| ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপের ফ্লপ একাদশ!

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুলাই ১৬ ২৩:০০:৪৫
রাশিয়া বিশ্বকাপের ফ্লপ একাদশ!

ডেভিড ডি গেয়া (স্পেন)

বিশ্বকাপটা হয়তো আবার খেলতে চাইবেন ডি গিয়া। এজন্য প্রয়োজন হলে টাইম মেশিনও ভাড়া করতে পারেন। কেননা বিশ্বকাপের শুরুটাই হয় দুঃস্বপ্নে। পর্তুগালের বিপক্ষে ৩-৩ গোলে ড্র, এরপর কোনোমতে গ্রুপ পর্ব পার হয়ে রাশিয়ার কাছে হেরে বিদায়। স্পেনের এমন বিদায়ের জন্য ডি গেয়ার বাজে পারফরম্যান্স কিছুটা হলেও দায়ী। ৭ শটের মাত্র একটিই ঠেকাতে পেরেছেন ডি গেয়া।

জশুয়া কিমিখ (জার্মানি) কিমিখের কাছে কোচ লো’র প্রত্যাশা বেশি ছিল বলেই হতাশাটাও বেশি। তাঁর প্রান্ত দিয়েই বারবার পাল্টা আক্রমণে গেছে মেক্সিকো। এমনকি সুইডেন ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও একই ভুল করেছেন।

জেরার্ড পিকে (স্পেন) বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচেই আলোচনায় এসেছে রক্ষণে পিকের দুর্বলতাগুলো। ইরানের বিপক্ষে পরের ম্যাচটা ভালোই খেলেছেন। কিন্তু মরক্কোর বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে আবারও ব্যর্থ। আর শেষ ষোলোয় রাশিয়া পেনাল্টি পাওয়ার কারণও কিন্তু পিকের হ্যান্ডবল!

জেরোম বোয়াটেং (জার্মানি)বিশ্বকাপের শুরু থেকেই কড়া সমালোচিত ছিল বোয়াটেংয়ের দুর্বল পজিশনিং। কিন্তু সেটি না শুধরিয়ে সুইডেনের বিপক্ষে পরের ম্যাচেও একই গল্প। সেই ম্যাচে ফাউল করে ৮২ মিনিটে লাল কার্ড দেখেছেন। একই কারণে পেনাল্টি প্রায় পেয়েই যাচ্ছিল সুইডেন।

রাফায়েল গেরেরো (পর্তুগাল) ২০১৬ ইউরোজয়ী পর্তুগালের মধ্যমণি ছিলেন, কিন্তু রাশিয়া বিশ্বকাপে সেই গেরেরোই অচেনা। সময়ের অন্যতম সেরা তরুণ এই লেফট ব্যাক অনুজ্জ্বল ছিলেন প্রতি ম্যাচেই।

স্যামি খেদিরা (জার্মানি) গ্রুপ পর্বেই বাদ পড়া জার্মানি যে দুই ম্যাচে হেরেছে, দুটিতেই দলে ছিলেন। ম্যাচ দুটিতে দেখে মনে হয়েছে, সেই কাজটা করার গতি বা পায়ের শক্তি হারিয়ে ফেলেছেন! সুইডেনের বিপক্ষে জয়ের ম্যাচটিতে তাঁকে দলে রাখেননি কোচ জোয়াকিম লো।

হাভিয়ের মাচেরানো (আর্জেন্টিনা) এই নামটা এই একাদশে একটু অবাকই করবে আপনাকে। ২০ বার বল হারানো, ১৬ ট্যাকল করে শুধু আটবার বল দখলে নিতে পারা, ১৫টি ফাউল বলে, মাচেরানো চেষ্টা কম করেননি, কিন্তু পারেননি।

মেসুত ওজিল (জার্মানি) খেদিরার মতোই অবস্থা তাঁর। মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারের ম্যাচ দুটিতে মাঠে ছিলেন। সেই দুই ম্যাচে জার্মানি কোনো গোলও পায়নি। রক্ষণে সাহায্য না করা তাঁর পুরোনো অপবাদ। এমনকি এবার আক্রমণেও দলকে কিছু দিতে পারেনি।

টমাস মুলার (জার্মানি) আগের দুই বিশ্বকাপে ৫টি করে ১০টি গোল। মুলার রাশিয়া গিয়েছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্লোসা-রোনালদোদের সম্ভাব্য হুমকি হয়ে। ঘুমিয়ে ঘুমিয়েই যেন বিশ্বকাপটা পার করে দিয়েছেন মুলার! ৩ ম্যাচে ২০৭ মিনিটে একটা গোল তো পাননি, পাস ছিল মাত্র ১০০টি, যার মধ্যে সফল ৭৮টি!

গ্যাব্রিয়েল জেসুস (ব্রাজিল) ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলকে অধরা সোনা এনে দেওয়ার মূল কারিগর ছিলেন। বিশ্বকাপ বাছাইপর্বেও আলো ছড়িয়েছেন। কিন্তু রাশিয়ায় অচেনা হয়ে থাকলেন গ্যাব্রিয়েল জেসুস। করতে পারেননি একটি গোলও!

রবার্ট লেভানডফস্কি (পোল্যান্ড)

বাছাই পর্বে ১৬ গোলের রেকর্ড নিয়ে রাশিয়াতে পা দিয়েছিলেন তিনি। জার্মান লিগে সর্বশেষ মৌসুমেও করেছিলেন ২৯ গোল। কিন্তু লেভানডফস্কি রাশিয়া থেকে ফিরছেন শূন্য হাতে। নিজ দর্শকদের দুয়োর স্মৃতি নিয়ে। ৩ ম্যাচ মিলিয়ে পাসই দিতে পেরেছেন মাত্র ৬৭টি, বল হারিয়েছেন ২৪ বার!

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল নতুন সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল নতুন সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে মিশ্র পারফরম্যান্সের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল এবার ওয়ানডে ফরম্যাটে মাঠে নামার অপেক্ষায়। ...

ব্রেকিং নিউজ : ভয়াবহ অবস্থায় সিরিজ শেষ না করেই পাকিস্তান ছাড়ল লঙ্কান ক্রিকেটাররা

ব্রেকিং নিউজ : ভয়াবহ অবস্থায় সিরিজ শেষ না করেই পাকিস্তান ছাড়ল লঙ্কান ক্রিকেটাররা

পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কা ‘এ’ দল তাদের পাকিস্তান সফর অসমাপ্ত রেখে দেশে ফিরে গেছে। ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে