| ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দেশে দিন দিন বেকারের সংখ্যা বেড়েই চলেছে

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুলাই ১৪ ১২:২৫:২৮
দেশে দিন দিন বেকারের সংখ্যা বেড়েই চলেছে

অর্থনৈতিক প্রতিবন্ধকতা বাংলাদেশের বেকার সমস্যাকে সুদৃঢ় ভাবে প্রভাবিত করছে। বাংলাদেশে বেকার সমস্যা সৃষ্টির পেছনে নানা আর্থ-সামাজিক কারন পরিলক্ষিত হয়। দুর্বল অর্থনীতি ও জনসংখ্যা বৃদ্ধি এর মধ্যে অন্যতম। আমাদের দেশের অর্থনৈতিক অবকাঠামো দুর্বল ও অসচ্ছল হওয়ায় দেশে শিল্প কারখানা, ব্যবসা-বানিজ্য ও উন্নয়ন মূ্লক কাজের প্রসার ঘটছে না। তদুপরি যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে হারে বাড়ছে না কর্মসংস্থান। তাই দিন দিন বেকারের সংখ্যা বেড়েই চলেছে।

তাছাড়া আমাদের দেশের অর্থনীতি কৃষি নির্ভর। কৃষি প্রধান এ দেশে শতকরা ৮৫ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত থাকলেও অনুন্নত কৃষি ব্যবস্থা আমাদের অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত করছে। এক্ষেত্রেও কোন উল্লেখযোগ্য কাজের ব্যবস্থা না থাকায় ক্রমান্বয়ে বেকার সমস্যা বেড়েই চলেছে।

এছাড়াও কুটির শিল্পের অবলুপ্তি, কারগরী জ্ঞানের অভাব, ব্যবসা ক্ষেত্রে অনাগ্রহ, মধ্যবিত্তের অবস্থান, অস্বাস্থ্য ও অপুষ্টি, নিরক্ষরতাসহ নানাবিধ কারন রয়েছে বেকারত্ব সৃষ্টির পেছনে।

আমাদের সরকারী পুঁজি বা বিদেশ থেকে প্রাপ্ত ঋণের সিংহভাগই চমক লাগানো অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ হয়। এতেও সাময়িক ভাবে কিছু কর্মসংস্থান সৃষ্টি হলেও স্থায়ী কর্ম সংস্থানের ব্যবস্থা হচ্ছে না। তাছাড়া কুটির শিল্পের কাঁচামাল আসে কৃষি থেকে। কিন্তু কৃষির অনাগ্রসরতার দরুন কৃষিখাতে উৎপাদন বহুগুন হ্রাস পাচ্ছে। ফলশ্রুঁতিতে কাঁচামালের যোগানের অভাবে দিন দিন কুটির শিল্প বিলুপ্ত হচ্ছে। শিল্পায়ন, শহরায়ন, বানিজ্য এবং যুগোপযোগী পণ্য উৎপাদনের অভাবে এদেশে কুটির শিল্প ধ্বংস হচ্ছে। সে কারনেই কুটির শিল্পের সাথে জড়িত শ্রমিকেরা বেকার হয়ে পড়ছে।

শ্রমজীবি শ্রেণীর অধিকাংশই নিরক্ষর ও কারিগরি জ্ঞানের দক্ষতা বর্জিত। সে জন্যে তারা যেমন কোন কর্মসংস্থান পায় না, তেমনি নিজেরাও কিছু করতে পারে না। দেশের শিক্ষিত ছেলেমেয়েরা চাকরী ছাড়া অন্য কোন শ্রমসাধ্য কার্ম করতে না চাওয়ায় ও ডিগ্রীধারী শিক্ষিত ব্যাক্তিগণ ব্যবসা-বানিজ্যে অংশ না নিয়ে চাকরীর অভাবে বেকার থাকছে। চাকরীর আকাংখা এবং ব্যবসা বানিজ্যে বিমুখতা বেকার সমস্যাকে আরও তীব্র করে তুলছে।

সর্বত্রই বেকারত্বের ক্ষতিকর প্রভাব বিস্তার লাভ করায় বাংলাদেশের জন্য এটি একটি বিরাট অভিশাপ। বেকারত্বের দরুন আমাদের দেশে দরিদ্রের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বর্তমানে দেশের প্রায় ২৪ শতাংশ লোকই দরিদ্র। বেকারত্বের কারনে অধিকাংশ মানুষের মাঝে হতাশা সৃষ্টি হওয়ায় এ অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। ফলে তারা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের নৈতিকতার অবক্ষয় ঘটার ফলে সামাজিক অস্থিতিশীলতা ও কলহ বেড়েই চলেছে।

বাংলাদেশের মতো দরিদ্র দেশের পক্ষে সীমিত সম্পদ নিয়ে বেকারত্ব মোকাবেলা করা খুবই কষ্টসাধ্য। তাই বাস্তবভিত্তিক ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ব্যতীত কোনভাবেই বেকার সমস্যার সমাধান আশা করা যায় না।

এক্ষেত্রে প্রকৃতিনির্ভর কৃষি ব্যবস্থা বাদ দিয়ে কৃষিকে একটি নির্ভরশীল ক্ষেত্র হিসেবে প্রতিপন্ন করতে হবে। কুটিরশিল্প ও বৃহদায়তন শিল্প কারখানা স্থাপন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। প্রাকৃতিক সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। জনসংখ্যাকে বোঝা না বানিয়ে হাতিয়ার হিসেবে কাজে লাগাতে দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে হবে। শিল্পক্ষেত্রের মতো সম্ভানাময় ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বাংলাদেশে শ্রমশক্তির বাজার সৃষ্টি করতে হবে। সর্বপোরি সরকারী ও বেসরকারী উভয় খাতেই লোক নিয়োগের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে।

বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। এ যুগে কর্মমুখী শিক্ষার কোন বিকল্প নেই। এক মাত্র কর্মমুখী শিক্ষাই দেশ ও জাতির সমৃদ্ধি বয়ে আনতে পারে। শিক্ষার উদ্দেশ্য শারীরিক এবং মানসিক বিকাশ সাধন। সাধারণ শিক্ষায় মানসিক বিকাশ ঘটে আর কর্মমুখী শিক্ষায় শারীরিক উন্নতি আসে। এমনি করেই জীবনের সাথে শিক্ষার সমন্বয়ে জীবন হয় সমৃদ্ধ।

ক্রিকেট

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি

নিজস্ব প্রতিবেদক: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল। তবে শুরুতেই ধাক্কা খায় তারা। ...

কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নিজেদের ম্যাচটা হেরে গিয়েও বাংলাদেশ ছিটকে যায়নি বিশ্বকাপের দৌড় থেকে। পাকিস্তানের বিপক্ষে ৭ ...

ফুটবল

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

মারাত্মক ফাউল করেও বড় শাস্তি পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ডকে মাত্র এক ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে