ঘূর্ণিঝড় মোরার প্রভাব এবার রাজশাহীতে
তবে মোরার ধ্বংসলীলা এখনো শেষ হয়নি। ঘূর্ণিঝড় মোরা প্রভাব ফেলেছে রাজশাহীর আবহাওয়ায়। এবার ঘূর্ণিঝড় মোরার কারণে জলীয় বাষ্পের গতিপথের পরিবর্তন ঘটেছে।
সাধারণত উত্তরে জলীয় বাষ্প প্রবাহিত হয়। আসামের ওপর দিয়ে হিমালয় পর্বতে বাধা পেয়ে উত্তর অঞ্চলে বৃষ্টিপাত হয়। তবে এবার উল্টোটা হয়েছে। এ বছর মোরার কারণে দক্ষিণে জলীয় বাষ্প প্রবাহিত হয়ে চট্টগ্রাম এবং পার্বত্য এলাকায় বৃষ্টিপাত হয়েছে। এই উল্টোপাল্টার প্রভাব রাজশাহীতে পড়ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা এমন তথ্যই জানিয়েছেন।
এদিকে প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে প্রায় এক মাস ধরে বন্যা সুনামগঞ্জ এলাকায়। এ মাসে সিলেট এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেটের পাশাপাশি চট্টগ্রাম এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ি ঢলে চট্টগ্রাম এবং রাঙামাটিতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ঠিক এই সময়ে উল্টা চিত্র রাজশাহী অঞ্চলে বিশেষত রাজশাহী জেলায়। বৃষ্টি হয়েছে হাতে গোনা কয়েক দিন।
দেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরে। তবে গত বছরের থেকে এবার সেখানে বেশি বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। গত বছর আষাঢ় মাসের প্রথম ১৫ দিনে বৃষ্টিপাত হয় মাত্র ৩৬ মিলিমিটার। সেখানে এ বছর আষাঢ়ের প্রথম ১৫ দিনে বৃষ্টিপাত হয় ১১০ মিলিমিটার।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, জুন মাসের ৩০ দিনে বৃষ্টিপাত হয়েছে ১৪১ দশমিক ৯ মিলিমিটার। ওই মাসে ১৪ দিন বৃষ্টি হয়। সব চেয়ে বেশি বৃষ্টিপাত হয় মাসের দ্বিতীয় অর্ধে আষাঢ় মাস পড়ার পরে। এ সময়ে কয়েকটি নিম্নচাপের কারণে সারা দেশেই ব্যাপক বৃষ্টিপাত হয়। তবে দেশের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে।
গত ১০ দিনে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে ৩০ জুন। এদিন বৃষ্টিপাত হয় ২৯ দশমিক ৬ মিলিমিটার। ৩ জুলাই বৃষ্টিপাত হয় ১১ দশমিক ৪ মিলিমিটার। ৪ জুলাই ৫ দশমিক ৮ এবং গতকাল ৫ জুলাই বৃষ্টিপাত হয় এ মৌসুমের সর্বোচ্চ ৩২ দশমিক ৮ মিলিমিটার।
গত বছর এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ২২ জুন। এদিন বৃষ্টি হয়েছে ২৬ দশমিক দুই মিলিমিটার। তার আগে ১৫ জুন বৃষ্টি হয়েছে ১০ মিলিমিটার।
এ বিষয়ে আবহাওয়া বিশেষজ্ঞ ও ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর গোলাম সাব্বির সাত্তার জানান, রাজশাহী খরা প্রবণ এলাকা। সারা দেশের গড় বৃষ্টিপাতের তুলনায় এখানে এবার বৃষ্টিপাত কম হয়েছে। তার পরে এবার নিম্নচাপ মোরার কারণে জলীয় বাষ্পের গতিপথের পরিবর্তন ঘটেছে। সাধারণত উত্তরে জলীয় বাষ্প প্রবাহিত হয়। এবার দক্ষিণে জলীয় বাষ্প প্রবাহিত হয়ে চট্টগ্রাম এবং পার্বত্য এলাকায় বৃষ্টিপাত হয়েছে। এই উল্টোপাল্টার প্রভাব রাজশাহীতে পড়বে।
তিনি আরও জানান, যেখানে গড়ে ১২০০ থেকে ১৪০০ মিলিলিটার বৃষ্টিপাত হয় এবার তা আরও কম হতে পারে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়টিও রয়েছে। যার কারণে এই এলাকার কৃষির জন্য এবারের বর্ষা কোনো ভালো খবর নাও আনতে পারে।
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- গতির ঝড় তুলে আইপিএলে ৭৫ লাখ রুপিতে যে দলে নাহিদ রানা, দেখেনিন তাসকিন ও মুস্তাফিজের অবস্থান
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- IPL নিলামের শর্টলিস্ট প্রকাশ, দেখেনিন বাংলাদেশ থেকে নিলামে যাদের নাম উঠছে
- ইমরুলের নতুন চমক : শেন ওয়াটসনের কারনে খুলে গেল ভাগ্য
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ