| ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

‘যেমন দরকার ছিল তেমনই খেলেছে সাকিব-তামিম’

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুলাই ২৩ ২০:৫০:১৭
‘যেমন দরকার ছিল তেমনই খেলেছে সাকিব-তামিম’

কিন্তু বাস্তবতা ভিন্ন। টাইগারদের এই ২৭৯ রান করতে সংগ্রাম করতে হয়েছে বিস্তর। স্বভাববিরুদ্ধ ইনিংস খেলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। শেষদিকে ঝড় তুলে দিয়েছেন মুশফিকুর রহীম। সবমিলিয়ে ৫০ ওভার শেষে স্কোরবোর্ডে জমা হয়েছে ৪ উইকেটে ২৭৯ রান।

দ্বিতীয় উইকেটে ২৫৮ বলে ২০৭ রানের জুটি গড়েছেন সাকিব ও তামিম। ১৪৬ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে মন্থরতম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তামিম। শেষ পর্যন্ত ১৬০ বলে ১৩০ রান করে অপরাজিত ছিলেন তামিম। অন্যদিকে ৯৭ রানের ইনিংস খেলতে ১২১ বল খেলেছেন সাকিব।

ফলে প্রাথমিকভাবে এই দুজনের মন্থর ইনিংসের বেশ সমালোচনা শোনা গিয়েছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের মতে পরিস্থিতি বুঝে সেরা ক্রিকেটটাই খেলেছে সাকিব-তামিম জুটি। সোমবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানান তিনি।

‘যেমন দরকার ছিল ঠিক তেমনটাই খেলেছে সাকিব ও তামিম। গায়ানার ওই উইকেটে তেড়েফুঁড়ে মারতে গেলেই উইকেট পড়তো। তখন নতুন ব্যাটসম্যান এসে মারতে পারতো না। আমার ধারণা ছিল ২৪০ হলেই আমরা জিতে যাবো।’

হতাশাময় টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ দলের এই জয় দলের জন্য বেশ স্বস্তির বলে মনে করছেন সুমন। তার মতে টেস্ট সিরিজে যেমন খেলেছে বাংলাদেশ তা মূলত টাইগারদের আসল চেহারা নয়। তাই এক-দুই সিরিজ খারাপ গেলেই ‘গেলো গেলো’ রব তোলার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি।

সুমন বলেন, ‘টেস্ট সিরিজের পর এই জয়টা নিঃসন্দেহে দারুণ স্বস্তির। টেস্ট সিরিজে আমরা ভালো খেলতে পারিনি। সবাই জানে ওটা আমাদের ন্যাচারাল ক্রিকেট নয়। আসলে একটা সিরিজে একটু খারাপ হলে চারিদিকে নানান কথা শুরু হয়ে। এটা ঠিক নয়। এই খেলোয়াড়রাই দীর্ঘদিন ধরে পারফর্ম করে আসছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বেশি খুশি এই কারণে যে যে ফরম্যাটে আমরা সবচেয়ে ভালো খেলি সেটাতেই আমরা ভালো করেছি। সামনে যেহেতু বিশ্বকাপ আছে তাই এই ফরম্যাটে ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আত্মবিশ্বাসটা খুব কাজে আসবে।’

এসময় সাকিব-তামিমদের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও কথা বলেন বাংলাদেশের অন্যতম সফল এই অধিনায়ক। গায়ানার কন্ডিশন অনুযায়ী বোলিং করাতেই সাফল্য ধরা দিয়েছে বলে অভিমত সুমনের। তিনি বলেন, ‘আপনি যদি দেখেন আমরা কিন্তু কন্ডিশন অনুযায়ী একদম ঠিকঠাক বোলিং করেছি। গায়ানার কন্ডিশনও অনেকটা আমদের মতোই। ২০০৭ সালে আমরা সেখানে খেলেছিলাম। তবে এবার কন্ডিশন নিয়ে একটু চিন্তিত ছিলাম। বোলাররা কন্ডিশনটা খুব ভালো মতো ব্যবহার করতে পেরেছে। সবমিলিয়ে আমি দারুণ খুশি।’

ক্রিকেট

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ! ওয়েস্ট ইন্ডিজের জন্য সমীকরণ যত কঠিন ছিল, ব্যাট হাতে সেটার নমুনা ...

নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা

নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা

কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে হেরাথ সাফ জানিয়ে দেন, “আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। চড় মারার ...

ফুটবল

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

মারাত্মক ফাউল করেও বড় শাস্তি পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ডকে মাত্র এক ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে