| ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশের লাল-সবুজ পতাকা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুলাই ২৩ ১৬:৫৩:৫৯
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশের লাল-সবুজ পতাকা

গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামের গ্রাস মাউন্ডে (পার্টি স্ট্যান্ড) সকালেই লাল-সবুজ পতাকাটা চোখে পড়ল। এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। আন্তর্জাতিক ম্যাচে আয়োজকেরা স্বাগতিকদের সঙ্গে সফরকারী দলের জাতীয় পতাকা ওড়াবে, এটাই নিয়ম। কিন্তু গ্রিন গ্যালারিতে লাল-সবুজ পতাকা নিয়ে এল কারা?

১৫ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বের এই গায়ানায় ম্যাচ দেখতে বাংলাদেশ থেকে কোনো দর্শক আসেননি। এসেছেন রোহান হাসান, সনেট বড়ুয়া, শিমুল বড়ুয়া, দেলোয়ার হোসেনদের মতো কজন প্রবাসী। রোহান পরিবার নিয়ে থাকেন গায়ানায়। শুনেছেন বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এ সুযোগ কি আর হাতছাড়া করা যায়! ভারতীয় বংশোদ্ভূত গায়ানিজ স্ত্রী সোনম হাসান, শাশুড়ি ও দুই সন্তানকে নিয়ে সকাল সকাল চলে এসেছেন গ্যালারিতে।

রোহান পরিবারের সঙ্গে অবশ্য দুটি পতাকা, বড়টি বাংলাদেশের। ছোট পতাকাটি গায়ানার। রোহান বাংলাদেশের পতাকা জড়িয়ে বসে আছেন। তাঁর ছোট্ট ছেলেটার হাতে আবার গায়ানার পতাকা। পিতা-পুত্র যেন দুটি দেশকে মিলিয়ে দিয়েছেন এক বিন্দুতে। রোহানের মা-বাবা, আত্মীয়স্বজন থাকেন ঢাকার উত্তরায়। পড়াশোনা করেছেন নিউইয়র্কে। পড়ার পাট চুকিয়ে ব্যবসায়ী হিসেবে থিতু হয়েছেন গায়ানায়। বিয়েও করেছেন এখানে। ১০-১২ বছরের প্রবাসজীবনে প্রথমবারের মতো বাংলাদেশের ম্যাচ দেখতে এসেছেন। রোমাঞ্চ তাঁর চোখেমুখে, ‘শুনলাম এখানে বাংলাদেশ খেলবে, প্রথমবারের দলের খেলা দেখতে চলে এলাম। দর্শক হিসেবে গ্যালারিতে বসে এটাই আমার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখা। দেশের ঘ্রাণ পেতে এখানে আসা। বাংলাদেশের কিছু মানুষকে এখানে দেখতে পাচ্ছি, অদ্ভুত ভালো লাগা কাজ করছে। পুরো স্টেডিয়ামে আমরা হাতে গোনা কজন আছি। তবু দেশের প্রতিনিধিত্ব তো হচ্ছে।’

হাতে গোনা বলতে—চারজন। বাকি তিনজন নিচের সারিতে বসা। এই ছোট্ট দলটার প্রধান সম্ভবত সনেট। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়ি। গায়ানার নাগরিকত্ব পাওয়া সনেটই জানালেন, পুরো জর্জটাউন শহরে ১০ থেকে ১৫ জন বাংলাদেশি আছে। এই শহরে গার্মেন্টস ও হোটেলের ব্যবসা করেন তিনি। তাঁর পথ ধরে গত বছর এসেছেন ছোট ভাই শিমুলও। সনেটের ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করেন দেলোয়ার। সবাই গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে এসেছেন মাশরাফি-সাকিবদের উৎসাহ দিতে। যদিও তাঁদের চিৎকার মুহূর্তেই মিলিয়ে যাচ্ছে ক্যারিবীয়দের অবিরত উল্লাসে। আজ মাঠে যে বিপুল দর্শক এসেছে, তা ঠিক নয়। ১৫ হাজার ধারণক্ষমতাসম্পন্ন গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে সাপ্তাহিক ছুটির দিনে ১ হাজার ৫০০ দর্শকও হয়নি। কেন এই দর্শকখরা, স্থানীয় সংবাদপত্র স্টাব্রোকের ক্রীড়া প্রতিবেদক রোমারিও সামারাওর যুক্তিটা বেশ অবাক করার মতো, ‘দর্শকেরা পছন্দ করে টি-টোয়েন্টি। তারা টাকা জমিয়ে রাখছে সামনের সিপিএলের (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) জন্য।’

১ হাজার ৫০০ দর্শকের সঙ্গে চিৎকার করে রোহান-সনেটরা পারবেন না। কিন্তু যে উদ্দেশ্যে আসা, সেটি পূরণ তো হয়েছে। তাঁরা এসেছেন বাংলাদেশকে অনুপ্রাণিত করতে। রোহান-সনেটদের একটাই চাওয়া, যে আশা নিয়ে মাঠে এসেছেন, সেটিও যেন পূরণ হয়। কী আশায় তাঁরা বেঁধেছেন বুক, বুঝেছেন নিশ্চয়ই—জয়, একটা জয়।

ক্রিকেট

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ! ওয়েস্ট ইন্ডিজের জন্য সমীকরণ যত কঠিন ছিল, ব্যাট হাতে সেটার নমুনা ...

তৃতীয় দিন শেষে ৬০ রানে অপরাজিত শান্ত,দেখেনিন স্কোরবোর্ড

তৃতীয় দিন শেষে ৬০ রানে অপরাজিত শান্ত,দেখেনিন স্কোরবোর্ড

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে ...

ফুটবল

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া দল ফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী একা ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে