দেখুন ওয়েস্ট ইন্ডিজকে কত রানে অল-আউট করলো টাইগাররা

এ দিন শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের উইকেট নেন সাকিব আল হাসান। গতকাল ১৯ রানে ১ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ অাজ তৃতীয় দিনের ২৮ রানের মাথায় দ্বিতীয় উইকেটে তুলে নেন সাকিব। স্মিথ ক্যাচ ক্যাচ আউট করে প্যাভিলিয়নে ফেরেন সাকিব আল হাসান।
এরপরেই কিমো পলকে ১৩ এবং পরের ওভারে এসেই পাওয়েলকে ১৮ রানে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। এরপর দলীয় ৬৪ রানের মাথায় শাই হোপকে আউট করেন তাইজুল ইসলাম। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও দলের ৯৭ রানে উইকেট তুলে নেন আবু জায়েদ চৌধুরী রাহী।
লাঞ্চ বিরোধী থেকে ফিরে এসে বোলিং ভেলকি দেখাতে থাকেন মেহেদী হাসান মিরাজ। রোস্টন চেজকে ৩২ রানে এবং জেসন হোল্ডারকে ১ রানে অাউট করেন মিরাজ। এর পরের ওভারেই মিগুয়েল কামিন্স কে আউট করে ক্যারিয়ারে ১৮ তম ৫ উইকেট তুলে নেন সাকিব আল হাসান। এই ওভার শেষ বলে গ্যাব্রিয়েল আউট করেন সাকিব।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে প্রথম টেস্টের মত একই দশা দ্বিতীয় টেস্টে। যদিও দ্বিতীয় দিনের শুরুটা চমৎকার করে বাংলাদেশের বোলাররা। ৫৮ রান তুলতেই বাদবাকি ৬ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৪ রানের মধ্যেই আটকে দেয় বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে যেন করতে ভুলে গেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা।
১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলোঅন এগাতে আরো ৫ রান কম থাকলেও অবশ্য ক্যারিবিয়রা ফলোঅন করায়নি। ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১৯ রান সংগ্রহ করে দিন শেষ করে তারা। উইকেটটি নিয়েছে সাকিব অাল হাসান।
এদিন আগের দিনের ৪ উইকেটে ২৯৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আবু জায়েদ রাহী, মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৯ রান যোগ করতেই গুটিয়ে যায় ক্যারিবিয়রা। মিরাজ ৫ উইকেট নেন। জায়েদ ৩টি ও তাইজুল ২ উইকেট নেন।
এরপর ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ও লিটন দাস উদ্বোধনী জুটিতে ২০ রান যোগ করেন। লিটন দাসকে (১২) এলবিডব্লিউ করে ফেলান গ্যাব্রিয়েল। দুই বলের ব্যবধানে মুমিনুল হককেও (০) ফিরিয়ে দেন। ২০ রানে ২ উইকেট হারিয়ে যেন আগের ব্যর্থতার পথেই হাটা বাংলাদেশের।
তামিম ইকবাল ও সাকিব আল হাসান অবশ্য পঞ্চাশোর্ধ জুটি গড়লেন। তৃতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন এই দু’জন। কিন্তু ৩২ রান করা সাকিবকে বোল্ড করে ফেরান উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। এক বলের ব্যবধানে মাহমুদউল্লাকেও ফিরিয়ে দেন। অর্থাৎ গ্র্যাব্রিয়েলের করা ইনিংসের সপ্তম ওভার ও হোল্ডারের ২৪তম ওভারেই বাংলাদেশের মেরুদণ্ড ভাঙে।
৪ উইকেটে ৯২ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। তামিম ইকবাল ও মুশফিকুর রহিম চা বিরতির পর ব্যাটিং শুরু করেন। কিন্তু বেশি দূর দলকে টানতে পারলেন না। চা বিরতির পর আর মাত্র ৫৭ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে অল আউট হয় টাইগাররা।
তামিম ইকবালকে ফিরান কিমো পল। সর্বাধিক ৪৭ রান আসে তামিমের ব্যাট থেকে। পরের বলেই ডাক মেরে ফিরে যান নুরুল হাসান সোহান। ১১ রানের ব্যবধানে ফিরে যান মুশফিকুর রহীমও। ২৪ রান করে হোল্ডারের বলে ফিরেন তিনি। এরপর ৩ রান করা মিরাজকে ফিরান কামিন্স।
১৩৫ রানে ৮ উইকেট হারানো কিছুটা বাড়ে তাইজুল ইসলামের ব্যাটে। হোল্ডারের শিকার হওয়ার আগে ১৮ রান করেন তিনি। জায়েদকে বোল্ড করে ৫ উইকেট পূরণ করেন তিনি। হোল্ডার ছাড়া গ্যাব্রিয়েল ও পল ২টি করে উইকেট নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাই হোপ, রোস্টন চেজ, শিমরন হেটমেয়ার, শেন ডাওরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), কিমো পল, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব অাল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, কামরুল ইসলাম।
- কমলো সয়াবিন তেলের দাম, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- এক খবরেই পাল্টে গেলো পেঁয়াজের দাম
- স্বর্ণের দাম নিয়ে যে ভবিষ্যদ্বাণী
- চরম দু:সংবাদ : ফেরত পাঠানো হল ৩১ প্রবাসী বাংলাদেশিকে
- হাসিনার মন্ত্রী-এমপিরা এত সাহস পাচ্ছেন কোথা থেকে
- ১০ মিনিটের শক্তিশালী বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড যে উপজেলা
- চরম দু:সংবাদ : সৌদিতে ৬০ হাজার বাংলাদেশি আটক
- স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হলো জানেন
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- ভয়াবহ বিপদে ‘কাউয়া’ কাদের, এবার পালাবেন কোথায়
- ছুটি ও বেতন ইস্যুতে বড় সুখবর
- আজকের সৌদি রিয়াল রেট (২১ এপ্রিল ২০২৫)
- নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ
- ইন্টারনেট সেবায় বিশাল মূল্যছাড়, কমলো ইন্টারনেটের দাম
- নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা