়ানডে ম্যাচে ২য় সেঞ্চুরির মালিক বনে গেলেন। যদিও তিনি ব্যক্তিগত ৭৯ রানে থাকা অবস্থায় রুবেলের বল উড়িয়ে মারলেন এবং তা ফিল্ডার সাকিবের হাত স্পর্শ করে কাধে আঘাত করে বাউন্ডারির বাইরে চলে যায়। তা না হলে হিটমাইয়ার সেঞ্চুরি মিস করতেন। ২০৬ রানের মাথায় সাকিব যে মিস করেছেন, তার শোধ দিলেন পরের ওভারে বল হাতে হোল্ডারকে (৭) ফেরত পাঠিয়ে। তবে টিকে থাকলেন হিটমাইয়ার, ৮৪ বলে সেঞ্চুরি করলেন এবং সঙ্গে জোফেসকে নিয়ে দলের রান নিয়ে গেলেন ২৭১ পর্যন্ত। তবে হিটমাইয়ার অপরাজিত থাকলে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হতে না। শেষ ওভারের ৪র্থ বলে কাটার মাস্টারের ডেলিভারি তুলে দিলেন হিটমাইয়ার, ফিল্ডার মিরাজের থ্রোতে মুশফিক উইকেট ভেঙ্গে দিলে অলআউট।

সংক্ষিপ্ত স্কোরটস বাংলাদেশ (বোলিং)ওয়েস্ট ইন্ডিজ ২৭১ অলআউট (৪৯.৪ ওভার)বাংলাদেশ ২৬৮/৬ (৫০ ওভার)ফলাফল ৩ রানে ওয়েস্ট ইন্ডিজ জয়ী১-১ ব্যবধানে সিরিজ সমতা

ক্রিকেট

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ! ওয়েস্ট ইন্ডিজের জন্য সমীকরণ যত কঠিন ছিল, ব্যাট হাতে সেটার নমুনা ...

চলে যাওয়ার আগেদেশের সেরা অধিনায়কের নাম বলে গেলেন ইমরুল কায়েস

চলে যাওয়ার আগেদেশের সেরা অধিনায়কের নাম বলে গেলেন ইমরুল কায়েস

জাতীয় দলের হয়ে সবশেষ ২০১৯ সালে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলেছিলেন ইমরুল কায়েস। ...

ফুটবল

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া দল ফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী একা ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে