| ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

‘মাঝে মাঝে এমন কিছু ঘটনা দেখে সত্যিই কষ্ট লাগে’

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুলাই ১৮ ১৫:৫০:৫৩
‘মাঝে মাঝে এমন কিছু ঘটনা দেখে সত্যিই কষ্ট লাগে’

কারণ আমার ছবিটি মুক্তির একই সময়ে গত ঈদে কলকাতায় ‘সুলতান’ ও বলিউড তারকা সালমান খানের ‘রেস থ্রি’ ছবি দুটি মুক্তি পায়। এরমধ্যে আমার ছবিটি শেষ খবর পাওয়া পর্যন্ত বেশ ভালোই ব্যবসা করছে। তাই বাংলাদেশেও ছবিটি ভালো ব্যবসা করবে বলে আশা করছি। শাকিব খান আরো বলেন, আমি চাই এখানের দর্শকরা দুটি ছবিই দেখুক। ছবির রায় সব সময়ই দর্শকের হাতে।

এটা আমার হাতে না। বরং এ দেশের সুপারস্টার হয়েও মাঝে মাঝে কষ্ট লাগে মনে। কারণ গত ঈদে ‘ভাইজান এলো রে’ ছবিটি বাংলাদেশে মুক্তি পেল না। আমি এ দেশের হিরো আর আমার ছবি প্রথমে আমি চাইবো এখানের দর্শকরা দেখুক। সেটা গত ঈদে হলো না। কে বা কারা চায়নি এ ছবিটি গত ঈদে এখানে মুক্তি দেয়া হোক, এটা নিয়ে আর কথাও বলতে চাই না। বাংলাদেশের চলচ্চিত্র এগিয়ে যাক এটাই আমার চাওয়া। এ লক্ষ্যেই কাজ করছি দিন-রাত।

তাই মাঝে মাঝে এমন কিছু ঘটনা দেখে সত্যিই কষ্ট লাগে। এভাবেই একটানা কথাগুলো বলছিলেন ঢালিউডে লম্বা সময় ধরে রাজত্ব করতে থাকা নাম্বার ওয়ান হিরো শাকিব খান। ‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিবকে নতুন ভাবে দেখবেন দর্শকরা। মনে হবে এ এক নতুন শাকিব। এখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এ ছবিটি নিয়ে তাই নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান বেশ আশাবাদী। বর্তমানে ঢাকায় ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ ছবির কাজ করছেন শাকিব। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন শবনম বুবলী।

ছবিটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আসন্ন কোরবানি ঈদে এটি মুক্তি পাবে। এছাড়া আর কোন ছবি দর্শক কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে দেখতে পাবেন জানতে চাইলে এই তারকা বলেন, ‘কাপ্টেন খান’ এর কাজ শেষ পর্যায়ে। এ ছবির পাশাপাশি রাশেদ রাহার ‘নোলক’ ছবিটিও দর্শক কোরবানি ঈদে দেখতে পাবেন বলে আশা করছি। ‘নোলক’ ছবির কাজ কিছু বাকি রয়েছে।

দুদিন সময় দিলেই এটা শেষ হয়ে যাবে। আমি কয়েকদিন পর এজন্য ভারত যাব। আর ‘ক্যাপ্টেন খান’ ছবির গানের দৃশ্যায়ন হবে থাইল্যান্ডে। ভারত থেকে আগস্ট মাসের শুরুতে থাইল্যান্ড যাব। ‘নোলক’ ছবিতে দর্শকরা শাকিবের বিপরীতে ববিকে দেখতে পাবেন। এদিকে এসব ছবির বাইরে কলকাতার রাজীব বিশ্বাসের ‘মাস্ক’ নামেও একটি ছবির কাজ শেষ করেছেন তিনি। যার বর্তমান নাম ‘নাকাব’।

এ ছবিটিও সামনে মুক্তি পাবে। এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত জাহান ও সায়ন্তিকা। এছাড়া শাকিব খান শাপলা মিডিয়ার প্রযোজনায় শাহিন সুমনের ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সামনে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন ছবি নির্মাণ করবেন বলেও পরিকল্পনা করছেন তিনি। যেখানে শাকিবের পাশাপাশি নতুন মুখও থাকবে। এ প্রসঙ্গে কিংখান খ্যাত এই তারকা বলেন, সামনে নিজের প্রযোজনায় একটি ছবিতে কাজ করব। এখানে আমার পাশাপাশি নতুন মুখও থাকবে। নতুন মুখ বর্তমানে খুঁজছি। ট্যালেন্ট কিছু মুখ দরকার। কারণ আমার প্রজেক্টটা অনেক বড় বাজেটের। বর্তমানে সেই সন্ধানেই আছি। নতুন মুখ পেলেই এ ছবির কাজ শুরু করব। আমি যে ছবিটা করার পরিকল্পনা করছি তাতে আমার উপর শুধু গল্প থাকবে তা না, নতুন দুই নায়কের উপরও সমান গল্প থাকবে।

ক্রিকেট

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি

নিজস্ব প্রতিবেদক: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল। তবে শুরুতেই ধাক্কা খায় তারা। ...

কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নিজেদের ম্যাচটা হেরে গিয়েও বাংলাদেশ ছিটকে যায়নি বিশ্বকাপের দৌড় থেকে। পাকিস্তানের বিপক্ষে ৭ ...

ফুটবল

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

মারাত্মক ফাউল করেও বড় শাস্তি পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ডকে মাত্র এক ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে