| ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হামলাকারীদের পরিচয় প্রকাশ, উপাচার্যের কাছে বিচার দাবি

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুলাই ১৭ ২২:০৪:১৯
হামলাকারীদের পরিচয় প্রকাশ, উপাচার্যের কাছে বিচার দাবি

আজ ১৭ জুলাই, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের দপ্তরে যান। পরে শিক্ষার্থীদের পক্ষে রেজা আবু রায়হান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে তার লাউঞ্জে দাঁড়িয়ে স্মারকলিপি পড়ে শুনান। স্মারকলিপিতে তারা অন্তত ১৪ জন ছাত্রলীগ নেতা ও হামলাকারীর ছবি চিহ্নিত করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার দাবি জানান।

কোটা সংস্কার আন্দোলনে আটক ছাত্রদের মুক্তির দাবিতে এবং তাদের ওপর হামলার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ১৫ জুলাই শহীদ মিনারে শান্তিপূর্ণ মানববন্ধন করা হলে সেখানে শিক্ষকদের লাঞ্ছিত ও ছাত্রছাত্রীদের ওপর হামলার ঘটনা ঘটে।

স্মারকলিপিতে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা ওই ঘটনা সম্পর্কে উপাচার্যকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে কতিপয় চিহ্নিত সন্ত্রাসীরাই বারবার হামলা চালায়।’ তারা বলেন, ‘বারবার হামলা ও নিপীড়নে অংশ নেওয়া এসব সন্ত্রাসীদের ছবি ও ফুটেজ গণমাধ্যমে আসলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা কাজ করছেন।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানির পদত্যাগ দাবি করে তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের অব্যাহত ব্যর্থতায় তাদের প্রতি আর বিন্দুমাত্র আস্থা রাখতে পারছে না শিক্ষার্থীরা। তাই অবিলম্বে প্রক্টরকে পদত্যাগ করতে হবে।’ এ সময় উপাচার্যের পাশেই অবস্থান করছিলেন প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানি ও সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ। তবে তারা শিক্ষার্থীদের সঙ্গে কোন কথা বলেননি।

স্মারকলিপি পড়া শেষ হলে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘এ সব বিষয়ে তদন্ত কমিটি কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি অনুসরণ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় নিপীড়ন বিরোধী শিক্ষার্থী উপাচার্যের কাছে জানতে চান, ‘ঠিক কত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ কিন্তু উপাচার্য এ বিষয়ে কোনও জবাব না দিয়েই লাউঞ্জ ত্যাগ করেন।

পরে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের বাইরে এসে সাংবাদিকদের কাছে এবং উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের কাছে স্মারকলিপি পেশ করার বিষয়ে অবহিত করেন। সেখানে তারা বলেন, ‘হামলাকারীরা পূর্ব অভিযুক্ত। এর আগেও তারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হামলার ঘটনায় অংশ নিয়েছিল এবং আমরা তাদের বিচার দাবি করেছিলাম। সেই একই হামলাকারীরা এবারও হামলায় অংশ নিয়েছে।’

ক্রিকেট

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি

নিজস্ব প্রতিবেদক: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল। তবে শুরুতেই ধাক্কা খায় তারা। ...

কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নিজেদের ম্যাচটা হেরে গিয়েও বাংলাদেশ ছিটকে যায়নি বিশ্বকাপের দৌড় থেকে। পাকিস্তানের বিপক্ষে ৭ ...

ফুটবল

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

মারাত্মক ফাউল করেও বড় শাস্তি পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ডকে মাত্র এক ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে