| ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সাকিবদের আরেকটি দুমড়ে মুচড়ে যাওয়া হার

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুলাই ১৫ ১০:৫৪:০৩
সাকিবদের আরেকটি দুমড়ে মুচড়ে যাওয়া হার

৩৩৫ রানের লক্ষ্য পাওয়ার আগে বল হাতে শাসনই করেছেন বাংলাদেশের স্পিনাররা। বিদেশের মাটিতে সাকিবের রেকর্ড বোলিংয়ে উইন্ডিজের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২৯ রানেই। ‍কিন্তু প্রথম ইনিংসেই ২০৫ রানে এগিয়ে থাকায় জয়ের রসদ পেয়ে যায় স্বাগতিকরা। যে রসদে টান পড়েনি জেসন হোল্ডারের দলের।

বাংলাদেশ তাদের পুরনো পথেই হেঁটে মেনে নিয়েছে সিরিজ হার। অবশ্য দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের চেয়ে বাংলাদেশের বড় হার হয়েছে তাদের ব্যাটিংয়ে। দুই টেস্টের চারটি ইনিংসেই ব্যাট হাতে ধুঁকেছেন বাংলাদেশের প্রতিটি ব্যাটসম্যান। চার ইনিংসের মধ্যে নুরুল হাসান সোহানের করা সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৬৬ যার বড় প্রমাণ। দুই টেস্টের কোনেটিতেই চারদিন পর্যন্তও লড়াই করতে পারল না বাংলাদেশ। তিনদিনেই খেল খতম!

জ্যামাইকা টেস্টে বল হাতে বাংলাদেশের স্পিনাররা নিজেদের কাজটি করলেও ব্যাটসম্যানরা ‘ট্রমা’ থেকে বেরিয়ে আসতে পারেননি। আসা যাওয়ার মিছিলে নাম লিখিয়ে বারবার আত্মসমর্পণ করে গেছেন উইন্ডিজ পেসারদের গতির সামনে। বল হাতে ছয় উইকেট নেওয়ার পর সিরিজে নিজেদের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করা অধিনায়ক সাকিবই যা লড়েছেন।

প্রথম ইনিংসে ১৪৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩৫৪ রান করায় প্রথম ইনিংসেই ২০৫ রানে এগিয়ে যায় উইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ১২৯ রান করলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৫। যা বাংলাদেশের সামনে পাহাড়সমই ছিল। আগের তিন ইনিংস বিবেচনায় এই রান পাড়ি দেওয়ার কথা হয়তো কল্পনাতেও আনেননি সাকিব, তামিম, মুশফিকরা। তারা যে লড়াই করে গেছেন, সেটা কেবলই হারের ব্যবধান কমানোর চেষ্টা ছিল মাত্র।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিছু বুঝে ওঠার আগেই বিদায় নেন ওপেনার তামিম ইকবাল। দলীয় দুই রানে প্রথম উইকেট হারালেও লিটন কুমার দাস ও মুমিনুল হক ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। অবশ্য তাদের জুটি ৪০ রানও পেরোতে পারেনি। দলীয় ৪০ রানে গালিতে ক্যাচ দিয়ে থামেন ৩৩ রান করা লিটন। এরপর দ্রুত ফিরেছেন মুমিনুল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

পঞ্চম উইকেটে অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ৫৪ রানের জুটিই যা চোখের শান্তি দিয়েছে। এরপর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া জেসন হোল্ডারের বিপক্ষে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৫৯ রান খরচায় দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট তুলে নেন ম্যাচসেরা হোল্ডার। উইন্ডিজ অধিনায়কের এটাই টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং।

মুশফিক ৩১ রান করে থামলেও সাকিব আরও কিছুটা পথ পাড়িয়ে দিয়েছেন। তবে অন্য প্রান্তে ভাঙনের সুর বেজেই গেছে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে টেস্ট ক্যারিয়ারের ২৩তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। ৮১ বলে ১০টি চারে ৫৪ রান করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। মেহেদী হাসান মিরাজ ১০ ও তাইজুল ইসলাম অপরাজিত ১৩ রান করেন।

ক্রিকেট

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ! ওয়েস্ট ইন্ডিজের জন্য সমীকরণ যত কঠিন ছিল, ব্যাট হাতে সেটার নমুনা ...

নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা

নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা

কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে হেরাথ সাফ জানিয়ে দেন, “আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। চড় মারার ...

ফুটবল

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

মারাত্মক ফাউল করেও বড় শাস্তি পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ডকে মাত্র এক ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে