| ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

রানআউটের ফাঁদে পরে আউট হয়ে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফিফটি তুলে নিয়েছেন মুশফিক

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুলাই ২৬ ০৮:১৮:৫৭
রানআউটের ফাঁদে পরে আউট হয়ে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফিফটি তুলে নিয়েছেন মুশফিক

২৯ রান করা ক্রিস গেইলকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেট নেন সাকিব আল হাসান। দলীয় ৭৭ রানের মাথায় শাই হোপকে ২৫ রানে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে আউট করেন সাকিব। এদিন আবারো নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন রুবেল হোসেন।

১২ রান করা জেসন মোহাম্মদকে দলীয় ১০২ রানের মাথায় আউট করেন রুবেল। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হ্যাটমিয়ার এবং রভম্যান পাওয়েল ১০৩ রানের পার্টনারশিপ ভাঙ্গেন রুবেল হোসেন। দলীয় ২০৫ রানের মাথায় ৪২ রান করা রভম্যান পাওয়েলকে বোল্ড করেন রুবেল হোসেন।

তবে একই ওভারে আরেকটি ভুল করে বসেন সাকিব আল হাসান। ৭৯ রান করা হ্যাটমিয়ারের ক্যাচ ছেড়ে দেন সাকিব। কিন্তু পরের ওভারে এসেই উইকেট তুলে নেন সাকিব। জেসন হোল্ডারকে ৭ রানে আউট করেন তিনি। এরপর দলীয় ২৩৬ রানের মাথায় অ্যাশলি নার্সকে ৩ রানে আউট করেন মোস্তাফিজুর রহমান।

পরের ওভারে ৪ রান করা কেমো পলকে অাউট করেন রুবেল। তবে অন্য প্রান্ত থেকে ৮৪ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শিমরন হ্যাটমিয়ার। ৪৮ তম ওভারে ইনিংসের নবম এবং নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন মুস্তাফিজ। ৪৯.৩ ওভারে ২৭১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। হ্যাটমিয়ার ৯৩ বলে ১২৫ রান সংগ্রহ করেন

২৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিধ্বংসী রূপে ব্যাট করতে থাকেন আনামুল হক বিজয়। তবে বেশীক্ষণ স্থায়ী হতে পারেনি তিনি। দলীয় ৩১ রানের মাথায় ৯ বলে ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে রানের চাকা সচল রাখেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল।

৪.৪ বলে ৫৩ রান তোলে বাংলাদেশ। ১৪.৫ ওভারে দলীয় শতরান পূরণ করেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। কিন্তু এরপরই যেন কোথায় হারিয়ে যান সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। তবে পরে ১০ ওভারে মাত্র ২৯ রান নেয় সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। আর তার ফলেই চাপে পড়ে যায় বাংলাদেশ দল। ৭১ বলে ক্যারিয়ারের ৪২ তম ফিফটি তুলে নেন তামিম ইকবাল।

৮৫ বলে ৫৪ রান করে আউট হন তামিম। দলীয় ১২৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৬২ বলে ৫০ রান করে সাকিব আল হাসান। দলীয় ১৪৬ রানের মাথায় ৭২ বলে ৫৬ রান করে আউট হয়ে যান সাকিব আল হাসান। এরপরে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন মুশফিকুর এবং মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু দলীয় ২৩২ রানের মাথায় ৩৯ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ। দলের তখন প্রয়োজন ২৯ বলে ৪০ রান। তবে ৫৬ বলে ফিফটি তুলে নেন মুশফিকুর রহিম।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৬ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ মুশফিকুর রহিম ৫০ এবং সাব্বির রহমান রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের একাদশ :মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়,মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান,

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, ইভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, শিমরন হ্যাটমিয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কেমো পল, অ্যাশলি নার্স, আলজেরারি জোসেফ

ক্রিকেট

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ! ওয়েস্ট ইন্ডিজের জন্য সমীকরণ যত কঠিন ছিল, ব্যাট হাতে সেটার নমুনা ...

চলে যাওয়ার আগেদেশের সেরা অধিনায়কের নাম বলে গেলেন ইমরুল কায়েস

চলে যাওয়ার আগেদেশের সেরা অধিনায়কের নাম বলে গেলেন ইমরুল কায়েস

জাতীয় দলের হয়ে সবশেষ ২০১৯ সালে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলেছিলেন ইমরুল কায়েস। ...

ফুটবল

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া দল ফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী একা ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে