জুটি বেঁধে আউট হলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা!

বাংলাদেশি ব্যাটসম্যানরা অদ্ভুত এক উদাহরণ সৃষ্টি করলেন জ্যামাইকায়। এই ইনিংসে চারবার একই রানে আউট হয়েছেন দুজন করে ব্যাটসম্যান। যাদের জুটি গড়ে রান করার কথা, তারা আউট হয়েছেন জুটি গড়ে! বাংলাদেশ সময় রাতজুড়ে খেলা হয়েছে বলে, অনেক দর্শক এই বিরল ‘কীর্তি’র সাক্ষী হতে পারেননি।
বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ২০ রানে। শ্যানন গ্যাব্রিয়েলের বলে এলবিডব্লিউর শিকার হন লিটন দাস। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগে বিদায় নেন মুমিনুল হকও। মাত্র দুটি বল মোকাবেলা করেন তিনি। অ্যান্টিগায় ব্যর্থ মুমিনুল জ্যামাইকাতেও করতে পারেননি কিছুই।
চার নম্বরে নামা সাকিবকে বোল্ড করে বাংলাদেশের তৃতীয় উইকেট তুলে নেন ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন হোল্ডার। স্কোরবোর্ডে তখন উঠেছে কেবল ৭৯ রান। একই রানে বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদও। সাকিব হোন বোল্ড আর রিয়াদ পড়েন এলবিডব্লিউর ফাঁদে।
জুটি গড়ে রান হওয়া বজায় থাকে পরের উইকেট পতনের সময়ও। ১১৭ রানে পঞ্চম উইকেট হিসেবে কিমো পলের বলো বোল্ড হন তামিম ইকবাল। হাফ সেঞ্চুরি থেকে তিন রান দূরে থাকতে বিদায় নেন তিনি। একই রানে ড্রেসিংরুমে ফেরেন নুরুল হাসান সোহানও। অ্যান্টিগায় দারুণ এক হাফ সেঞ্চুরি করলেও জ্যামাইকায় রানই করতে পারেননি এই তরুণ।
১১৭ রানে ছয় উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ যখন নিশ্চিত ব্যাটিং বিপর্যয়ের মুখে, তখন ১২৮ রানে বিদায় নেন মুশফিকুর রহিম। কেবলমাত্র এই রানেই আর কোনো উইকেট পড়েনি বাংলাদশের। হোল্ডারের বলে শাই হোপকে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। বাংলাদেশের অষ্টম উইকেটটি পড়ে ১৩৫ রানে। মিগুইল কামিন্স এলবিডব্লিউ করে ফেরেন মেহেদি হাসান মিরাজকে।
সপ্তম ও অষ্টম উইকেট ভিন্ন দুই স্কোরে আউট হলেও, নবম ও দশম উইকেটে আবার ‘জুটি’ গড়েন তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহী। ১৪৯ রানে বিদায় নেন তারা। দুজনকেই বোল্ড করেন জ্যাসন হোল্ডার। ক্যারিবীয় অধিনায়ক এই ইনিংসে তুলে নেন পাঁচ উইকেট। দুটি করে উইকেট নেন গ্যাব্রিয়েল শ্যানন ও কিমো পল।
প্রথম ইনিংস শেষে ২০৫ রানে পিছিয়ে পড়া বাংলাদেশকে চাইলেই ফলোঅনে পাঠাতে পারতেন ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন হোল্ডার। কিন্তু তিনি তা করেননি। নিজেরাই নেমে পড়েছেন দ্বিতীয় ইনিংসে। দ্বিতীয় দিনের খেলা শেষে তাদের স্কোরবোর্ডে উঠেছে ১৯ রান, এক উইকেট হারিয়ে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ক্রেইগ ব্রাথওয়েটকে বোল্ড করে ফিরিয়েছেন সাকিব।
- কমলো সয়াবিন তেলের দাম, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- এক খবরেই পাল্টে গেলো পেঁয়াজের দাম
- স্বর্ণের দাম নিয়ে যে ভবিষ্যদ্বাণী
- চরম দু:সংবাদ : ফেরত পাঠানো হল ৩১ প্রবাসী বাংলাদেশিকে
- হাসিনার মন্ত্রী-এমপিরা এত সাহস পাচ্ছেন কোথা থেকে
- ১০ মিনিটের শক্তিশালী বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড যে উপজেলা
- স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হলো জানেন
- চরম দু:সংবাদ : সৌদিতে ৬০ হাজার বাংলাদেশি আটক
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- ছুটি ও বেতন ইস্যুতে বড় সুখবর
- আজকের সৌদি রিয়াল রেট (২১ এপ্রিল ২০২৫)
- নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ
- ইন্টারনেট সেবায় বিশাল মূল্যছাড়, কমলো ইন্টারনেটের দাম
- নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা
- ঝটিকা মিছিল, পরিকল্পনা হাসিনার, তদারকিতে পলাতক কয়েকজন নেতা