| ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বিক্ষোভ সহিংসতায় উত্তাল জার্মানি

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুলাই ০৭ ১৪:১২:৪২
বিক্ষোভ সহিংসতায় উত্তাল জার্মানি

আহতদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে সম্মেলনবিরোধী বিক্ষোভকারীরাও আছে বলে জানিয়েছে পুলিশ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ১২ হাজার বিক্ষোভকারী মুখোশ পরে মিছিল শুরু করে। তারা ‘নরকে স্বাগত’ বলে স্লোগান দেয়। তাদের থামাতে পুলিশ লাঠিপেটা শুরু করে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এক পর্যায়ে জল কামান ও পেপার স্প্রে নিক্ষেপ করে। পুলিশের দিকে বোতল, পাথর ও মশাল ছুড়ে পাল্টা জাবাব দেয় তারা।

পুলিশের দাবি, বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে ব্যরিকেড দেয় এবং যানবাহনে আগুন ধরিয়ে দেয়া। এছাড়া পুলিশের একটি হেলিকপ্টারের পাইলটকে বিভ্রান্ত করতে বিক্ষোভকারীরা দিকে ধারাবাহিকভাবে লেজার রশ্মি ছুড়ে মারে বলেও দাবি তাদের।

সংঘর্ষ শুরু হওয়ার পর বিক্ষোভের আয়োজকরা জি-২০ সম্মেলনস্থলের দিকে যাত্রা বাতিল করে। তবে তারা বিভিন্ন রাস্তা দখল করে রাখে। এতে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে পুলিশের ভাষ্য।

সংঘর্ষের পর শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা দিতে দেখা গেছে। বিবিসি প্রতিনিধি অন্তত এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলেও দেখেছে, তাকে কম্বলে জড়িয়ে সরিয়ে নিয়ে যেতে দেথা যায়।

বিক্ষোভের আগেই পুলিশ সংঘর্ষের ব্যাপারে সতর্ক করেছিল; তারা ঘরে বানানো অনেক অস্ত্র জব্দ করার কথাও জানিয়েছে। হামবুর্গে সম্মেলনের নিরাপত্তার কথা বিবেচনায় প্রায় ২০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা যেন সম্মেলনস্থলে পৌঁছাতে না পারে, সেজন্য ভেন্যুর আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জি-২০ সম্মেলনের দুইদিন শুক্র ও শনিবার হামবুর্গজুড়ে অন্তত এক লাখ বিক্ষোভকারী উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে। এবারের সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন ও মুক্ত বাণিজ্য নীতি নিয়ে তীব্র বাদানুবাদ হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সম্মেলনের আগে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল জলবায়ু পরিবর্তন বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছিলেন। এই সম্মেলনেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

ক্রিকেট

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেটে আবারও বড় মঞ্চে নামছে বাংলাদেশের যুব দল। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ...

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

জ্বলে উঠেছেন তাসকিন, 2 উইকেট তুলে নিলো বাংলাদেশ,সর্বশেষ স্কোর

মিডল-লেগ স্টাম্পে করা তাসকিনের বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন কেচি কার্টি। রানের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে