| ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

নিজের অঙ্গ মৃত্যুর পর দান করার সিদ্ধান্ত নিয়েছেন যেসব বলিউড তারকারা

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জুলাই ১১ ১৪:২৮:২৬
নিজের অঙ্গ মৃত্যুর পর দান করার সিদ্ধান্ত নিয়েছেন যেসব বলিউড তারকারা

প্রিয়াঙ্কা চোপড়া: বলিউড ছেড়ে হলিউডে পাড়ি হোক বা নিক জোনাসের সঙ্গে মুচমুচে প্রেমের গল্পে— প্রিয়াঙ্কা বরাবরই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং টপিক। ভারতীয় সেনাবাহিনীর আয়োজিত ‘আর্মি অরগ্যান রিভাইভাল’-এর একটি ক্যাম্পে গিয়ে ‘পিগি চপস’ বলেছিলেন মৃত্যুর পর তিনি তার সমস্ত অঙ্গই দান করে যেতে চান।

ঐশ্বরিয়া রাই: বলিউডে সবচেয়ে গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে একজন ঐশ্বরিয়া রাই বচ্চন। তার গ্ল্যামারের ছটা বলিউডের গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে হলিউডেও। কান-এর রেড কার্পেটে তার দাপুটে পারফরমেন্স তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে গোটা বিশ্ব। এই নীল নয়না সুন্দরী তার চোখ দু’টিকেই দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

কৃতী শ্যানন: বলিউডে নবাগতাদের মধ্যে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় কৃতী শ্যানন। মরণোত্তর অঙ্গদানে খুবই আগ্রহী ‘হিরোপান্তি’ নায়িকা। তিনিও তার চোখ দান করতে চান। নায়িকা বলেন, ‘বহু বছর ধরেই এই সিদ্ধান্তের কথা ভেবেছি। নিজের চোখ দিয়ে গোটা বিশ্বকে দেখতে পাওয়াই সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার। আমার চোখ দিয়েও যেন কেউ পৃথিবীর আলো দেখতে পান।’

সালমান খান: অভিনয়ের পাশাপাশি নানা সমাজসেবামূলক কাজেও জড়িত রয়েছেন বলিউডের ‘ভাইজান’। মরণোত্তর অঙ্গদান নিয়ে ভক্তদের উৎসাহ দিতেও দেখা গেছে তাকে। ভাইজান জানিয়েছেন, তিনি তার অস্থিমজ্জা (বোন ম্যারো) দান করে যেতে চান।

মাধবন: তথাকথিত ‘হিরো’ তকমা গায়ে না মেখে ঘুরলেও নিজের পরিচয় দিয়েছেন একজন অভিনেতা হিসেবেই। বড় পর্দায় যে কোনও চরিত্রেই সাবলীল তিনি। মাধবন চক্ষু দানে বেশি আগ্রহী। তাছাড়াও অভিনেতা জানিয়েছেন, মৃত্যুর পর তিনি তার হার্ট, ফুসফুস, কিডনি, লিভার, হাড় এবং তরুণাস্থিও দান করে যেতে চান।

আমির খান: অঙ্গদানের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। আমির জানিয়েছেন, মানুষের সেবার জন্য তিনি তার কিডনি, ফুসফুস, লিভার, হার্ট ও চোখ দান করে যেতে চান।

সুনীল শেঠি: চক্ষু দান করতে চান সুনীল শেঠি। তিনি বলেন, ‘আমাদের ধর্মবিশ্বাস মরণোত্তর অঙ্গদানে বিশ্বাসী নয়। কিন্তু, আমার মনে হয় এই কাজে আমরা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে পারি।’

অমিতাভ বচ্চন: একটি এনজিও-র সঙ্গে চুক্তি করে চক্ষুদানের বিষয়টি ইতিমধ্যেই পাকা করে ফেলেছেন বিগ-বি। তার ফ্যানেদেরও এই কাজে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন তিনি।

ফারাহ খান: তিনি এক দিকে সফল কোরিওগ্রাফার, অন্য দিকে প্রযোজক, পরিচালক ও অভিনেত্রী। ফারাহ খানের গুণের শেষ নেই। ফারাহ জানিয়েছেন, পরিকাঠামো ও সচেতনতার অভাবে এ দেশে অঙ্গদান অনেকটাই পিছিয়ে রয়েছে। তিনি তার সব অঙ্গই দান করে যেতে চান।

রানি মুখোপাধ্যায়: চক্ষুদানের কথা আগেই জানিয়েছিলেন আদিত্য চোপড়া। এবার স্বামীর পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন আদিত্য-ঘরণী রানি মুখোপাধ্যায়। একটি সাক্ষাৎকারে রানি জানিয়েছেন, তিনিও চক্ষুদানে খুবই আগ্রহী। এবং তার ফ্যানেদেরও এই কাজে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন তিনি।

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে